নিত্যপ্রয়োজনীয় পণ্যের সিন্ডিকেটে হাত দেওয়া যাবে না বাণিজ্যমন্ত্রী এমনটি বলে থাকলে তাকে ধরবেন বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মন্তব্যের বিষয়ে কথা বলেছেন টিপু মুনশি।
বাণিজ্যমন্ত্রী বলেন, ‘আমি তো এ বিষয়ে কিছু জানি না। উনি (প্রধানমন্ত্রী) বলেছেন। প্রধানমন্ত্রী কী মিন করে বলেছেন, কোন পরিস্থিতিতে বলেছেন, আমি জানি না। আমি কোনো মন্তব্য করতে পারব না।’
রাজধানীর একটি হোটেলে বুধবার ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ সংক্রান্ত প্রশ্নের জবাবে টিপু মুনশি একথা বলেন।
আগের দিন মঙ্গলবার দক্ষিণ আফ্রিকা সফর পরবর্তী সংবাদ সম্মেলনে যুগান্তর সম্পাদক সাইফুল আলমের করা নিত্যপণ্যের সিন্ডিকেট নিয়ে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বাণিজ্যমন্ত্রীকে ধরবেন বলে জানান।
সাইফুল আলম তার প্রশ্নে বলেন, ‘দায়িত্বশীল মন্ত্রীরাও বলেন সিন্ডিকেটে হাত দেওয়া যায় না। সেখানে হাত দিতে গেলে বিপদ আছে।’ জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘বিপদ আছে কে বলেছে, আমি ঠিক জানি না। আমরা তো সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিয়ে থাকি।’
তখন সাইফুল আলম বলেন, ‘দুজন মন্ত্রী বলেছেন, সিন্ডিকেট আছে, সিন্ডিকেটে হাত দেওয়া যাবে না। বাণিজ্যমন্ত্রী স্বয়ং বলেছেন।’ জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘বাণিজ্যমন্ত্রী বলেছেন? বাণিজ্যমন্ত্রীকে ধরব তো।’
বাণিজ্যমন্ত্রীর কাছে সাংবাদিকের প্রশ্ন ছিল, প্রধানমন্ত্রীর তাকে ধরার প্রসঙ্গে তিনি নিজেকে ডিফেন্ড করবেন কি না?
টিপু মুনশি বলেন, ‘প্রধানমন্ত্রী কি বলেছেন, কি মিন (বোঝাতে) করেছেন সেটা তিনি ভালো জানেন। এ বিষয়ে আমি কোনো মন্তব্য করতে পারব না। বাজারে সিন্ডিকেট আছে, ভাঙা হবে না, এ ধরনের কোনো কথা আমি বলিনি।’
‘আমি বলেছি যে, আমাদের যখন জিনিসপত্রের দাম বাড়ে, আমরা চেষ্টা করি, কখনো কখনো আমাদের লোকবল কম থাকার কারণে এমন হয়। আমি জানি না কালকের প্রশ্ন কী ছিল। আর মাননীয় প্রধানমন্ত্রী কী মিন করে বলেছেন’—যোগ করেন বাণিজ্যমন্ত্রী।
মঙ্গলবার প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনের পর প্রায় দেড় ঘণ্টা তার সঙ্গে ছিলেন জানিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘এ বিষয়ে ওনার (প্রধানমন্ত্রী) সঙ্গে আমার কোনো কথা হয়নি।’
বাংলাদেশ সময়: ১৬:০৪:০৩ ১১৭ বার পঠিত