নকল সোনার পুতুলসহ ‘জিনের বাদশা’ আটক

প্রথম পাতা » ছবি গ্যালারী » নকল সোনার পুতুলসহ ‘জিনের বাদশা’ আটক
বুধবার, ১১ অক্টোবর ২০২৩



নকল সোনার পুতুলসহ ‘জিনের বাদশা’ আটক

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে নকল সোনার পুতুলসহ মো. আব্দুর রশিদ (৩৭) ওরফে জিনের বাদশা নামে এক প্রতারককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে গ্রামবাসী।

মঙ্গলবার (১০ অক্টোবর) রাতে উপজেলার চর ভূরুঙ্গামারী ইউনিয়নের নতুনহাট বাজার এলাকার একটি হাফেজিয়া মাদরাসার সামনে থেকে তাকে আটক করা হয়। তিনি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার বাড়িয়া গ্রামের রাজা মিয়ার ছেলে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান মানিক উদ্দিন জানান, গ্রাম পুলিশ মো. আব্দুল হাকিম প্রথমে ওই জিনের বাদশা নামের মো. আব্দুর রশিদকে নকল মূর্তিসহ আটক করে পরিষদে নিয়ে আসে। পরে ওই ব্যক্তি জানায় নতুন হাট এলাকার আকবর আলীর স্ত্রী ফয়েরজানকে বিভিন্ন সময় মুঠোফোনে কল দিয়ে জিনের বাদশা পরিচয় দেন। ফয়েরজানের স্বামী-সন্তান মারা যাবে বলে ভয়ভীতি প্রদর্শন ও গুপ্তধন পাওয়ার কথা বলে মুঠোফোনে বিকাশের মাধ্যমে বেশ কিছু টাকা হাতিয়ে নেন।

এ ছাড়াও প্রতারকচক্রের ওই সদস্য গায়েবি সম্পদ দেওয়ার কথা বলে মঙ্গলবার সন্ধ্যায় সোনার আবরণের একটি পিতলের নকল মূর্তি দিতে চর ভূরুঙ্গামারীতে আসে। বাজারে সন্দেহজনকভাবে ঘুরাঘুরি করতে দেখে গ্রাম পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি সব স্বীকার করেন। পরে স্থানীয়দের সহায়তায় তাকে আটক করে পুলিশে দেওয়া হয়।

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত পরে জানা হবে।

বাংলাদেশ সময়: ১৬:২২:৩৬   ১৮৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ময়মনসিংহে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি গঠন নিয়ে মারামারি
আইইউটির ৩ শিক্ষার্থীর মৃত্যু, পল্লী বিদ্যুতের ৭ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত
গাজায় মসজিদ গুঁড়িয়ে দিলো ইসরাইল, নিহত আরও ৩৮

ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসে সশস্ত্র বাহিনী দিবস উদযাপিত
পররাষ্ট্র সচিবের সঙ্গে আলজেরিয়ার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
রোজায় বাজার সহনশীল রাখার চেষ্টা করা হবে: বাণিজ্য উপদেষ্টা
দেশের যুবকদের কর্মসংস্থানে কাজ করতে চায় বিশ্বব্যাংক
সীমান্তে দেড় কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ
সাফজয়ী ঋতুপর্ণা-মণিকা ও রুপনা চাকমাকে রাঙ্গামাটিতে সংবর্ধনা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ