গুণী শিক্ষকদের মাধ্যমে দেশে শিক্ষার মান উন্নত হবে: ডিসি

প্রথম পাতা » ছবি গ্যালারী » গুণী শিক্ষকদের মাধ্যমে দেশে শিক্ষার মান উন্নত হবে: ডিসি
বৃহস্পতিবার, ৫ অক্টোবর ২০২৩



গুণী শিক্ষকদের মাধ্যমে দেশে শিক্ষার মান উন্নত হবে: ডিসি

বিশ্ব শিক্ষক দিবসে দুইজন জন শিক্ষক ও ১ জন শিক্ষানুরাগীকে সম্মাননা প্রদান করেছে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের গোদনাইলের হলি উইলস স্কুল। বৃহস্পতিবার (৫ অক্টোবর) জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক প্রধান অতিথি হিসেবে তার কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানে এই তিন গুণীর হাতে সম্মাননা স্মারক তুলে দেন।

গলাচিপা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মরিয়ম বিন নাহারকে প্রদান করা হয় ‘শিক্ষাবিদ হাজেরা রফিক শিক্ষা সন্মাননা’, পাঠানটুলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পবিত্র চন্দ্র বর্মণকে প্রধান করা হয় ‘শিক্ষাবিদ সিরাজুল ইসলাম শিক্ষা সন্মাননা’ এবং ফতুল্লার লামাপাড়ার বিশিষ্ট শিক্ষানুরাগী হাজী আমান উল্লাহকে প্রধান করা হয় ‘শিক্ষাবিদ আশেক আলা মাস্টার শিক্ষা সন্মাননা’।

সম্মাননা স্মারক তুলে দেয়ার পর প্রেরণাদায়ক বক্তৃতায় জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক বলেন, শিক্ষকরা মানুষ গড়ার কারিগর। এ জন্যই সব দেশে শিক্ষকতাকে মহান পেশা হিসেবে সম্মান করা হয়।

তিনি বলেন, সবসময় শিক্ষকদের সম্মান করতে হবে, তাদের মর্যাদার আসনে রাখতে হবে। গুণী শিক্ষকদের মাধ্যমে দেশে গুণগত শিক্ষার মান উন্নত করতে হবে। শিক্ষার মান উন্নয়নের জন্য সরকার প্রচেষ্টা চালাচ্ছে। সচেতন নাগরিক আমাদের সবাইকে শিক্ষার মান উন্নয়নের জন্য সরকারের পাশাপাশি গুণী শিক্ষকদের সহযোহিতায় এগিয়ে আসতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শাফিয়া আক্তার শিমু, নাসিকের ১০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ইফতেখার আলম খোকন ও বিশিষ্ট শিল্পপতি আবুল হাসনাত কবির।

বাংলাদেশ সময়: ২২:৩৬:৪৭   ১৬৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


বিএনপির নামে কেউ চাঁদা নিতে আসলে বেঁধে রাখবেন: সাখাওয়াত
কপ২৯ সম্মেলনে অনুদানভিত্তিক অর্থ বরাদ্দের আহ্বান পরিবেশ উপদেষ্টার
‘মুক্ত খালেদা জিয়া’ ছাত্র-জনতার আন্দোলনের অর্জন : নাহিদ ইসলাম
বাংলাদেশ-ভারত আলোচনায় হাসিনার প্রত্যর্পণের বিষয়টি উত্থাপন করা হতে পারে: পররাষ্ট্র মন্ত্রণালয়
সশস্ত্র বাহিনী বিশ্বাস ও আস্থার প্রতীক হয়ে দাঁড়িয়েছে : অধ্যাপক ইউনূস
সেনাকুঞ্জের সংবর্ধনা অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার সাথে প্রধান উপদেষ্টার কুশল বিনিময়
রাষ্ট্রপতির সাথে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ
অংশীজনদের নিয়ে আগামী বছর জাতিসংঘের কনফারেন্স
রাজধানীতে তিন দিনব্যাপি মুদ্রা প্রদর্শনী শুরু
এক যুগ পর সেনাকুঞ্জে খালেদা জিয়া

News 2 Narayanganj News Archive

আর্কাইভ