খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি বলেছেন, আবহমান কাল ধরেই বাংলাদেশের মানুষ অসাম্প্রদায়িক চেতনা লালন করে আসছে। আর সে কারণেই এদেশে যার যার ধর্ম তারা নির্বিঘেœ পালন করে আসছে। নিজেরা নিজেদের ধর্মকে সম্মান দিতে হলে অন্যের ধর্মকে সম্মান দিতে হবে।
মঙ্গলবার বিকাল সাড়ে চারটায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৩ উদযাপনের লক্ষ্যে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা প্রশাসক মোঃ গোলাম মওলা’র সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক, সিভিল সার্জন ডাক্তার আবু হেনা মোঃ রায়হানুজ্জামান সরকার, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাষ্টের ট্রাষ্টি স্বপন কুমার, সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম, জাতীয় গোয়েন্দা সংস্থার উপ পরিচালক মানিক দে, নওগাঁ পৌরসভার মেয়র মোঃ নজমুল হক সনি, ২৬ বিজিবি’র সহকারী পরিচালক তফসীর আহমেদ, জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ লোকমান হোসেন, প্রেসক্লাবের সভাপতি মোঃ কায়েস উদ্দিন, জেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক বিভাস চন্দ্র মজুমদার, সদর উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি মাধব কর্মকার, নওগাঁ পৌর কমিটর সভাপতি পিযুষ কান্তি সরকার, মহাদেবপুর উপজেলা কমিটির সভাপতি অজিত চন্দ্র মন্ডল, রানীনগর উপজেলা কমিটির সভাপতি চন্দন কুমার মহন্ত প্রমুখ বক্তব্য রাখেন।
সভায় আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ, সৌহার্দ্যপূর্ণ এবং উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে প্রয়োজনীয় করণীয় নিয়ে উপস্থিত প্রতিনিধিবৃন্দ পরামর্শ মূলক বক্তব্য রাখেন।
বাংলাদেশ সময়: ২৩:৫৬:০১ ১৩৪ বার পঠিত