জনগণ ছাড়া আন্দোলন হয় না : শিক্ষামন্ত্রী

প্রথম পাতা » চট্টগ্রাম » জনগণ ছাড়া আন্দোলন হয় না : শিক্ষামন্ত্রী
শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩



জনগণ ছাড়া আন্দোলন হয় না : শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, বাংলাদেশ যেভাবে এগিয়ে যাচ্ছে সেই ধারাটি যেন অব্যাহত থাকে। আমরা বিশ্বাস করি আগামী নির্বাচন যেটি ২০২৪ সালের জানুয়ারি মাসে হয়তো অনুষ্ঠিত হবে, সেই নির্বাচনে সবাই ভোট দিয়ে আবারও শেখ হাসিনাকে বিজয়ী করার জন্যে অপেক্ষা করছেন। যারা এই সময়ে হরতাল, অবরোধ, সংগ্রাম, আন্দোলন এসব করবেন বলে দীর্ঘদিন ধরে বলছেন, জনগণ তাদের সঙ্গে নেই। ফলে তাদের আন্দোলনের পালে হাওয়া লাগেনি।

শুক্রবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় চাঁদপুর স্টেডিয়ামে জেলা পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে পুরস্কার বিতরণ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, আমি বিশ্বাস করি জনগণ ছাড়া আন্দোলন হয় না। জনগণ উন্নয়ন, শান্তি, অগ্রগতি চায়। তারা অগ্নিসন্ত্রাস, ধর্ষক, হত্যাকারীদের চায় না। ২০০১ সালের পর বাংলাদেশকে যারা হত্যাপুরিতে পরিণত করেছে, সেই বাংলাদেশ আর কোনো মানুষ চায় না। তারা শান্তি-শৃঙ্খলা চায়। শেখ হাসিনা সেই শান্তি মানুষকে দিতে পেরেছেন। তার আমলে একটা অভাবনীয় উন্নয়ন হয়েছে।

তিনি বলেন, মির্জা আব্বাসরা অনেক গতিতে এর আগে থেকে আন্দোলন করছেন। তাদের আন্দোলন ঈদের পরে হয়। কোন বছরের ঈদের পর আন্দোলন হয় তা বুঝতে পারি না। এখন এই ঝড় কোন ঝড় তা জানি না। তবে তাদের আন্দোলন যে গতিতেই হোক, তারা যদি কোনো ধরনের সহিংসতা ও অরাজকতা করবার চেষ্টা করে, তাহলে জনগণকে সঙ্গে নিয়ে প্রতিহত করা হবে।

এ সময় জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, চাঁদপুর পৌরসভার মেয়র মো. জিল্লুর রহমান, ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম রোমান প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২৩:২৮:০১   ১৭৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


চট্টগ্রামে ‘কর্মসংস্থানের জন্য পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সাথে জনসংযোগ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
কসবা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত, ভারতীয় আহত
বিচার বিভাগের পূর্ণ প্রশাসনিক স্বায়ত্তশাসনে আলাদা সচিবালয় প্রতিষ্ঠার প্রক্রিয়া প্রায় সম্পন্ন : প্রধান বিচারপতি
মিয়ানমারের নৌকায় ধাওয়া, সোয়া ১ লাখ ইয়াবাসহ যুবক আটক
‘প্রাথমিক শিক্ষার উন্নতি না হলে ভবিষ্যৎ ভালো হবে না’
প্রাথমিকে পরীক্ষা পদ্ধতি চালু হয়েছে, বৃত্তিও চালু হবে : প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা
চট্টগ্রামে সোয়া ৪ কোটি টাকার মদ ও বিয়ার উদ্ধার
খাল খনন কর্মসূচি বিএনপির রাজনীতির অন্যতম পিলার : আমীর খসরু
উন্নয়নের মাপকাঠি হওয়া উচিত কাজের গুণগত মান : ফয়েজ আহমদ তৈয়্যব
চট্টগ্রাম বন্দরকে ঘিরে উৎপাদন হাব, সক্ষমতা ৬ গুণ বাড়ানোর লক্ষ্য : প্রেস সচিব

News 2 Narayanganj News Archive

আর্কাইভ