মাঠে নেমে কেবল মেসিকেই দেখেন সতীর্থ কামাল

প্রথম পাতা » খেলাধুলা » মাঠে নেমে কেবল মেসিকেই দেখেন সতীর্থ কামাল
মঙ্গলবার, ২৯ আগস্ট ২০২৩



মাঠে নেমে কেবল মেসিকেই দেখেন সতীর্থ কামাল

লিওনেল মেসি শুধু ফুটবল মাঠে জাদু দেখান না, জাদু দিয়ে ভক্তদের বুদও করে রাখেন। আর তার জাদুতে কেবল গ্যালারি বা পর্দার সামনের দর্শক নয়, মাঠের সতীর্থরাও পর্যন্ত মোহগ্রস্ত হয়ে থাকেন। এবার এমনই একটি ঘটনা সমানে এসেছে।

ইন্টার মায়ামিতে মেসির সতীর্থ কামাল মিলার বলেছেন, মাঠে নেমে নিজের খেলার প্রতি তিনি মনোযোগ দিতে পারেন না। তার সম্পূর্ণ মনোযোগ কেড়ে নেন মেসি। তিনি যেন বুদ হয়ে থাকেন মেসির খেলা দেখে।

মেসিকে নিয়ে কামাল মিলার বলেছেন, ‘মাঠে মেসির মতো বড় তারকা উপস্থিত থাকলে নিজের খেলায় মনোযোগ দেয়া খুব কঠিন। আবার তার খেলা আপনি উপভোগ না করেও পারবেন না। এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। মেসি মাঠে থাকলে আমাদের খেলার মানও বাড়াতে হয়। তবে সেই কাজটি তার কারণে খুব সহজ হয়।’

কামাল আরও বলেছেন, ‘মেসির কারণে আমরা যেখানেই যাচ্ছি, সেখানেই সমর্থন পাচ্ছি। এর মধ্যে নিউইয়র্কে সমর্থন পেয়েছি সবচেয়ে বেশি। এটি মেসির জন্যই হয়েছে। আমরা বেশ উপভোগ করছি সবকিছু। আর মেসি তো এমন সম্মানেরই যোগ্য।’

এ দিকে মেসি পিএসজি ছেড়ে যুক্তরাষ্ট্রের ক্লাব মায়ামিতে যাওয়ার পরে পুরো প্রেক্ষাপটই পরিবর্তন হয়ে গেছে। সেখানকার মানুষের পছন্দের তালিকার চারে থাকা ফুটবলের প্রতি এখন সর্বোচ্চ আগ্রহ দেখা যাচ্ছে। আকাশচুম্বী দাম দিয়ে টিকিট কেটেও তারা মাঠে গিয়ে খেলা দেখছেন। অপরদিকে মেসিও সমানতালে পারফর্ম করে যাচ্ছেন। এখন পর্যন্ত ক্লাবটির জার্সিতে ৯ ম্যাচ খেলে টানা ১১ গোল করেছেন তিনি। এর মধ্যে দলকে একটি শিরোপাও জিতিয়েছেন তিনি।

বাংলাদেশ সময়: ১১:৫৬:৪১   ১৫৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


কাজাখস্তানকে ৫-১ গোলে উড়িয়ে শুভসূচনা বাংলাদেশের
রিয়ালকে বিদায় করে সেমিফাইনালে আর্সেনাল
প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে কাতারে যাচ্ছেন চার নারী ক্রীড়াবিদ
ভালো শুরুর পর বিপর্যয়, শেষে নাহিদা-রাবেয়ার প্রতিরোধে চ্যালেঞ্জিং সংগ্রহ বাংলাদেশের
ইআরডি ও আইওএম-এর মধ্যে ৫ মিলিয়ন ইউরোর চুক্তি
ঘরের মাঠে জয় পেয়েও বিদায় অ্যাস্টন ভিলার, সেমিতে পিএসজি
চলতি মাসেই শিরোপা পেয়ে যেতে পারে লিভারপুল
রিতু মনির বীরত্বে রেকর্ড জয় বাংলাদেশের
বাংলাদেশকে বড় লক্ষ্য দিল আয়ারল্যান্ড
রিশাদের দলের বিপক্ষে নেমেই পিএসএলে ইতিহাস গড়লেন হোল্ডার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ