আন্তর্জাতিক গণতন্ত্র দিবসে যে বার্তা দিলেন জাতিসংঘ মহাসচিব

প্রথম পাতা » আন্তর্জাতিক » আন্তর্জাতিক গণতন্ত্র দিবসে যে বার্তা দিলেন জাতিসংঘ মহাসচিব
শুক্রবার, ১৫ সেপ্টেম্বর ২০২৩



আন্তর্জাতিক গণতন্ত্র দিবসে যে বার্তা দিলেন জাতিসংঘ মহাসচিব

বিশ্বব্যাপী আজ ১৫ সেপ্টেম্বর পালিত হচ্ছে আন্তর্জাতিক গণতন্ত্র দিবস। এ দিবস উপলক্ষ্যে বিশেষ বার্তা দিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। তিনি বলেছেন, বর্তমানে গণতন্ত্র হুমকির মুখে রয়েছে। আর এই গণতন্ত্র রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

তিনি বলেন, ‘গণতন্ত্র, আইনের শাসন এবং মানবাধিকার— স্থিতিস্থাপক, সর্বব্যাপী এবং শান্তিপূর্ণ সমাজের স্তম্ভ। এগুলো স্বাধীনতা, উন্নয়ন এবং সকল মানুষের অধিকার রক্ষা ও সমুন্নত রাখতে সহায়তা করে। আন্তর্জাতিক গণতন্ত্র দিবসে, আমরা সমাজের প্রতি গণতন্ত্রের প্রতিশ্রুতির বিষয়টি উদযাপন করছি— এবং গণতন্ত্র যে এই কঠিন ও উত্তেজনাকর সময়ের মধ্যে হুমকির মুখে আছে সেটি স্বীকার করে নিচ্ছি।’

তিনি আরও বলেন, ‘এসব বাধা সামাজিক স্থানগুলো রুদ্ধ করে দিচ্ছে। ভুল এবং বিভ্রান্তিকর তথ্য সামাজিক ক্ষেত্রগুলো বিষাক্ত করছে, সমাজে বিভক্তি এবং সামাজিক প্রতিষ্ঠানে ওপর যে বিশ্বাস রয়েছে সেটির ক্ষতি করছে।’

আন্তোনিও গুতেরেস আরও বলেন,‘গণতন্ত্র দিবসের এ বছরের প্রতিপাদ্য হলো— পরবর্তী প্রজন্মকে শক্তিশালী করা— আজ ও আগামী দিনের গণতন্ত্রকে রক্ষায় শিশু ও তরুণদের গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর নজর দেওয়া।’

তিনি আরও বলেন, ‘শিশু ও তরুণদের মতামত শোনার ক্ষেত্রে এটি পর্যাপ্ত নয়। শিক্ষায় বিপুল বিনিয়োগের মাধ্যমে, স্কিল বাড়িয়ে এবং দীর্ঘমেয়াদি শিক্ষার মাধ্যমে আমাদের তাদের সমর্থন দিতে হবে। আমাদের মানবাধিকার ও লিঙ্গ সমতা নিশ্চিত করতে হবে। এছাড়া সিদ্ধান্ত নেওয়ার প্রতিটি ক্ষেত্রে আমাদের তরুণদের আরও বেশি যুক্ত করতে হবে। এই গুরুত্বপূর্ণ দিনে, চলুন নতুন প্রজন্মের সাথে আমরা যুক্ত হই এবং সবার জন্য সমতাপূর্ণ পৃথিবী গড়তে কাজ করি।’

বাংলাদেশ সময়: ১৫:৩৯:০৯   ১০৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


ইউক্রেনে কোন ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা, জানালেন পুতিন
গাজায় ১৩ মাসে ৪৪ হাজার ফিলিস্তিনিকে হত্যা করল ইসরাইল!
গাজায় যুদ্ধবিরতির প্রস্তাবে ফের ভেটো যুক্তরাষ্ট্রের
গাজায় আরও ৮৮ ফিলিস্তিনিকে হত্যা করলো ইসরাইল
সম্পর্ক জোরদারে ব্রাসিলিয়ায় শি জিনপিং-লুলা বৈঠক
হামাসের হাতে জিম্মি ইসরাইলিদের মুক্তির জন্য ৫০ লাখ ডলার পুরস্কার ঘোষণা নেতানিয়াহুর
ইইউ ও ব্রিটেনের নতুন নিষেধাজ্ঞা প্রত্যাখ্যান করলো ইরান
ভিয়েতনামের অস্ত্র প্রদর্শনীতে আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী ইরান ও ইসরায়েল
ইসরায়েলি বর্বর হামলায় গাজায় নিহত আরও ৭৬
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ছুরিকাঘাতে নিহত ২

News 2 Narayanganj News Archive

আর্কাইভ