আটলান্টিকে মিলল টাইটানের ধ্বংসাবশেষ, ‘অনুমিত দেহাবশেষ’ উদ্ধার

প্রথম পাতা » আন্তর্জাতিক » আটলান্টিকে মিলল টাইটানের ধ্বংসাবশেষ, ‘অনুমিত দেহাবশেষ’ উদ্ধার
বুধবার, ১১ অক্টোবর ২০২৩



আটলান্টিকে মিলল টাইটানের ধ্বংসাবশেষ, ‘অনুমিত দেহাবশেষ’ উদ্ধার

সমুদ্রের তলদেশ থেকে ডুবোযান (সাবমার্সিবল) টাইটানের অবশিষ্ট ধ্বংসাবশেষ উদ্ধার করেছেন প্রকৌশলীরা। ধ্বংসাবশেষ থেকে টাইটানের আরোহীদের ‘অনুমিত দেহাবশেষও’ উদ্ধার করেছেন তারা।

মার্কিন কোস্টগার্ডের বরাত দিয়ে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি। গত সপ্তাহে অবশিষ্ট ওই ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়।

আটলান্টিক মহাসাগরের তলদেশে থাকা বিখ্যাত টাইটানিক জাহাজের ধ্বংসাবশেষ দেখার জন্য রওনা দিয়ে গত ১৮ জুন বিপর্যয়কর অন্তর্মুখী চাপে টাইটান ভেঙে টুকরা টুকরা হয়ে যায়।

সমুদ্র-পর্যটনে ডুবোযানটি পাঠিয়েছিল যুক্তরাষ্ট্রভিত্তিক বেসরকারি প্রতিষ্ঠান ওশানগেট। এ অভিযাত্রায় টাইটানে পাঁচজন আরোহী ছিলেন, তারা সবাই নিহত হন।

নিহতরা হলেন- ওশানগেটের প্রধান নির্বাহী কর্মকর্তা স্টকটন রাশ, ব্রিটিশ ধনকুবের হামিশ হার্ডিং, ব্রিটিশ-পাকিস্তানি ধনকুবের শাহজাদা দাউদ ও তার ছেলে সুলেমান দাউদ এবং ফ্রান্সের নৌবাহিনীর সাবেক সদস্য পল অরি নাজোলে।

সাগরপৃষ্ঠ থেকে তলদেশের উদ্দেশে যাত্রা শুরুর পৌনে দুই ঘণ্টার মাথায় নিয়ন্ত্রণকক্ষের সঙ্গে ডুবোযানটির সংযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। পরে এর সন্ধানে ব্যাপক তল্লাশি চালানো হয়। এ ঘটনা সারা বিশ্বের মানুষের মনোযোগ আকর্ষণ করে।

পাঁচ দিনের মাথায় টাইটানিকের কাছে ডুবোযানটির ধ্বংসাবশেষের সন্ধান পাওয়ার কথা জানান উদ্ধারকারীরা। তখন টাইটানের কিছু ধ্বংসাবশেষ উদ্ধারও করা হয়।

এবার টাইটানের অবশিষ্ট ধ্বংসাবশেষও উদ্ধারের কথা জানানো হলো। দুর্ঘটনার পরবর্তী তদন্তকাজ এগিয়ে নিতে এই ধ্বংসাবশেষ বেশ সহায়ক হবে বলে মনে করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১২:২১:৩৯   ৮৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


মিত্ররা ইসরাইলের সঙ্গে ‘যুদ্ধে পিছ পা হবে না’: ইরান
মালয়েশিয়ায় ২১৪ বাংলাদেশিসহ ৬০২ অভিবাসী আটক
নির্বাচন শান্তিপূর্ণ হওয়া নিয়ে সন্দিহান বাইডেন
দিল্লিতে নার্সিং হোমে ঢুকে ডাক্তারকে গুলি করে হত্যা
এবার পরমাণু অস্ত্র ব্যবহারের হুমকি কিমের
নাইজেরিয়ায় নৌকা ডুবে ১৬ জনের প্রাণহানি
প্রতিশ্রুতি পূরণে চিনের ‘উচ্চাভিলাষী’ জলবায়ু লক্ষ্য নির্ধারন প্রয়োজন : রিপোর্ট
ইসরায়েলের সঙ্গে সম্ভাব্য যুদ্ধ নিয়ে যা বললেন ইরানের প্রেসিডেন্ট
দক্ষিণ আমেরিকায় বিরল ‘অগ্নিবলয়’ তৈরি করবে সূর্যগ্রহণ
‘ক্ষমতার কিছুই দেখাইনি, সংঘাতে জড়াতে আসবেন না’

News 2 Narayanganj News Archive

আর্কাইভ