মাদারীপুরে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন আরও ৫৮ জন। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২ হাজার ১৬ জন। এ পর্যন্ত শুধুমাত্র চিকিৎসাধীন অবস্থায় সদর হাসপাতালে দুজনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) মাদারীপুর জেলা সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. রিয়াদ মাহমুদ এ তথ্য নিশ্চিত করেছেন।
জেলার স্বাস্থ্য বিভাগ জানায়, মাদারীপুর জেলা সদর হাসপাতালসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন ১ হাজার ৯০৮ জন। বর্তমানে হাসপাতালগুলোতে ভর্তি আছেন ১০৮ রোগী। আক্রান্তের মধ্যে সদর উপজেলায় এর হার সবচেয়ে বেশি। দ্বিতীয় অবস্থানে রয়েছে শিবচর উপজেলা। এই রোগ থেকে বাঁচতে বাসা-বাড়ির আঙিনায় জমে থাকা পানি নিয়মিত পরিষ্কার করার পাশাপাশি ফুলের টব, ডাবের খোসার পানিও ফেলে দেওয়ার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা।
হাসপাতালে ভর্তি হওয়া রোগী মো. আশরাফুল বলেন, হঠাৎ অস্বাভাবিক জ্বর অনুভব করি। পরে পরীক্ষা করালে ধরা পড়ে ডেঙ্গু। এখন হাসপাতালে চিকিৎসা নিচ্ছি।
ডা. রিয়াদ মাহমুদ জানান, ডেঙ্গু উপসর্গ দেখা দিলে তাৎক্ষণিক হাসপাতালে ছুটে আসার পাশাপাশি বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে। ডেঙ্গুতে আক্রান্ত হলে ডাবের পানিসহ তরলজাত খাবার খেতে হবে। সঠিক চিকিৎসা নেওয়া হলে অধিকাংশই রোগী দ্রুত সুস্থ হয়ে যায়।
বাংলাদেশ সময়: ১০:৫৪:২৩ ১৭৬ বার পঠিত