আজকের রাশিফল

প্রথম পাতা » ছবি গ্যালারী » আজকের রাশিফল
শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩



আজকের রাশিফল

মেষ: স্বস্তি অনুভব করবেন। সমস্যা কমে যাবে। এতে আনন্দিত হবেন। নিজের প্রয়োজনীয়তা পূরণে সফল থাকবেন। কর্মক্ষেত্রে শত্রুরা আপনাকে সমস্যায় ফেলতে পারে। তবে এতে পরোয়া করবেন না।

বৃষ: তাড়াহুড়ায় কোনো সিদ্ধান্ত নেবেন না। এমনটা হলে পরে অনুতাপ হতে পারে। আর্থিক লেনদেন এড়িয়ে চলুন। কারও পরামর্শে অর্থ লগ্নি করলে ভবিষ্যতে লাভ হবে। চাকরি ও ব্যবসায় জোর করে কিছু বিক্রি করার চেষ্টা করলে লোকসান হবে।

মিথুন: আজ যে কাজ করবেন, তাতে সাফল্য লাভ করবেন। সন্তানের পক্ষ থেকে পছন্দ মতো সংবাদ পাবেন। পরিবারের সদস্যের সঙ্গে বিবাদ চললে তার সমাধান হবে। তবে দুপুরের দিকে এমন কোনো ব্যক্তির সঙ্গে দেখা হবে, যে আপনার সমস্যার কারণ হয়ে দাঁড়াবে।

কর্কট: কর্মক্ষেত্রে একের পর এক নতুন কাজ করতে হতে পারে। ফলে ব্যস্ত থাকবেন। ব্যস্ততার কারণে পরিবারের সদস্যদের জন্য সময় বের করতে পারবেন না। জীবনসঙ্গীর প্রতি চিন্তিত থাকবেন। স্বাস্থ্যর যত্ন নিতে হবে। ভাইদের সঙ্গে বিবাদের অবসান হবে। শ্বশুরবাড়ির পক্ষ থেকে সম্মান পেতে পারেন।

সিংহ: দিনটি সামাজিক দৃষ্টিতে ভালো থাকবে। পারিবারিক ব্যবসার জন্য পরিকল্পনা তৈরি করে থাকলে তা কার্যকরী করতে সফল হবেন। অংশীদারির ব্যবসায়ে কোনো প্রকল্পে কাজ করবেন। চাকরিজীবীরা নারীরা বন্ধুর সাহায্যে আর্থিক লাভ অর্জন করতে পারবেন।

কন্যা: চাকরিজীবীরা কাজে মনোনিবেশ করুন। তা না হলে তাদের কাজ ভেস্তে যেতে পারে। ব্যবসায় কোনো চুক্তি চূড়ান্ত করলে তার দ্বারা লাভবান হবেন। আর্থিক পরিস্থিতি মজবুত হবে। তবে ছাত্রছাত্রীদের পড়াশোনায় অর্থাভাব দেখা দেবে।

তুলা: ভাইয়ের সহযোগিতায়ে আয়ের নতুন উৎস খুঁজে পাবেন। চাকরির খোঁজে রয়েছেন যারা, তারা প্রিয়জনের সাহায্যে উপার্জনের পথ খুঁজে পাবেন। ব্যবসায়ে অধিক দৌড়ঝাঁপ করতে হবে। জীবনসঙ্গীর কাছ থেকে সহযোগিতা পাবেন। সন্তানের জন্য লগ্নির সিদ্ধান্ত নিয়ে থাকলে অবশ্যই করুন। এর দ্বারা ভবিষ্যতে লাভ হবে।

বৃশ্চিক: নতুন ব্যবসা শুরু করলে তা সফল হবে। ফলে আনন্দিত থাকবেন। তবে অধিক লোক দেখানো কাজ করবেন না, শত্রুর নজরে পড়তে পারেন। সামাজিক অনুষ্ঠানের কারণে চারদিকে খ্যাতি বাড়বে। এর দ্বারা লাভবান হবেন। বাবার কোনো রোগ থাকলে কষ্ট বাড়তে পারে।

ধনু: ছাত্রছাত্রীরা কর্মকর্তাদের পরামর্শ নেবেন। পারিবারিক ব্যবসায় ভাইদের সাহায্য লাভ করবেন। শ্বশুরবাড়ির পক্ষ থেকে দুঃসংবাদ পাবেন। এতে চিন্তিত থাকবেন। ভালো কাজে অর্থ ব্যয় করুন। মায়ের স্বাস্থ্যের যত্ন নিন।

মকর: চাকরিজীবীদের পরামর্শ অফিসে সবাই মান্য করবেন। আপনার পরামর্শে কঠিন কাজও সহজে পূর্ণ হবে। আত্মীয়ের জন্য টাকার ব্যবস্থা করতে পারেন। আর্থিক লাভ হতে পারে। কোনো সিদ্ধান্ত নেয়ার আগে মন ও মস্তিষ্কের কথা শুনতে হবে। পরিবারের কোনো ধর্মীয় আয়োজনে অংশগ্রহণ করবেন।

কুম্ভ: ব্যবসায় কোনো বাধা এলে তা পরিবারের সদস্যদের সাহায্যে সমাধান হবে। আর্থিক পরিস্থিতি মজবুত হবে। সন্তানের পক্ষ থেকে হতাশাজনক সংবাদ শুনতে পাবেন। রিয়েল এস্টেটের সঙ্গে সম্পর্কযুক্ত লেনদেন থেকে দূরে থাকুন, না হলে বড় লোকসান হতে পারে।

মীন: দাম্পত্য জীবনে বাধা এলে তা সমাপ্ত হবে। ব্যবসায়ে প্রতিদ্বন্দ্বীরা আপনার কাজ নষ্ট করার চেষ্টা করবেন। তাদের থেকে সতর্ক থাকুন। অর্থের পাশাপাশি অন্যান্য সুখ-সুবিধা বৃদ্ধি হবে।

বাংলাদেশ সময়: ১২:৩০:৩০   ১৫৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
আজকের রাশিফল
না.গঞ্জকে আধুনিক শহর হিসেবে গড়ে তুলতে ইসলামী চিন্তাবিদদের অংশগ্রহণ দরকার: ডিসি
মানসিক স্বাস্থ্যের উন্নয়নে সার্ভিস, ট্রেনিং এবং রিসার্চকে গুরুত্ব দিতে হবে : প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা
বিবাহের মাধ্যমে মানুষ পাপাচার থেকে বেঁচে থাকতে পারে - ধর্ম উপদেষ্টা
‘সকলে নারীকে মানুষ হিসেবে চিনবে, জানবে ও সম্মান করবে’ : সংস্কার কমিশনে প্রত্যাশা
ঢাকায় ইইউভুক্ত দেশের জন্য ভিসা সেন্টার খোলার অনুরোধ স্বরাষ্ট্র উপদেষ্টার
প্রধান উপদেষ্টার কাতার সফরে অর্থনৈতিক ও জ্বালানি সহযোগিতার ওপর জোর দেওয়া হবে: প্রেস সচিব
সংবাদপত্রের গুণগত মানোন্নয়নে টাস্কফোর্স গঠন করবে সরকার : তথ্য ও সম্প্রচার উপদেষ্টা
দোহার উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ