আল আকসা মসজিদে ইসরাইলি হামলায় সৌদি ও মিশরের নিন্দা

প্রথম পাতা » আন্তর্জাতিক » আল আকসা মসজিদে ইসরাইলি হামলায় সৌদি ও মিশরের নিন্দা
মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর ২০২৩



আল আকসা মসজিদে ইসরাইলি হামলায় সৌদি ও মিশরের নিন্দা

আল আকসা মসজিদ প্রাঙ্গণে ফিলিস্তিনিদের ওপর ইসরাইলি বাহিনীর হামলায় নিন্দা জানিয়েছে সৌদি আরব এবং মিশর।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) আরব নিউজ এক প্রতিবেদনে জানায়, রোববার ( ১৭ সেপ্টেম্বর) পূর্ব জেরুজালেমের আল আকসা মসজিদ প্রাঙ্গণে বাব আস সিলসিলার প্রবেশপথে ফিলিস্তিনিদের ওপর হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। এ সময় ইসরাইলি বাহিনী এক পুরুষ ও বয়স্ক এক নারীসহ তিন মুসল্লিকে ব্যাপক মারধর করে। শুধু তাই নয়, মসজিদ প্রাঙ্গণ থেকে দুই মুসল্লিকেও গ্রেপ্তার করেছে ইসরাইলি সৈন্যরা।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, ইহুদি নববর্ষ রোশ হাশানাকে কেন্দ্র করে স্থানীয় ইসরাইলিরা আল আকসা প্রাঙ্গণে ঢুকলে উত্তেজনা দেখা দেয়। পরে সেখানে নিরাপত্তা জোরদার করে ইসরাইলি বাহিনী।

এ হামলার তীব্র নিন্দা জানিয়েছে সৌদি আরব ও মিশর। আরব নিউজ জানিয়েছে, সৌদি আরব এই হামলাটিকে আন্তর্জাতিক প্রথার স্পষ্ট লঙ্ঘন হিসেবে দেখছে। সারা বিশ্বের মুসলমানদের ধর্মীয় অনুভূতিকে উস্কে দেয়া হয়েছে বলে দাবি করেছে তারা। ইসরাইলি উত্তেজনা বন্ধ করতে ও বেসামরিক নাগরিকদের প্রয়োজনীয় সুরক্ষা দিয়ে সংঘাত অবসানের জন্য সমস্ত প্রচেষ্টা চালানোর আশ্বাস দিয়েছে সৌদি আরব। এরই মধ্যে তারা আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি এসব আহবান পুনর্ব্যক্ত করেছে।

অন্যদিকে, এক বিবৃতিতে মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয় এ ধরনের সহিংস কর্মকাণ্ডের পুনরাবৃত্তি বন্ধ করার আহবান জানিয়েছে। এমন ঘটনা বিশ্বজুড়ে লাখ লাখ মুসলমানকে উস্কে দেয় এবং অধিকৃত ফিলিস্তিনি অঞ্চলে সহিংসতা বাড়াতে উৎসাহিত করে বলে জানিয়েছে তারা।

বাংলাদেশ সময়: ১৫:১৭:১৬   ১৮৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


মালদ্বীপ-ভারত দ্বিপাক্ষিক লেনদেনে স্থানীয় মুদ্রা ব্যবহারে চুক্তি
পাকিস্তানে বড় বিক্ষোভের প্রস্তুতি ইমরান খানের দলের, ঠেকাতে তোড়জোড় সরকারের
পারমাণবিক যুদ্ধের সতর্কবার্তা কিমের
আদানির সঙ্গে আড়াইশ’ কোটি মার্কিন ডলারের চুক্তি বাতিল কেনিয়ার
পাকিস্তানে যাত্রীবাহী গাড়িতে গুলি, নারী-শিশুসহ নিহত ৪২
মাছ ধরা নৌকার সঙ্গে ভারতীয় সাবমেরিনের সংঘর্ষ, নিখোঁজ ২
ইউক্রেনে কোন ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা, জানালেন পুতিন
গাজায় ১৩ মাসে ৪৪ হাজার ফিলিস্তিনিকে হত্যা করল ইসরাইল!
গাজায় যুদ্ধবিরতির প্রস্তাবে ফের ভেটো যুক্তরাষ্ট্রের
গাজায় আরও ৮৮ ফিলিস্তিনিকে হত্যা করলো ইসরাইল

News 2 Narayanganj News Archive

আর্কাইভ