মাজরা পোকার আক্রমণে আমন চাষিদের মাথায় হাত!

প্রথম পাতা » চট্টগ্রাম » মাজরা পোকার আক্রমণে আমন চাষিদের মাথায় হাত!
সোমবার, ৯ অক্টোবর ২০২৩



মাজরা পোকার আক্রমণে আমন চাষিদের মাথায় হাত!

বিপদ যেন পিছু ছাড়ছে না উপকূলের আমন চাষিদের! আবাদের শুরুতে বৃষ্টির পানিতে তলিয়ে বীজ নষ্ট হওয়ার পর এখন ক্ষেতেই মাজরা পোকার আক্রমণ! লালচে বর্ণ ধারণ করে মরে যাচ্ছে শত শত একর জমির রোপা আমন। এ পরিস্থিতিতে চাষিরা কী-বা খাবেন, আর কী দিয়ে ঋণ পরিশোধ করবেন! সবমিলে এখন দিশেহারা অবস্থা পটুয়াখালী রাঙ্গাবালির কৃষকদের।

সরেজমিনে দেখা যায়, রোপা আমনে মাজরা পোকার আক্রমণ। জৌলুস হারিয়ে এখন বিবর্ণ বিস্তীর্ণ মাঠের ফসলের রূপ। মাজরা পোকা ফসলের কাণ্ডের ভেতর থেকে খাওয়া শুরু করে। যার কারণে বেড়ে উঠেতে পারে না ধানের চারা। লালচে বর্ণ ধারণ করে মরে যাচ্ছে শত শত এক জমির রোপা আমন। কোনো কোনো ক্ষেতে ওষুধ প্রয়োগ করেও থামানো যাচ্ছে না পোকার আক্রমণ।

সংশ্লিষ্টরা জানান, মৌসুমের শুরুতে টানা বৃষ্টির কারণে জলাবদ্ধতায় পচে যায় হাজার হাজার একর জমির বীজতলা ও রোপা আমন। এর পর আবার মাজরা পোকা নিয়ে নতুন বিপদ! একের পর এক প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত আমন চাষিরা উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জন নিয়েও এখন শঙ্কিত।

ক্ষতিগ্রস্ত কৃষকরা জানান, মাজরা পোকায় আমাদের যে ক্ষতি হয়েছে, তাতে ফসলের খরচ উঠানো দূরের কথা, মুশকিল হয়ে পড়েছে আমাদের টিকে থাকাই!

তবে লক্ষ্যমাত্রার চেয়ে আবাদ বেশি হওয়ায় তেমন সংকটের মুখে পড়তে হবে না বলছে পটুয়াখালী কৃষি সম্প্রসারণ অধিদফতর। এর উপ-পরিচালক মো. নুরুল ইসলাম জানান, ‘কৃষকরা আমাদের পরামর্শমতো কাজ করেছে। তবে আল্লাহর রহমতে আমাদের গত ১০-১২ দিনের যে ভারি বৃষ্টি হচ্ছে; এতে মাজরা পোকা অনেকটাই নিয়ন্ত্রণে আসছে। আশা করি আমাদের এ মাজরা পোকা আক্রমণে এ বছর আমনের তেমন ক্ষতি হবে না।

এখনো যে সময় আছে, তা কাজে লাগিয়ে উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জনের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

আমন উৎপাদনে দেশের চতুর্থ বৃহৎ এ জেলা। এ বছর এ জেলায় আমন আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে এক লাখ ৮৯ হাজার ৫০০ হেক্টর জমিতে। তবে লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ৬০০ হেক্টর জমিতে আমন আবাদ বেশি হয়েছে।

বাংলাদেশ সময়: ১০:৫১:১৮   ১২৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


রোহিঙ্গা সংকট সমাধানে জাপানের প্রচেষ্টা অব্যাহত থাকবে: রাষ্ট্রদূত
আলেম-ওলামাগণ সামাজিক শক্তির উৎস : ধর্ম উপদেষ্টা
রিকশা উল্টে নালায় পড়ে নিখোঁজ ৬ মাসের শিশু
দেশের মানুষ হাসিনার দৃশ্যমান বিচার ও সংস্কার দেখতে চায় : শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি
জাফরুল্লাহ চৌধুরী তরুণদের কাছে অক্ষয় ও অমর হয়ে থাকবেন : ফারুক-ই-আজম
পার্বত্য উপদেষ্টার সাথে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতসহ চার বিদেশি প্রতিনিধির সাক্ষাৎ
সংস্কার ও হাসিনার বিচারের আগে কোনো নির্বাচন নয়: জামায়াত সেক্রেটারি
মেরিন ড্রাইভ এলাকা থেকে মাদক ও দেশীয় অস্ত্র উদ্ধার
বিমান বাহিনীর ১২৮তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ অনুষ্ঠান
চাঁদপুরে দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের তিন নেতা আটক

News 2 Narayanganj News Archive

আর্কাইভ