দলের সেই টগবগে যৌবন হয়তো আর নেই পিএসজির। তারই প্রমাণ পাওয়া গেল নিউক্যাসলের বিপক্ষে। কিলিয়ান এমবাপ্পের দল শুধু হারই নয়, ভক্তদের সামনে হতাশার কাব্য রচনা করে মাঠ ছেড়েছে।
বুধবার (৪ অক্টোবর) দিবাগত রাত ১টায় চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে মুখোমুখি হয় পিএসজি ও নিউক্যাসল। ম্যাচটিতে ৪-১ গোলের জয় পায় নিউক্যাসল। দলটির হয়ে গোল করেন মিগুয়েল আলমিরন, ড্যান বার্ন, শন লংস্টাফ ও ফ্যাবিয়ান শার। আর পিএসজির হয়ে একমাত্র গোলটি করেন লুকাস হার্নান্দেজ।
এ নিয়ে চ্যাম্পিয়ন্স লিগে ব্যাকফুটেই থেকে গেল ফরাসি চ্যাম্পিয়নরা। লিওনেল মেসি, নেইমার জুনিয়র ও সার্জিও রামোস থাকতেও পিএসজি সফল হতে পারেনি চ্যাম্পিয়ন্স লিগে। বর্তমানে মেসি-নেইমারদের অনুপস্থিতিতে সব আলো এমবাপ্পের দিকে, কিন্তু সাবেক এই বিশ্বকাপজয়ী তারকাও ব্যর্থ দলের সাফলতা নিয়ে আসতে। তাতে ব্যর্থতার গোলকধাঁধা থেকে যেন বের হতেই পারছে না পিএসজি।
নিউক্যাসলের বিপক্ষে ১৭তম মিনিটে পিছিয়ে পড়ে পিএসজি। ফরোয়ার্ড মিগুয়েল আলমিরনের গোলে লিড পায় নিউক্যাসল। ব্যবধান দ্বিগুণ হয় ৩৯ মিনিটে ড্যান বার্নের গোলে। প্রথমার্ধের বিরতি শেষে আবারও গোলের দেখা পায় দলটি। এবার শন লংস্টাফের গোলে ব্যবধান দাঁড়ায় ৩-০।
জবাবে পিএসজি ৫৬ মিনিটে একমাত্র গোলের দেখা পায়। দলটির ডিফেন্ডার লুকাস হার্নান্দেজ হেড থেকে গোলটি করেন। এ দিকে ফ্যাবিয়ান শার খেলা শেষ হওয়ার আগ মুহূর্তে নিউক্যাসলের হয়ে চতুর্থ গোল করেন। শেষ পর্যন্ত ৪-১ ব্যবধানে জয় পায় দলটি।
বাংলাদেশ সময়: ১১:২৫:২৫ ১০৮ বার পঠিত