ঢাবি উপাচার্যের সঙ্গে কানাডার হাইকমিশনারের সাক্ষাৎ

প্রথম পাতা » ছবি গ্যালারী » ঢাবি উপাচার্যের সঙ্গে কানাডার হাইকমিশনারের সাক্ষাৎ
মঙ্গলবার, ৩ অক্টোবর ২০২৩



ঢাবি উপাচার্যের সঙ্গে কানাডার হাইকমিশনারের সাক্ষাৎ

বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার মিস. লিলি নিকোলস ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করেছেন।

সাক্ষাৎকালে কানাডার হাইকমিশনার মিস. লিলি নিকোলস ঢাকা বিশ্ববিদ্যালয় এবং কানাডার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মধ্যে যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রম জোরদার করার লক্ষ্যে কানাডা সফরের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে আমন্ত্রণ জানান। তিনি বলেন, ‘বাংলাদেশ এবং কানাডার মধ্যে দীর্ঘদিন যাবৎ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিরাজ করছে।’ দুই দেশের মধ্যে চলমান শিক্ষা, গবেষণা, সাংস্কৃতিক ও উন্নয়ন কার্যক্রম ভবিষ্যতে আরো জোরদার হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

সাক্ষাতের পর যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রম চালুর লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং কানাডার রিজাইনা বিশ্ববিদ্যালয়ের মধ্যে এক সমঝোতা স্মারক স্বাক্ষর করা হয়। ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান এবং রিজাইনা বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট ও উপাচার্য অধ্যাপক ড. জেফ কেশেন নিজ নিজ বিশ্ববিদ্যালয়ের পক্ষে এই সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

এই সমঝোতা স্মারকের আওতায় ঢাকা বিশ্ববিদ্যালয় এবং রিজাইনা বিশ্ববিদ্যালয় যৌথভাবে শিক্ষা ও গবেষণা কার্যক্রম পরিচালনা করবে। এছাড়া, উভয় বিশ্ববিদ্যালয় শিক্ষা ও গবেষণা সরঞ্জাম, প্রকাশনা এবং শিক্ষক, গবেষক ও শিক্ষার্থী বিনিময় করবে।

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসা এবং এর শিক্ষা ও গবেষণা কার্যক্রমের প্রতি গভীর আগ্রহ প্রকাশের জন্য কানাডার হাইকমিশনার মিস. লিলি নিকোলস এবং রিজাইনা বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট ও উপাচার্য অধ্যাপক ড. জেফ কেশেনকে আন্তরিক ধন্যবাদ জানান।

বাংলাদেশ সময়: ২৩:৪০:২৪   ২২৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


বিচার বিভাগের সংস্কার ছাড়া কোনো সেক্টরেই সংস্কার স্থায়ী হবে না: প্রধান বিচারপতি
পহেলা বৈশাখে ইলিশ খাওয়া নিয়ে যা বললেন উপদেষ্টা ফরিদা
শিগগিরই অংশীজনদের সঙ্গে সংলাপ করবে ইসি: সিনিয়র সচিব
মেহেরপুরে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা
ইসরাইলের আগ্রাসনের প্রতিবাদে ঢাকায় মার্কিন দূতাবাস এলাকায় মিছিল
ভিয়েতনাম থেকে আরও ১২ হাজার ৭০০ মেট্রিক টন চাল চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে
‘ফিলিস্তিন জিন্দাবাদ’ স্লোগানে মুখর বায়তুল মোকাররম এলাকা
রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালায় পরিবর্তন আসছে: ইসি আনোয়ারুল
বিয়ে করলেন অভিনয়শিল্পী জামিল-মুনমুন
কোনো সরকার যেন ইন্টারনেট বন্ধ করতে না পারে সে ব্যবস্থা করা হচ্ছে

News 2 Narayanganj News Archive

আর্কাইভ