প্রথম দুই আসরের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ এবার খেলতে পারছে না বিশ্বকাপ

প্রথম পাতা » খেলাধুলা » প্রথম দুই আসরের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ এবার খেলতে পারছে না বিশ্বকাপ
মঙ্গলবার, ৩ অক্টোবর ২০২৩



প্রথম দুই আসরের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ এবার খেলতে পারছে না বিশ্বকাপ

একেই হয়তো বলে দুর্ভাগ্য। আইসিসি ওয়ানডে বিশ্বকাপের প্রথম দুই আসরের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ ২০২৩ সালের বিশ্বকাপে খেলার সুযোগই পায়নি। তাদের ছাড়াই এবার মাঠে গড়াবে বিশ্বকাপ।

আগামী ৫ অক্টোবর ভারতের মাটিতে অনুষ্ঠিত হবে আইসিসি ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসর। যেখানে অংশ নেবে ১০টি দল। তবে তালিকায় নাম নেই দুবারের বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের।

২০২৩ বিশ্বকাপ বাছাইয়ের গ্রুপ পর্বে জিম্বাবুয়ে ও নেদারল্যান্ডসের কাছে হারার পর বাছাইপর্ব পেরোতে সুপার সিক্স পর্বের তিনটি ম্যাচই ক্যারিবীয়দের জিততে হতো। এরপর তাকিয়ে থাকতে হতো অন্য দলগুলোর দিকেও। তবে সুপার সিক্স পর্বে নিজেদের প্রথম ম্যাচেই হেরে যায় ওয়েস্ট ইন্ডিজ। যার ফলে বিশ্বকাপে খেলার সুযোগ হারায় ক্যারিবীয়রা।

১৯৭৫ সালে ওয়ানডে বিশ্বকাপের প্রথম আসরেই শিরোপা নিজেদের করে নিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। সেবার প্রথম ম্যাচেই শ্রীলঙ্কাকে ৯ উইকেটে হারায় তারা। আর ফাইনালে অস্ট্রেলিয়াকে ১৭ রানে হারিয়ে প্রথম বিশ্বকাপেই শিরোপা নিজেদের করে নেয় ওয়েস্ট ইন্ডিজ।

এর পরের আসরেও অর্থাৎ ১৯৭৯ বিশ্বকাপের শিরোপাও নিজেদের ঘরে তোলে ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় আসরের প্রথম ম্যাচেই ভারতকে ৯ উইকেটের বিশাল ব্যবধানে হারায় ক্যারিবীয়রা।

আসরে ভারতের পর নিউজিল্যান্ড ও পাকিস্তানের মতো দলকেও হারায় তারা। এরপর ফাইনালে ইংল্যান্ডকে ৯২ রানে হারিয়ে আবারও শিরোপা নিজেদের করে নেয়।

বিশ্বকাপের তৃতীয় আসরেও শিরোপা জয়ের দ্বারপ্রান্তেই ছিল তারা। কিন্তু ফাইনালে ভারতের কাছে হেরে স্বপ্নভঙ্গ হয় ওয়েস্ট ইন্ডিজের। ফাইনালে ভারতের কাছে ৪৩ রানে হেরে যায় তারা।

বাংলাদেশ সময়: ১৫:৩২:১৩   ১৩৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


শেষ মুহূর্তের গোলে ইন্দোনেশিয়াকে হারিয়ে শীর্ষে বাংলাদেশ
রাফিনিয়া নৈপুণ্যে লা লিগায় প্রত্যাবর্তনের গল্প লিখলো বার্সেলোনা
দুর্দান্ত হামজা, তিন ম্যাচ পর জয় পেল শেফিল্ড
কাজাখস্তানকে ৫-১ গোলে উড়িয়ে শুভসূচনা বাংলাদেশের
রিয়ালকে বিদায় করে সেমিফাইনালে আর্সেনাল
প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে কাতারে যাচ্ছেন চার নারী ক্রীড়াবিদ
ভালো শুরুর পর বিপর্যয়, শেষে নাহিদা-রাবেয়ার প্রতিরোধে চ্যালেঞ্জিং সংগ্রহ বাংলাদেশের
ইআরডি ও আইওএম-এর মধ্যে ৫ মিলিয়ন ইউরোর চুক্তি
ঘরের মাঠে জয় পেয়েও বিদায় অ্যাস্টন ভিলার, সেমিতে পিএসজি
চলতি মাসেই শিরোপা পেয়ে যেতে পারে লিভারপুল

News 2 Narayanganj News Archive

আর্কাইভ