সহজ জয়ে ইউএস ওপেন শুরু বর্তমান চ্যাম্পিয়ন সোয়াইটেকের

প্রথম পাতা » খেলাধুলা » সহজ জয়ে ইউএস ওপেন শুরু বর্তমান চ্যাম্পিয়ন সোয়াইটেকের
মঙ্গলবার, ২৯ আগস্ট ২০২৩



সহজ জয়ে ইউএস ওপেন শুরু বর্তমান চ্যাম্পিয়ন সোয়াইটেকের

সহজ জয় দিয়ে ইউএস ওপেন শুরু করেছেন বর্তমান চ্যাম্পিয়ন ও বিশ্বের এক নম্বর খেলোয়াড় ইগা সোয়াইটেক। গতকাল আসরের প্রথম দিনে এই পোলিশ তারকা ৬-০, ৬-১ গেমে সুইডেনের রেবেকা পিটারসনকে পরাজিত করে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছেন।
নিউ ইয়র্কে খেলতে আসার পর আরিনা সাবালেঙ্কার কাছে র‌্যাঙ্কিংয়ের শীর্ষ স্থান হারানোর ঝুঁকিতে রয়েছেন সোয়াইটেক। যদিও কাল ৮৬তম র‌্যাঙ্কধারী পিটারসনকে মাত্র ৫৮ মিনিটেই উড়িয়ে দিয়েছেন বিশ্বের এক নম্বর এই তারকা।
প্রতিপক্ষের থেকে পাঁচবার ব্রেক পয়েন্ট ছিনিয়ে নিয়েছেন সোয়াইটেক। পিটারসনের দুটি উইনারের বিপরীতে সোয়াইটেক খেলেছেন ২০টি উইনিং শট। এনিয়ে টানা চতুর্থ ইউএস ওপেনে প্রথম রাউন্ডে সহজ জয় পেলেন সোয়াইটেক।
ম্যাচ শেষে বিশে^র নাম্বার ওয়ান বলেছেন, ‘যা কিছুর ওপর আমি গুরুত্ব দিয়েছি সেগুলো নিয়েই আমি টুর্ণামেন্ট শুরু করতে চেয়েছি। আমি একটি দারুন ম্যাচ খেলতে চেয়েছি। সব ধরনের চাপ কাটিয়ে প্রত্যাশা পূরণ করতে পেরে আমি দারুন খুশী। কোর্টে নামার পর সবসময়ই আমার মাথায় একটি বিষয় থাকে প্রতিদিনই যেন আমি নিজেকে উন্নত করতে পারি। সংখ্যা ও পরিসংখ্যান আমার কাছে তেমন কোন অর্থবহন করেনা। আমি শুধুমাত্র আমার পারফরমেন্সে গুরুত্ব দিতে চাই।’
দ্বিতীয় রাউন্ডে সোয়াইটেকের প্রতিপক্ষ অস্ট্রেলিয়ান ডারিয়া সাভিলে। ক্যারিয়ারে পঞ্চম গ্র্যান্ড স্ল্যাম শিরোপা জয়ের লক্ষ্যে সোয়াইটেক কোর্টে নেমেছেন। ২০১২ থেকে ২০১৪ সাল পর্যন্ত টানা তিন বছর ইউএস ওপেনের শিরোপা জয় করেছিলেন সেরেনা উইলিয়ামস, যা এখনো কোন নারী খেলোয়াড় অর্জণ করতে পারেনি।

বাংলাদেশ সময়: ১৫:২৬:৪০   ১২২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


রাফিনিয়া নৈপুণ্যে লা লিগায় প্রত্যাবর্তনের গল্প লিখলো বার্সেলোনা
দুর্দান্ত হামজা, তিন ম্যাচ পর জয় পেল শেফিল্ড
কাজাখস্তানকে ৫-১ গোলে উড়িয়ে শুভসূচনা বাংলাদেশের
রিয়ালকে বিদায় করে সেমিফাইনালে আর্সেনাল
প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে কাতারে যাচ্ছেন চার নারী ক্রীড়াবিদ
ভালো শুরুর পর বিপর্যয়, শেষে নাহিদা-রাবেয়ার প্রতিরোধে চ্যালেঞ্জিং সংগ্রহ বাংলাদেশের
ইআরডি ও আইওএম-এর মধ্যে ৫ মিলিয়ন ইউরোর চুক্তি
ঘরের মাঠে জয় পেয়েও বিদায় অ্যাস্টন ভিলার, সেমিতে পিএসজি
চলতি মাসেই শিরোপা পেয়ে যেতে পারে লিভারপুল
রিতু মনির বীরত্বে রেকর্ড জয় বাংলাদেশের

News 2 Narayanganj News Archive

আর্কাইভ