সাকিবের ইনজুরি নিয়ে সমর্থকদের হাস্যরস, চটেছেন মাশরাফী

প্রথম পাতা » খেলাধুলা » সাকিবের ইনজুরি নিয়ে সমর্থকদের হাস্যরস, চটেছেন মাশরাফী
শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩



সাকিবের ইনজুরি নিয়ে সমর্থকদের হাস্যরস, চটেছেন মাশরাফী

ইনজুরির কারণে শ্রীলঙ্কার বিপক্ষে গা গরমের ম্যাচে খেলতে পারেননি বাংলাদেশ ক্যাপ্টেন সাকিব আল হাসান। এই খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে আসার পর সাকিবকে নিয়ে হাস্যরসের সৃষ্টি করছেন বাংলাদেশি দর্শকদের একাংশ। সমর্থকদের এমন আচরণে চটেছেন টাইগারদের সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা।

সাকিব ইনজুরিতে পড়েছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন খবর আসার পর সেগুলোতে নেতিবাচক মন্তব্য করছেন বাংলাদেশি সমর্থকরা। কেউ বলছেন, তামিমকে ইনজুরির কারণে দলে নেয়নি। এখন সাকিবকেও বাদ দেয়া উচিত। কেউ কেউ আবার সাকিবের চোটের খবরে ‘আলহামদুলিল্লাহ’ বলছেন। সমথর্কদের এমন আচরণ ভালোভাবে নেননি ম্যাশ।

সমর্থকদের এমন আচরণের প্রতিক্রিয়ায় নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে একটি স্ট্যাটাস দিয়েছেন মাশরাফী। সেখানে টাইগারদের সাবেক অধিনায়ক বলেন, ‘সাকিবের ইনজুরি ছিল, তাই আজ খেলতে পারেনি। দোয়া করি, সে দ্রুত সুস্থ হয়ে উঠুক। কিন্তু অনেকেই দেখলাম লিখছে বা বলছে, তার যেহেতু ইনজুরি, তাহলে কী সে খেলবে নাকি বসে থাকবে! আবার অনেকে লিখছেন, তার যেহেতু ইনজুরি, তাহলে দল থেকে বের করে দেওয়া উচিত।’

ম্যাশ যোগ করেন, ‘এটা কি কোনো কথা হলো? এ কী অসুস্থতা! এ কোন প্রজন্মকে দেখছি আমরা, কোন চিন্তা নিয়ে তারা বড় হচ্ছে? মনে এত হিংসার চাষ করে তারা নিজেদের জীবনেই বা কী অর্জন করবে!’

মাশরাফী বলেন, কারো প্রিয় ক্রিকেটার দলে না থাকলে কী আসে যায়। দিনশেষে দলটা তো আমাদেরই। এই তারকার ভাষ্য, ‘এটা কি কোনো একজনের দল নাকি আমাদের দেশের দল? শুধু সাকিব নয়, ওরা সবাই আমাদের দেশের প্রতিনিধি। আমাদের বিশ্বকাপ স্বপ্নের ধারক ওরা। কারও প্রিয় ক্রিকেটার থাকবে না, কারও প্রিয় ক্রিকেটার হয়তো প্রত্যাশামতো পারফর্ম করবে না। কিন্তু দলটা তো আমাদের সবার। এটাই মনে রাখা উচিত।’

বাংলাদেশ সময়: ১২:৩৫:১৯   ১৩৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


শেষ মুহূর্তের গোলে ইন্দোনেশিয়াকে হারিয়ে শীর্ষে বাংলাদেশ
রাফিনিয়া নৈপুণ্যে লা লিগায় প্রত্যাবর্তনের গল্প লিখলো বার্সেলোনা
দুর্দান্ত হামজা, তিন ম্যাচ পর জয় পেল শেফিল্ড
কাজাখস্তানকে ৫-১ গোলে উড়িয়ে শুভসূচনা বাংলাদেশের
রিয়ালকে বিদায় করে সেমিফাইনালে আর্সেনাল
প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে কাতারে যাচ্ছেন চার নারী ক্রীড়াবিদ
ভালো শুরুর পর বিপর্যয়, শেষে নাহিদা-রাবেয়ার প্রতিরোধে চ্যালেঞ্জিং সংগ্রহ বাংলাদেশের
ইআরডি ও আইওএম-এর মধ্যে ৫ মিলিয়ন ইউরোর চুক্তি
ঘরের মাঠে জয় পেয়েও বিদায় অ্যাস্টন ভিলার, সেমিতে পিএসজি
চলতি মাসেই শিরোপা পেয়ে যেতে পারে লিভারপুল

News 2 Narayanganj News Archive

আর্কাইভ