সাতটি শট, তবুও ব্যর্থ মেসি, পয়েন্ট হারাল মায়ামি

প্রথম পাতা » খেলাধুলা » সাতটি শট, তবুও ব্যর্থ মেসি, পয়েন্ট হারাল মায়ামি
বৃহস্পতিবার, ৩১ আগস্ট ২০২৩



সাতটি শট, তবুও ব্যর্থ মেসি, পয়েন্ট হারাল মায়ামি

যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দেয়ার পর প্রথম ম্যাচে গোলের দেখা পেলেন না লিওনেল মেসি। বৃহস্পতিবার (৩১ আগস্ট) ভোরে ন্যাশভিলের বিপক্ষে ঘরের মাঠে গোলশূন্য ড্র করেছে মেসির দল মায়ামি। এদিন ম্যাচে সাতটি শট করেও গোল করতে ব্যর্থ হয়েছেন মেসি।

জুলাই মাসে ইন্টার মায়ামিতে যোগ দেয়ার পর থেকে প্রতি ম্যাচেই গোল করে যাচ্ছেন লিওনেল মেসি। শুধু গোল করেই থামছেন না তিনি, গোল করে দলকে জেতাতে রাখছেন গুরুত্বপূর্ণ ভূমিকা। সেই মেসি আজ লিগ ম্যাচে ন্যাশভিলের বিপক্ষে গোল করতে পারেননি। আর যার ফলে জেতেনি তার দল মায়ামি।

কিছুদিন আগেই এই ন্যাশভিলের বিপক্ষে গোল করে দলকে লিগস কাপের শিরোপা জিতিয়েছিলেন মেসি। তবে আজ লিগের ম্যাচে গোল করতে পারেননি সাতবারের ব্যালন ডি’অর জয়ী এই ফুটবলার। ম্যাচে অবশ্য বেশ কিছু সুযোগ পেয়েছেন মেসি। দুইটি ফ্রি কিকও নিয়েছেন আর্জেন্টিনার অধিনায়ক। দ্বিতীয় ফ্রি কিকটি অবশ্য দেয়ালে বাঁধা পড়ে, তবে ৬০ মিনিটে নেয়া মেসির প্রথম ফ্রি কিকটি আটকে দেন ন্যাশভিল গোলরক্ষক।

এছাড়াও ম্যাচজুড়ে বেশকিছু শট নেন মেসি। তবে গোল করতে ব্যর্থ হয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক। শুধু নিজেই গোল করার চেষ্টায় ছিলেন না, সতীর্থকে দিয়ে গোল করাতে বেশকিছু গুরুত্বপূর্ণ বলও বানিয়ে দিয়েছেন তিনি। তবে তা থেকেও গোল হয়নি। শেষ পর্যন্ত গোলশূন্যই শেষ হয় ম্যাচটি।

এই ম্যাচে মায়ামি পূর্ণ পয়েন্ট না পাওয়ায় প্লে-অফে ওঠার স্বপ্নে বড় এক ধাক্কা খেল। ২৪ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে ১৫ দলের মধ্যে ১৪তম স্থানে রয়েছে মায়ামি।

বাংলাদেশ সময়: ১১:০২:৫৬   ১৩১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


রাফিনিয়া নৈপুণ্যে লা লিগায় প্রত্যাবর্তনের গল্প লিখলো বার্সেলোনা
দুর্দান্ত হামজা, তিন ম্যাচ পর জয় পেল শেফিল্ড
কাজাখস্তানকে ৫-১ গোলে উড়িয়ে শুভসূচনা বাংলাদেশের
রিয়ালকে বিদায় করে সেমিফাইনালে আর্সেনাল
প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে কাতারে যাচ্ছেন চার নারী ক্রীড়াবিদ
ভালো শুরুর পর বিপর্যয়, শেষে নাহিদা-রাবেয়ার প্রতিরোধে চ্যালেঞ্জিং সংগ্রহ বাংলাদেশের
ইআরডি ও আইওএম-এর মধ্যে ৫ মিলিয়ন ইউরোর চুক্তি
ঘরের মাঠে জয় পেয়েও বিদায় অ্যাস্টন ভিলার, সেমিতে পিএসজি
চলতি মাসেই শিরোপা পেয়ে যেতে পারে লিভারপুল
রিতু মনির বীরত্বে রেকর্ড জয় বাংলাদেশের

News 2 Narayanganj News Archive

আর্কাইভ