সায়মা ওয়াজেদকে সমর্থন দেওয়ায় থাইল্যান্ডকে ধন্যবাদ মোমেনের

প্রথম পাতা » ছবি গ্যালারী » সায়মা ওয়াজেদকে সমর্থন দেওয়ায় থাইল্যান্ডকে ধন্যবাদ মোমেনের
সোমবার, ১৬ অক্টোবর ২০২৩



সায়মা ওয়াজেদকে সমর্থন দেওয়ায় থাইল্যান্ডকে ধন্যবাদ মোমেনের

থাইল্যান্ডের জনস্বাস্থ্য বিষয়ক মন্ত্রী ড. চলনান শ্রিকাওয়ের স‌ঙ্গে বৈঠক করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

সোমবার (১৬ অক্টোবর) ব‌্যাংককে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ড. মোমেন দুই দিনের সরকারি সফরে আজ সকালে থাইল্যান্ড পৌঁছেছেন। সকালে থাইল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. আব্দুল হাই বিমানবন্দরে পররাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানান।

ব্যাংকক স্থানীয় সময় দুপু‌রে ড. মোমেন থাইল্যান্ডের জনস্বাস্থ্য বিষয়ক মন্ত্রীর স‌ঙ্গে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাতে মিলিত হন। মন্ত্রী থাইল্যান্ডের নবনিযুক্ত জনস্বাস্থ্য বিষয়ক মন্ত্রীকে অভিনন্দন জানান। বৈঠকে বাংলাদেশের পক্ষে রাষ্ট্রদূত আব্দুল হাই, পররাষ্ট্রমন্ত্রীর দপ্তরের পরিচালক প্রবাস লামারং, দূতাবাসের কাউন্সেলর নির্ঝর অধিকারী উপস্থিত ছিলেন।

বৈঠকে দুই মন্ত্রী দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বিশেষ করে স্বাস্থ্যসেবা সংক্রান্ত বিষয়ে বিশদ আলোচনা করেন।

ড. মোমেন থাইল্যান্ডের স্বাস্থ্য ব্যবস্থা এবং সরকারের কোভিড অতিমারি নিয়ন্ত্রণে গৃহীত ব্যবস্থাপনার প্রশংসা করেন। তিনি দুই দেশের স্বাস্থ্য খাতের মধ্যে সহযোগিতা বৃদ্ধি বিশেষ করে বাংলাদেশে স্বাস্থ্যসেবা খাতে বিনিয়োগ ও বিশেষায়িত হাসপাতাল প্রতিষ্ঠার আহ্বান জানান।

এছাড়া তিনি উ‌ব্লিউএইচও-এসইএআরও-এর আঞ্চলিক পরিচালক পদে বাংলাদেশের প্রার্থী ড. সায়মা ওয়াজেদকে ইতোমধ্যে সমর্থন জানানোর জন্য থাই সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। থাইমন্ত্রী এ ভোট দেওয়াকে বাংলাদেশের প্রতি দৃঢ় সমর্থন হিসেবে উল্লেখ করেন।

ড. মো‌মেন থাই মন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

প্রসঙ্গত, আগামী ১ নভেম্বর এ ভোট ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১৬:০৬:০৮   ৯৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসে সশস্ত্র বাহিনী দিবস উদযাপিত
পররাষ্ট্র সচিবের সঙ্গে আলজেরিয়ার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
রোজায় বাজার সহনশীল রাখার চেষ্টা করা হবে: বাণিজ্য উপদেষ্টা
দেশের যুবকদের কর্মসংস্থানে কাজ করতে চায় বিশ্বব্যাংক
সীমান্তে দেড় কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ
সাফজয়ী ঋতুপর্ণা-মণিকা ও রুপনা চাকমাকে রাঙ্গামাটিতে সংবর্ধনা
রাজু ভাস্কর্যে ঢামেক শিক্ষার্থীদের উপস্থিতি প্রেরণা জোগায়: আসিফ মাহমুদ
বাংলাদেশে নতুন রাজনৈতিক বন্দোবস্ত লাগবে: জোনায়েদ সাকি
আওয়ামী লীগ নেতাকর্মীদের বডি ল্যাঙ্গুয়েজ কেমন, জানালেন ফখরুল
৩ মাসে জ্বালানি খাতে ৩৭০ কোটি টাকা সাশ্রয়: জ্বালানি উপদেষ্টা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ