বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩

বঙ্গবন্ধুর নেতেৃত্বে অবিশ্বাসীদের বয়কটের আহ্বান রাষ্ট্রপতির

প্রথম পাতা » ছবি গ্যালারী » বঙ্গবন্ধুর নেতেৃত্বে অবিশ্বাসীদের বয়কটের আহ্বান রাষ্ট্রপতির
বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩



বঙ্গবন্ধুর নেতেৃত্বে অবিশ্বাসীদের বয়কটের আহ্বান রাষ্ট্রপতির

বঙ্গবন্ধুর নেতেৃত্বে অবিশ্বাসীদের বয়কটের আহ্বান রাষ্ট্রপতির

দেশের অস্তিত্ব, মুক্তিযুদ্ধের চেতনা ও বঙ্গবন্ধুর নেতৃত্বে যারা বিশ্বাস করে না, তাদের চিহ্নিত করে বয়কট করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

বুধবার (২৭ সেপ্টেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমিতে ‘স্মার্ট চিল্ড্রেন কার্নিভাল-২০২৩’-এর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন তিনি।

রাষ্ট্রপতি বলেন, ‘গণতান্ত্রিক ব্যবস্থায় নীতি-আদর্শের পার্থক্য হলেও দেশের উন্নয়নের ব্যাপারে কখনোই মতের ভিন্নতা থাকতে পারে না। পেছনে নয়, আমাদের সামনে এগিয়ে চলতে হবে। মুক্তিযুদ্ধের চেতনার প্রতি আমাদের আস্থা থাকতে হবেই। এমন কিছু করা উচিত হবে না, যার ফলে দেশ ও জনগণ আবারো পিছিয়ে পড়ে।’

তিনি বলেন, ‘আমাদেরকে ‘মার্চ ফরোয়ার্ড’ করতে হবে, আমরা ‘গো ব্যাকওয়ার্ড’ করতে পারি না। সামনের দিকে আমাদের এগোতে হবে। দেশের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে দলমত নির্বিশেষে একযোগে কাজ করতে হবে।’

স্মার্ট বাংলাদেশের স্মার্ট নাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলতে শিশু-কিশোরদের প্রতি আহ্বান জানান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন নিয়ে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বলেন, ‘২৮ সেপ্টেম্বর আমাদের জন্য একটি অনন্য দিন। এদিন এসেছিলেন আমাদের প্রিয় নেত্রী শেখ হাসিনা। বারে বারে ফিরে আসুক এই শুভ দিনটি।’

তিনি বলেন, ‘ছোটবেলায় বন্ধুরা মিলে অনেক আনন্দ করেছি, প্রচুর খেলাধুলা করেছি। তোমাদের হাতের মুঠোয় এখন ট্যাব, স্মার্টফোন, ইন্টারনেট; আর আমাদের হাতের নাগালে ছিল খেলার মাঠ, সাঁতার কাটার জন্য পুকুর, খাল-বিল, নদী-নালা আরও কত কী! খেলার মাঠ যেন নষ্ট না হয়, সেজন্য স্থানীয় জনপ্রতিনিধিদের এগিয়ে আসতে হবে।’

অনুষ্ঠানে আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের বক্তব্য সম্পর্কে সাহাবুদ্দিন বলেন, ছোট ভাই পলকের বক্তব্যে আপনাদের উদর ভরে গেছে, আমার বক্তব্যে আপনাদের বদহজম হয়ে যাবে। আমি তো এখন কিছুই জানি না, ভোঁতা! তোমরা তথ্যপ্রযুক্তির সবই জানো।

এ সময় সবাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে এক সাথে থেকে একযোগে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার আহ্বানও জানান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

বাংলাদেশ সময়: ১৬:০৬:০৯   ১৭০ বার পঠিত