জেলেনা নওরা জিজি হাদিদ মার্কিন মডেল ও উপস্থাপিকা। ২০১৩ সালে তিনি আন্তর্জাতিক মডেল পরিচালন সংস্থা আইএমজি মডেল্স এর সাথে চুক্তিবদ্ধ হন। তিনি ফিলিস্তিনিদের সাপোর্ট করায় ইসরাইলের পক্ষ থেকে তাকে হুমকি দেয়া হয়েছে।
মার্কিন এই উপস্থাপিকা সোশ্যাল হ্যান্ডেলে ফিলিস্তিনিদের সাপোর্ট করে একটি পোস্ট দিয়েছেন। সেই পোস্ট দেয়ার পর পাল্টা জবাব দিয়েছেন ইসরাইল। স্টেট অব ইসরায়েল নামে ভেরিভায়েড ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে তাকে আরেক পোস্টের মাধ্যমে হুমকি দেয়া হয়।
উপস্থাপিকার বাবা একজন ফিলিস্তিনি হওয়ায় চুপ করে বসে থাকতে পারেন নি তিনি।
অন্যায়কে প্রতিবাদ জানিয়ে জিজি হাদিদ লিখেছেন, ‘ইসরাইল যা করছে তা তাদের ধর্মের সঙ্গে সামঞ্জস্য নয়। ইসরাইল সরকারের বিরোধিতা করার মানে ইহুদিবিদ্বেষ নয়। আবার ফিলিস্তিনিদের সমর্থন করার অর্থ হামাসকে সমর্থন দেয়া নয়।’
এরপর পাল্টা পোস্ট দিয়ে স্টেট অব ইসরাইল অ্যাকাউন্ট থেকে লেখা হয়, ‘হামাস ইসরাইলে যে গণহত্যা করেছে এতে বীরত্বের কিছু নেই। এই সন্ত্রাসীদের বিরুদ্ধে ইসরাইলকে সাপোর্ট করাই এখন সঠিক সিদ্ধান্ত।’
পাল্টা পোস্টের পরে জিজি হাদিদ চুপ করেই ছিলেন। কিন্তু এরপরই আসে হুমকি দেয়ার সেই পোস্টটি।
সেখানে লেখা হয়, ‘আপনার নীরবতাই স্পষ্ট ইঙ্গিত পাওয়া যাচ্ছে, আপনার অবস্থান কী। আমরা দেখে নেব আপনাকে।’
উল্লেখ্য, জিজি হাদিদের জন্ম আমেরিকার লস অ্যাঞ্জেলেস শহরে। ২০১৪ সালের নভেম্বরে, মডেল্স ডট কম এর সেরা ৫০ জন মডেলের তালিকায় আত্বপ্রকাশ করেন। ২০১৬ সালে, ব্রিটিশ প্রতিষ্ঠান ব্রিটিশ ফ্যাশন কাউন্সিলের মাধ্যমে বছরের সেরা আন্তর্জাতিক মডেল হিসেবে তার নাম প্রকাশ করা হয়।
বাংলাদেশ সময়: ১৫:২৮:৫১ ৮৭ বার পঠিত