অ্যাবট-হেডের নৈপুন্যে দক্ষিণ আফ্রিকাকে হোয়াইটওয়াশ করলো অস্ট্রেলিয়া

প্রথম পাতা » খেলাধুলা » অ্যাবট-হেডের নৈপুন্যে দক্ষিণ আফ্রিকাকে হোয়াইটওয়াশ করলো অস্ট্রেলিয়া
সোমবার, ৪ সেপ্টেম্বর ২০২৩



অ্যাবট-হেডের নৈপুন্যে দক্ষিণ আফ্রিকাকে হোয়াইটওয়াশ করলো অস্ট্রেলিয়া

তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে স্বাগতিক দক্ষিণ আফ্রিকাকে হোয়াইটওয়াশ করেছে সফরকারী অস্ট্রেলিযা ক্রিকেট দল। পেসার সিন অ্যাবট ও ওপেনার ট্রাভিস হেডের ব্যাটিং নৈপুন্যে গতরাতে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়া ৫ উইকেটে হারায় দক্ষিণ আফ্রিকাকে। প্রথম দুই ম্যাচ যথাক্রমে ১১১ রানে ও ৮ উইকেটে জিতেছিলো অসিরা। এই প্রথমবারের মত তিন ম্যাচের সিরিজে দক্ষিণ আফ্রিকাকে হোয়াইটওয়াশ করলো অসিরা।
ডারবানে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নামে দক্ষিণ আফ্রিকা। ১২ রানে ২ উইকেট হারিয়ে শুরুতে চাপে পড়লেও তৃতীয় উইকেটে ৩৪ বলে ৫৮ রান তুলে দলকে লড়াইয়ে ফেরান ওপেনার রেজা হেনড্রিক্স ও অধিনায়ক আইডেন মার্করাম।
মার্করাম ৪টি চার ও ২টি ছক্কায় ২৩ বলে ৪১ রান করেন। ২টি করে চার-ছক্কায় ৩০ বলে ৪২ রান করেন হেনড্রিক্স। তাদের বিদায়ের পর মিডল অর্ডারে দক্ষিণ আফ্রিকার রানের চাকা ঘুড়িয়েছেন ট্রিস্টান স্টাবস ও অভিষিক্ত ডোনোভান ফেরেইরা । ১৬ বলে ২৫ রান করে আউট হন স্টাবস। ইনিংসের শেষ ওভারে বিআউট হওয়ার আগে ১টি চার ও ৫টি ছক্কায় ২১ বলে ৪৮ রান করেন ফেরেইরা। শেষ পর্যন্ত ২০ ওভারে ৮ উইকেটে ১৯০ রানের সংগ্রহ পায় দক্ষিণ আফ্রিকা। অস্ট্রেলিয়ার অ্যাবট ৩১ রানে ৪ উইকেট নেন।
জবাবে প্রথম বলেই বিদায় নেন অস্ট্রেলিয়ার ওপেনার ম্যাথু শর্ট। তিন নম্বরে নেমে ১৫ রানে আউট হন আগের দুই ম্যাচে হাফ-সেঞ্চুরি করা অসি অধিনায়ক মিচেল মার্শ। ৪৩ রানে ২ উইকেট পতনের পর তৃতীয় উইকেট জুটি বাঁধেন ট্রাভিস হেড ও জশ ইংলিশ। ৪৩ বলে ৮৫ রান যোগ করে দলের জয়ের পথ তৈরি করেন হেড ও ইংলিশ। জুটিতে ২২ বলে ৪২ রান তুলে থামেন ইংলিশ।
তবে দলকে জয়ের কাছে পৌঁছে দিয়ে আউট হন হেড। সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়েও শেষ পর্যন্ত ৪৮ বলে ৮টি চার ও ৬টি ছক্কায় ৯১ রান করে আউট হন ইনফর্ম ব্যাটার হেড।
শেষ পর্যন্ত অস্ট্রেলিয়ার জয় নিশ্চিত করেন মার্কাস স্টয়নিস ও অ্যাস্টন টার্নার। স্টয়নিস ২১ বলে ৩৭ ও টার্নার ২ রানে অপরাজিত থাকেন। ম্যাচ সেরা হন অস্ট্রেলিয়ার হেড ও সিরিজ সেরা হন মার্শ।
আগামী ৭ সেপ্টেম্বর থেকে ব্লুমফন্তেইনে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করবে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া।

বাংলাদেশ সময়: ১৬:০৪:৩৩   ১১০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


সাফজয়ী ঋতুপর্ণা-মণিকা ও রুপনা চাকমাকে রাঙ্গামাটিতে সংবর্ধনা
সাতক্ষীরায় সাফজয়ী তিন নারী ফুটবলারের গণসংবর্ধনা
অজি পেসারদের তোপে ১৫০ রানে অলআউট ভারত
ফেডারেশন কাপের একই গ্রুপে আবাহনী ও মোহামেডান
ভেনেজুয়েলার পর উরুগুয়ের বিপক্ষেও ড্র ব্রাজিলের
পেরুকে হারিয়ে জয়ে ফিরল আর্জেন্টিনা
২১০তম ম্যাচের পর ‘প্রথম’ জয় র‌্যাংকিংয়ের ২১০তম দলের
উরুগুয়ে ম্যাচের একদিন আগেই একাদশ প্রকাশ ব্রাজিলের
ক্যারিবিয়ানে বাংলাদেশকেও তুলে ধরতে চায় রংপুর রাইডার্স
৪৩৯ রানের টি-টোয়েন্টিতে ইংল্যান্ডকে হারালো উইন্ডিজ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ