জনকল্যাণে সরকার বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করছে : ডেপুটি স্পিকার

প্রথম পাতা » ছবি গ্যালারী » জনকল্যাণে সরকার বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করছে : ডেপুটি স্পিকার
মঙ্গলবার, ১৭ অক্টোবর ২০২৩



জনকল্যাণে সরকার বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করছে : ডেপুটি স্পিকার

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো: শামসুল হক টুকু বলেছেন, বর্তমান সরকার জনগণের উন্নয়ন চায় বলে কৃষিতে বিপ্লব ঘটেছে। একসময় জনগণ সারের দাবি করায় গুলি চালিয়ে তাদের হত্যা করা হয়েছে। সরকার এখন জনকল্যাণে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করছে।
আজ (মঙ্গলবার) সাঁথিয়া উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে ২০২৩-২৪ অর্থ বছরে রবি মৌসুমে সরিষাসহ রবি ফসলের আবাদ বৃদ্ধির জন্য কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
ডেপুটি স্পিকার বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর প্রত্যন্ত অঞ্চলের সবার স্বাস্থ্য সেবা নিশ্চিত করার লক্ষ্যে কমিউনিটি ক্লিনিক নির্মান করেছে। এছাড়া আরো উন্নয়ন প্রকল্প চলমান রয়েছে।
সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মাসুদ হোসেনের সভাপতিত্বে সভায় উপজেলা চেয়ারম্যান মো: আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো: হাসান আলী খানসহ বিভিন্ন সংগঠনের কর্মকর্তা, সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।
ডেপুটি স্পিকার এরপর দুপুরে বীর মুক্তিযোদ্ধা শামসুল হক খান টুকু কলেজের নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বিকেলে একুশে পদক প্রাপ্ত সাংস্কৃতিক ব্যক্তিত্ব মাসুম আজিজের প্রথম প্রয়াণবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় স্পিকার বলেন, মাসুম আজিজ একজন ভালো মানুষ, নিরহংকারী, তারকা অভিনেতা, চলচ্চিত্র ব্যক্তিত্ব ও মানবদরদী ব্যক্তি ছিলেন। তার স্মরণে আজ ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার উপস্থিতি ঘটেছে।
তিনি আরো বলেন, মাসুম আজিজের রেখে যাওয়া কর্মগুলো অনুসরণ ও অনুকরণ করলে ব্যক্তি, সমাজ ও দেশ উপকৃত হবে।
এসময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে সংসদ সদস্য মো: মকবুল হোসেন, পাবনা জেলা পরিষদের চেয়ারম্যান মো: আব্দুর রহিম পাকনসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২২:৫০:১৪   ১০৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসে সশস্ত্র বাহিনী দিবস উদযাপিত
পররাষ্ট্র সচিবের সঙ্গে আলজেরিয়ার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
রোজায় বাজার সহনশীল রাখার চেষ্টা করা হবে: বাণিজ্য উপদেষ্টা
দেশের যুবকদের কর্মসংস্থানে কাজ করতে চায় বিশ্বব্যাংক
সীমান্তে দেড় কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ
সাফজয়ী ঋতুপর্ণা-মণিকা ও রুপনা চাকমাকে রাঙ্গামাটিতে সংবর্ধনা
রাজু ভাস্কর্যে ঢামেক শিক্ষার্থীদের উপস্থিতি প্রেরণা জোগায়: আসিফ মাহমুদ
বাংলাদেশে নতুন রাজনৈতিক বন্দোবস্ত লাগবে: জোনায়েদ সাকি
আওয়ামী লীগ নেতাকর্মীদের বডি ল্যাঙ্গুয়েজ কেমন, জানালেন ফখরুল
৩ মাসে জ্বালানি খাতে ৩৭০ কোটি টাকা সাশ্রয়: জ্বালানি উপদেষ্টা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ