বৈশ্বিক সংকট মোকাবিলায় পোশাকশিল্পে আরও সহযোগিতা চায় বিজিএমইএ

প্রথম পাতা » অর্থনীতি » বৈশ্বিক সংকট মোকাবিলায় পোশাকশিল্পে আরও সহযোগিতা চায় বিজিএমইএ
মঙ্গলবার, ১০ অক্টোবর ২০২৩



বৈশ্বিক সংকট মোকাবিলায় পোশাকশিল্পে আরও সহযোগিতা চায় বিজিএমইএ

চলমান বৈশ্বিক অর্থনৈতিক সংকট মোকাবিলায় তৈরি পোশাকশিল্পে সহযোগিতা বাড়াতে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) অনুরোধ জানিয়েছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ)।

মঙ্গলবার (১০ অক্টোবর) এনবিআর সদস্য (কর) মো. নাজমুল করিমের সঙ্গে বৈঠকে এ অনুরোধ জানান বিজিএমইএ সভাপতি ফারুক হাসান।

বৈঠকে এফবিসিসিআইয়ের সহসভাপতি এবং বিজিএমইএর সাবেক পরিচালক মুনির হোসেনও উপস্থিত ছিলেন। এ সময় বাংলাদেশের পোশাক রফতানির ওপর বৈশ্বিক বাণিজ্য পরিস্থিতির উল্লেখযোগ্য প্রভাবগুলো এবং পোশাক খাতে বিদ্যমান প্রতিবন্ধকতাগুলো মোকাবিলা করে শিল্প পরিচালনা করার সম্ভাব্য কৌশলগুলো নিয়ে আলোচনা করা হয়।

এ ছাড়া দেশের পোশাক রফতানিকারকরা শুল্ক, ভ্যাট ও আয়কর সংক্রান্ত যেসব সমস্যা মোকাবিলা করছেন এবং যেসব চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছেন, সেগুলো নিয়ে গুরুত্ব সহকারে আলোচনা হয়েছে।

বিজিএমইএ সভাপতি ফারুক হাসান বলেন,

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং উচ্চ মূল্যস্ফীতির কারণে চলমান বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতার কারণে বর্তমানে বাংলাদেশের পোশাকশিল্প একটি কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দার ফলে পোশাকের ওপর ভোক্তারা খরচ কমিয়েছেন। ফলে পোশাকের অর্ডার কমেছে এবং রফতানিও কমেছে।

এ ছাড়া ফ্যাশন শিল্পে পণ্য সরবরাহের জন্য সম্ভাব্য স্বল্পতম লিডটাইমের চাহিদা ক্রমবর্ধমানভাবে বেড়েছে বলেও উল্লেখ করেন বিজিএমইএ সভাপতি।

এ রকম চ্যালেঞ্জিং পরিস্থিতিতে বিশ্ববাজারে পোশাকশিল্পের প্রতিযোগী সক্ষমতা ধরে রাখতে জাতীয় রাজস্ব বোর্ডের দ্রুত ও ঝামেলামুক্ত পরিষেবাগুলোর প্রয়োজনীয়তার ওপর জোর দেন বিজিএমইএ সভাপতি ফারুক হাসান। তিনি বলেন, জাহাজীকরণে বিলম্ব হলে অতিরিক্ত খরচ বহন করতে হতে পারে, যা শেষ পর্যন্ত শিল্পের প্রতিযোগী সক্ষমতাকে প্রভাবিত করবে।

এ ছাড়া এরই মধ্যে বৈশ্বিক অর্থনৈতিক সংকট বাংলাদেশের অর্থনীতি ও বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর যথেষ্ট চাপ সৃষ্টি করেছে বলেও মন্তব্য করেন বিজিএমইএ সভাপতি।

বিজিএমইএ সভাপতি ফারুক হাসান বলেন,

পোশাকশিল্পের প্রতিযোগী সক্ষমতা ধরে রাখা এবং অব্যাহত প্রবৃদ্ধি দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভকে শক্তিশালী করতে উল্লেখযোগ্যভাবে অবদান রাখবে।

বাংলাদেশ সময়: ২২:৪৯:৪৭   ১৪৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অর্থনীতি’র আরও খবর


রেমিট্যান্স সার্টিফিকেট দিতে গড়িমসি ব্যাংকের, ভোগান্তিতে প্রবাসীরা
চট্টগ্রাম বন্দরে ৩ মাসে কনটেইনার হ্যান্ডেলিং বেড়েছে ৯ শতাংশ, প্রবৃদ্ধি অর্জন ১০.২২ শতাংশ
ভয়াবহ চ্যালেঞ্জের মুখে দেশের আর্থিক খাত: অর্থ উপদেষ্টা
কোনো প্রতিষ্ঠান বন্ধ হবে না: গভর্নর
সরকার আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছ থেকে খুব ভাল সাড়া পাচ্ছে : অর্থ উপদেষ্টা
সিঙ্গাপুরের সঙ্গে এফটিএ সইয়ে আনুষ্ঠানিকতা শুরু
আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিতে শক্তিশালী নিয়ন্ত্রণ ব্যবস্থা গুরুত্বপূর্ণ : এনবিআর চেয়ারম্যান
কৌশলগত অংশীদারিত্বের জন্য আইসিএসবি-এআইইউবি সমঝোতা স্মারক স্বাক্ষর
দেশের অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে : বাণিজ্য উপদেষ্টা
২৬ দিনেই রেমিট্যান্স এলো ১৯৫ কোটি ডলার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ