ক্লাসেন ঝড়ে প্রোটিয়াদের বড় জয়

প্রথম পাতা » খেলাধুলা » ক্লাসেন ঝড়ে প্রোটিয়াদের বড় জয়
শনিবার, ১৬ সেপ্টেম্বর ২০২৩



ক্লাসেন ঝড়ে প্রোটিয়াদের বড় জয়

ব্যাটার হেনরিখ ক্লাসেনের ব্যাটিং ঝড়ে সফরকারী অস্ট্রেলিয়াকে ১৬৪ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। ক্লাসেনের রেকর্ড গড়া ইনিংসে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজে ১-১ সমতা এনেছে দক্ষিণ আফ্রিকা। শুরুতে নেমে ৫০ ওভারে ৫ উইকেটে ৪১৬ রান তুলে প্রোটিয়ারা। জবাবে ২৫২ রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়ার ইনিংস।

সেঞ্চুরিয়নে টস জিতে দক্ষিণ আফ্রিকাকে ব্যাটিংয়ে পাঠায় অস্ট্রেলিয়া। টপ অর্ডারদের দৃঢ়তায় ২৫.১ ওভারে ৩ উইকেটে ১২০ রান পায় দক্ষিণ আফ্রিকা। কুইন্টন ডি কক ৪৫, রেজা হেনড্রিক্স ২৮ ও রাসিন ভ্যান ডার ডুসেন ৬২ রান করেন।

এরপর ব্যাটিংয়ে নেমে প্রথম ২৮ বলে ২৯ রান তুলেন ক্লাসেন। মাত্র ৩৮ বলে করেন হাফ-সেঞ্চুরি। আর ৫৭ বলে ওয়ানডেতে তৃতীয় সেঞ্চুরি করেন ক্লাসেন। ৭৭তম বলে দেড়শতে পৌঁছান এই ডান হাতি ব্যাটার। ইনিংসের শেষ বলে মার্কাস স্টয়নিসের বলে আউট হবার আগে ১৭৪ রানের টর্নেডো ইনিংস খেলেন ক্লাসেন। আর ৮২ রান করেন মিলার।

ক্লাসেন-মিলারের ব্যাটিং তান্ডবে দিশেহারা ছিলো অস্ট্রেলিয়ার বোলিং। রান বন্যার ইনিংসে ৭৯ রানে ২ উইকেট নিয়ে অজিদের সেরা বোলার পেসার জশ হ্যাজলউড। তবে লজ্জার রেকর্ডে শামিল হয়েছেন স্পিনার এডাম জাম্পা। ১০ ওভারে ১১৩ রান দিয়ে উইকেট শূন্য থাকেন তিনি। ওয়ানডেতে এক ম্যাচে সর্বোচ্চ রান খরচায় অস্ট্রেলিয়ার পেসার মিক লুইসের পাশে নাম লেখান জাম্পা। ২০০৬ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১০ ওভারে ১১৩ রান দিয়েও উইকেটের দেখা পাননি লুইস।

৪১৭ রানের বিশাল টার্গেটে জ্বলে উঠতে পারেনি অস্ট্রেলিয়ার ব্যাটাররা। ৩৪ দশমিক ৫ ওভারে ২৫২ রানে গুটিয়ে যায় তারা। দলের হয়ে একাই লড়াই করেছেন উইকেটরক্ষক অ্যালেক্স ক্যারি। ৯টি চার ও ৪টি ছক্কায় ৭৭ বলে ৯৯ রানের ইনিংস খেলেন তিনি। দক্ষিণ আফ্রিকার লুঙ্গি এনগিডি ৪টি ও কাগিসো রাবাদা ৩টি উইকেট নেন। ম্যাচ সেরা হন ক্লাসেন।

বাংলাদেশ সময়: ১৫:৫১:৩৫   ১০৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


সাফজয়ী ঋতুপর্ণা-মণিকা ও রুপনা চাকমাকে রাঙ্গামাটিতে সংবর্ধনা
সাতক্ষীরায় সাফজয়ী তিন নারী ফুটবলারের গণসংবর্ধনা
অজি পেসারদের তোপে ১৫০ রানে অলআউট ভারত
ফেডারেশন কাপের একই গ্রুপে আবাহনী ও মোহামেডান
ভেনেজুয়েলার পর উরুগুয়ের বিপক্ষেও ড্র ব্রাজিলের
পেরুকে হারিয়ে জয়ে ফিরল আর্জেন্টিনা
২১০তম ম্যাচের পর ‘প্রথম’ জয় র‌্যাংকিংয়ের ২১০তম দলের
উরুগুয়ে ম্যাচের একদিন আগেই একাদশ প্রকাশ ব্রাজিলের
ক্যারিবিয়ানে বাংলাদেশকেও তুলে ধরতে চায় রংপুর রাইডার্স
৪৩৯ রানের টি-টোয়েন্টিতে ইংল্যান্ডকে হারালো উইন্ডিজ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ