টস জিতে নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠাল আফগানিস্তান

প্রথম পাতা » খেলাধুলা » টস জিতে নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠাল আফগানিস্তান
বুধবার, ১৮ অক্টোবর ২০২৩



টস জিতে নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠাল আফগানিস্তান

চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে বুধবার (১৮ অক্টোবর) নিজেদের চতুর্থ ম্যাচে মাঠে নেমেছে নিউজিল্যান্ড ও আফগানিস্তান। এরই মধ্যে টস হয়েছে জিতেছে আফগানিস্তান। আর টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে আফগান অধিনায়ক।

গত ম্যাচে ইংল্যান্ডকে মাটিতে নামিয়ে আনার পর এবার আফগানিস্তানের সামনে চ্যালেঞ্জ নিউজিল্যান্ড। ব্যাটে বলে ইংল্যান্ডকে হারানোর সুখস্মৃতি সঙ্গী করে আরও একটা জায়ান্টকিলিংয়ের স্বপ্ন বুনছে যুদ্ধ বিধ্বস্ত দেশটি। তবে যে দলের সঙ্গে এবার মুখোমুখি হচ্ছে আফগানরা তারা বিশ্বকাপে রয়েছে দুর্দান্ত ফর্মে। বিশ্বকাপের প্রথম দুই ম্যাচ ইংল্যান্ড এবং নেদারল্যান্ডসকে সহজেই হারানোর পর তারা বাংলাদেশকেও হেসে-খেলেই হারিয়েছে। ফলে আফগানদের বিপক্ষেও ম্যাচটা তাদের জন্য তেমন কঠিন হওয়ার কথা নয়।

ব্যাট হাতে ডেভন কনওয়ে, ড্যারিল মিচেলদের পাশাপাশি আফগান ম্যাচের জন্য বল হাতে প্রস্তুত ম্যাট হেনরি, ট্রেন্ট বোল্টরা। পরিসংখ্যানে চোখ রাখলে স্বস্তি পেতে পারেন কিউই কোচ গ্যারি স্টেড। এখন পর্যন্ত খেলা দুই ওয়ানডে ম্যাচের দুটিতেই নিউজিল্যান্ডের কাছে হেরেছে আফগানিস্তান।

নিউজিল্যান্ড এই ম্যাচে একটি পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে। বাংলাদেশের বিপক্ষে হাতে ব্যথা পাওয়া অধিনায়ক কেন উইলিয়ামসনের বদলি হিসেবে দলে জায়গা পেয়েছেন উইল ইয়াং। আফগানিস্তান অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নেমেছে।

নিউজিল্যান্ড একাদশ:
ডেভন কনওয়ে, উইল ইয়াং, রাচিন রবীন্দ্র, ড্যারিল মিচেল, টম ল্যাথাম (অধিনায়ক/উইকেটরক্ষক), গ্লেন ফিলিপস, মার্ক চ্যাপম্যান, মিচেল স্যান্টনার, ম্যাট হেনরি, লকি ফার্গুসন, ট্রেন্ট বোল্ট।

আফগানিস্তান একাদশ:
রহমানুল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রহমত শাহ, হাশমতুল্লাহ শাহিদি (অধিনায়ক), আজমতুল্লাহ ওমরজাই, ইকরাম আলীখিল (উইকেটরক্ষক), মোহাম্মদ নবি, রশিদ খান, মুজিব উর রহমান, নবীন-উল-হক, ফজল হক ফারুকী।

বাংলাদেশ সময়: ১৫:৩১:৩৩   ১১৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


শেষ মুহূর্তের গোলে ইন্দোনেশিয়াকে হারিয়ে শীর্ষে বাংলাদেশ
রাফিনিয়া নৈপুণ্যে লা লিগায় প্রত্যাবর্তনের গল্প লিখলো বার্সেলোনা
দুর্দান্ত হামজা, তিন ম্যাচ পর জয় পেল শেফিল্ড
কাজাখস্তানকে ৫-১ গোলে উড়িয়ে শুভসূচনা বাংলাদেশের
রিয়ালকে বিদায় করে সেমিফাইনালে আর্সেনাল
প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে কাতারে যাচ্ছেন চার নারী ক্রীড়াবিদ
ভালো শুরুর পর বিপর্যয়, শেষে নাহিদা-রাবেয়ার প্রতিরোধে চ্যালেঞ্জিং সংগ্রহ বাংলাদেশের
ইআরডি ও আইওএম-এর মধ্যে ৫ মিলিয়ন ইউরোর চুক্তি
ঘরের মাঠে জয় পেয়েও বিদায় অ্যাস্টন ভিলার, সেমিতে পিএসজি
চলতি মাসেই শিরোপা পেয়ে যেতে পারে লিভারপুল

News 2 Narayanganj News Archive

আর্কাইভ