নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর সঙ্গে বৈঠক করেছেন কদমরসুল অঞ্চলের সিটি করপোরেশনের বর্ধিত কর প্রত্যাহারের দাবিতে আন্দোলনরত বাড়ির মালিকরা। সোমবার (৪ সেপ্টেম্বর) দুপুরে নগর ভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বর্ধিত করসহ নানান বিষয় নিয়ে মেয়রের সাথে কথা বলেন তারা।
বৈঠকে অংশ নেয়া বাড়ি মালিকরা জানিয়েছেন বর্ধিত করের ২০ শতাংশ কমানোর ঘোষণা মেয়র আগেই জানিয়েছেন। এখন মেয়রের সাথে বৈঠকের পর মেয়র বরাবর আবেদনের মাধ্যমে সর্বোচ্চ ১৫ শতাংশ কর কমানোর সুবিধার বিষয়ে তারা অবগত হয়েছেন। যেটা তারা জানতেন না। আলোচনার মধ্যে দিয়ে সৃষ্ট সংকট সমাধান হয়ে বলে জানিয়েছেন বৈঠকে অংশ নেয়া কয়েকজন বাড়ি মালিক। তবে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া তারা পরে জানাবেন বলে জানিয়েছেন বৈঠকে অংশ নেয়া বাড়ি মালিকদের পক্ষে এড. নাঈমুল ইসলাম তপন।
বৈঠকে অংশ নেয়া নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ বলেন, মেয়রের সাথে বৈঠকে বাড়ি মালিকদের বর্ধিত করের ২০ শতাংশ কমানোর পূর্ব সিদ্বান্ত চূড়ান্ত বলে জানানো হয়েছে। তবে মেয়র বরাবর আবেদনের মাধ্যমে আরও সর্বোচ্চ ১৫ শতাংশ কর মওকুপের বিষয়টি তাদের জানানো হয়েছে। আলোচনায় বাড়ি মালিকরা এই বিষয়ে তাদের সন্তুষ্টি প্রকাশ করেছেন।
বৈঠকে অংশ নেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ, বাড়ির মালিকদের পক্ষে বন্দরের বাসিন্দা ইউসুফ মিয়া, এড. নাঈমুল ইসলাম তপন, হাজী সেলিম, জালাল উদ্দিন, শরীফ মিয়া, হাজী গিয়াস উদ্দিন, মো. মাসুম বিল্লাহ, আশরাফ উদ্দিন খান, ইব্রাহীম, জসিম উদ্দিন, নুরুল ইসলাম, আফতাব উদ্দিনসহ প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে গত শনিবার সকাল ১১টায় বন্দর প্রেসক্লাবের সামনে কদমরসুল অঞ্চলের বাড়ি মালিকরা বর্ধিত কর প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেন।
বাংলাদেশ সময়: ২৩:৩৭:১৫ ১৫৬ বার পঠিত