ইতিহাসের এই দিনে

প্রথম পাতা » ছবি গ্যালারী » ইতিহাসের এই দিনে
রবিবার, ৮ অক্টোবর ২০২৩



ইতিহাসের এই দিনে

আজ ৮ অক্টোবর ২০২৩, রোববার। চলুন এক নজরে দেখে নেয়া যাক আজকের দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।
ঘটনাবলি

৬২৪ - কিবলা বায়তুল মোকাদ্দাস হতে কাবায় পরিবর্তন করা হয়।

১২৫৬ - ফ্রান্সের রাজধানী প্যারিসে বিশ্বের অন্যতম প্রাচীন সারবন বিশ্ববিদ্যালয় উদ্বোধন করা হয়।

১৭৩৫ - ফরাসি গণিত ও ভূগোলবিদরা পৃথিবীর সঠিক কাঠামো চিহ্নিত করার জন্য প্রথম গবেষণা কাজ শুরু করেন। এ লক্ষ্যে ফরাসি সরকার বিজ্ঞান একাডেমির ওই গবেষণা কাজের জন্য বিপুল অর্থ বরাদ্দ করে। বিজ্ঞানীরা ব্যাপক গবেষণা চালিয়ে পৃথিবীর বিষুব রেখা ও দুই মেরুর ভেতরের দিকে চেপে থাকার বিষয়টি আবিষ্কার করেন।

১৮৮১ - ভিয়েতনামের দক্ষিণে ভয়াবহ ঘুর্ণিঝড় সংঘটিত হয়। মারাত্মক এ ঝড়ে বহু বাড়িঘর, প্রতিষ্ঠান ও ক্ষেত খামার ধ্বংস হয়। এ ঝড়ে অন্তত প্রায় তিন লাখ মানুষ প্রাণ হারিয়েছিলেন।

১৮৮৫ - ফরাসিরা ভিয়েতনামে উপনিবেশ স্থাপন করে। এর আগে ভিয়েতনাম বহুদিন চীনের অন্তর্গত ছিল। অভ্যন্তরীণ দ্বন্দ্ব সংঘাত ও ইউরোপীয় উপনিবেশবাদী দেশগুলোর সঙ্গে যুদ্ধ বিগ্রহের কারণে চীন অনেক দুর্বল হয়ে পড়ায় ফ্রান্স চীনের বেশ কিছু অংশ দখল করে নিয়েছিল। এরপর ফ্রান্স ১৯ শতকের মাঝামাঝি সময় থেকে ভিয়েতনাম দখলের জন্য অভিযান শুরু করে এবং আজকের এই দিনে তারা ভিয়েতনাম দখল করতে সক্ষম হয়।

১৯১৯ - মহাত্মা গান্ধীর সম্পাদনায় ইংরাজী সাপ্তাহিক ইয়ং ইন্ডিয়া প্রথম প্রকাশিত হয়।

১৯৩২ - রয়্যাল ইন্ডিয়ান এয়ার ফোর্স প্রতিষ্ঠিত হয়।

১৯৩৯ - পোল্যান্ডকে জার্মানির অঙ্গীভূত করা হয়।

১৯৫৪ - হো চি মিনের নেতৃত্বে সংগ্রামরত কমিউনিস্টরা হ্যানয় দখল করেন।

১৯৬২ - আলজেরিয়া জাতিসংঘে যোগদান করে।

১৯৭৩ - ব্রিটেনের প্রথম আইনসম্মত বাণিজ্যিক বেতারকেন্দ্র (এলবিসি) সম্প্রচার শুরু করে।

১৯৮৯ - হাঙ্গেরিতে কমিউনিস্ট পার্টিকে বিলুপ্ত ঘোষণা করা হয়।

১৯৯০ - ইসরাইলি সেনারা আল আকসা মসজিদে নামাজরত ফিলিস্তিনিদের ওপর নৃশংস হামলা চালায়। এ হামলায় ২০ জন নিহত এবং আরও বহু ফিলিস্তিনি আহত হন।

১৯৯১ - স্পিকার আবদুর রহমান বিশ্বাস বাংলাদেশের রাষ্ট্রপতি হন।

২০০৫ - উত্তর পূর্ব পাকিস্তানে কাশ্মীরের কেন্দ্রীয় শহর মোজাফ্ফারাবাদে সাত দশমিক ছয় রিক্টার স্কেলের ভয়াবহ ভূমিকম্প সংঘটিত হয়। স্মরণীয় এ ভূমিকম্পে প্রায় ৯০ হাজার মানুষ নিহত এবং ৩৩ লাখ মানুষ আহত হয়েছিলেন।

জন্ম

১৮২২ - রাদারফোর্ড বি. হেইজ্‌, যুক্তরাষ্ট্রের ১৯তম রাষ্ট্রপতি।

১৮৬২ - আলাউদ্দিন খাঁ, উস্তাদ ও বাবা আলাউদ্দিন খান নামেও পরিচিত, বাঙালি সেতার ও সানাই বাদক।

১৮৮৩ - নোবেলজয়ী জার্মান জীবরসায়নবিদ ওটো ভারবুর্গ।

১৮৯২ - ভূপেন্দ্র কুমার দত্ত, ভারতের স্বাধীনতা আন্দোলনের সক্রিয় কর্মী এবং বিপ্লবী।

১৯১৭ - রডনি রবার্ট পোর্টার, নোবেলজয়ী বিজ্ঞানী ও ব্রিটিশ চিকিৎসক।

১৯২২ - ভারতীয় বাঙালি সঙ্গীতশিল্পী সমরেশ রায়।

১৯২৬ - পাকিস্তানি ভারতীয় অভিনেতা রাজ কুমার।

১৯২৮ - ডিডি, ব্রাজিলীয় ফুটবলার।

১৯৬৫ - জগলুল হায়দার, আধুনিক বাংলা অণুকাব্য ও বিজ্ঞান ছড়ার জনক।

মৃত্যু

১৮৬৯ - ফ্রাংক্‌লিন পিয়ের্স, যুক্তরাষ্ট্রের চতুর্দশ রাষ্ট্রপতি।

১৮৮০ - বেঙ্গল থিয়েটারের প্রতিষ্ঠাতা শরৎচন্দ্র ঘোষ।

১৯৩৬ - মুন্সি প্রেমচাঁদ, আধুনিক হিন্দি এবং উর্দু ভাষার লেখক।

১৯৪৩ - মার্কিন কৌতুকাভিনেতা এবং চিত্রনাট্যকার পশ্চাদ্ধাবন চেজ।

১৯৫২ - মার্কিন চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক অ্যাডওয়ার্ড জুইক।

১৯৬৭ - ব্রিটিশ প্রধানমন্ত্রী লর্ড এন্টনি।

১৯৭৯ - জয়প্রকাশ নারায়ণ, জনপ্রিয়ভাবে জে পি বা লোক নায়ক নামে পরিচিত, ভারতীয় স্বাধীনতা কর্মী, তাত্ত্বিক, সমাজতান্ত্রিক এবং রাজনৈতিক নেতা।

১৯৯২ - জার্মান রাষ্ট্রনায়ক উইলি ব্রান্ট।

১৯৯৮ - বাংলাদেশের জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা জসিম।

২০১১ - ডেনিস রিচি, মার্কিন প্রোগ্রামার ও কম্পিটার বিজ্ঞানী, সি প্রোগ্রামিং ভাষার জনক।

২০১২ - বিদিত লাল দাস, বাংলাদেশি বাউল গায়ক ও সুরকার।

২০১৪ - আব্দুল মতিন, ভাষা সৈনিক।

২০২০ - আনন্দদেব মুখোপাধ্যায়, বিশিষ্ট বাঙালি শিক্ষাবিদ ও সমুদ্রবিজ্ঞানী।

বাংলাদেশ সময়: ১৪:৩৯:১৩   ৯৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


বিনিয়োগ ও বাণিজ্য প্রসারে পর্যটনের অবদান অপরিসীম - হাসান আরিফ
মসজিদে নববীর আদলে গড়ে তোলা হবে আন্দরকিল্লা শাহী জামে মসজিদ - ধর্ম উপদেষ্টা
বাংলাদেশ চোখের সেবা সম্প্রসারণে অরবিসের সাথে কাজ করতে আগ্রহী : অধ্যাপক ইউনূস
এলডিসি দেশগুলোর জন্য ডলার বরাদ্দে ইইউর সমর্থন চাইল বাংলাদেশ
ইসলামী ব্যাংকের সঙ্গে হাব-এর মতবিনিময় সভা
আদানির সঙ্গে আড়াইশ’ কোটি মার্কিন ডলারের চুক্তি বাতিল কেনিয়ার
বেনাপোল সীমান্ত থেকে ভারতীয় ফেনসিডিল জব্দ
সাংবাদিকদের হত্যা মামলায় জড়ানো নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যকে স্বাগত জানালো আরএসএফ
লেবানন থেকে দেশে ফিরলেন আরও ৮২ জন
সাতক্ষীরায় সাফজয়ী তিন নারী ফুটবলারের গণসংবর্ধনা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ