বাগেরহাটের সিকদার বাড়ি মন্দিরে ৫০১ প্রতিমা দেখতে দশর্নার্থীদের উপচে পড়া ভিড়

প্রথম পাতা » খুলনা » বাগেরহাটের সিকদার বাড়ি মন্দিরে ৫০১ প্রতিমা দেখতে দশর্নার্থীদের উপচে পড়া ভিড়
রবিবার, ২২ অক্টোবর ২০২৩



বাগেরহাটের সিকদার বাড়ি মন্দিরে ৫০১ প্রতিমা দেখতে দশর্নার্থীদের উপচে পড়া ভিড়

জেলায় শারদীয় দুূর্গাপুজায় দেশি বিদেশি ভক্ত, দর্শনার্থী ও সনাতন ধর্মালম্বীদের পদচারণায় মুখরিত ৫০১ প্রতিমা বিশিষ্ট হাকিমপুরের শিকদার বাড়ি পূজাম-প। শনিবার সকাল থেকে মন্দিরে ভিড় শুরু হয়। ক্রমেই বাড়তে থাকে ভক্ত দর্শনার্থীদের ভিড়। ভিড় সামলাতে রীতিমত হিমশিম খেতে হয়েছে কর্তব্যরত আয়োজক, র‌্যাব,পুলিশ ও আনসার সদস্যদের।
সরোজমিনে গিয়ে দেখা যায়, হাকিমপুর মাধ্যমিক বিদ্যালয়ের সামনের সড়ক থেকে মূল মন্দির পর্যন্ত প্রায় ৫০০ মিটার সড়কসহ আশপাশ এলাকা জুড়ে উপচে দর্শনার্থীদের ভিড় মন্দিরের যত কাছে যাওয়া যায় ভিড় তত বাড়তে থাকে। আয়োজকদের নির্ধারিত ফটক দিয়ে প্রবেশ করে পাঁচ শতাধিক প্রতিমা দেখে বের হয়ে যাচ্ছেন দর্শনার্থীরা। কেউ কেউ আবার মা দুর্গাসহ অন্যান্য প্রতিমার সাথে সেলফি তোলায় ব্যস্ত। পরিবার পরিজন নিয়ে শিকদার বাড়ি মন্দিরে সৌন্দর্য্য উপভোগ করতে পেরে খুশি ভক্ত ও দর্শনার্থীরা।
এদিকে শিকদার বাড়ির এ আয়োজনকে ঘীরে স্থানীয়দের মাঝেও ব্যাপক উৎসাহ উদ্দিপনা লক্ষ্য করা গেছে। মন্দিরের আশপাশে সড়কের দুই পাশে বিভিন্ন পন্যের পশরা সাজিয়ে বসেছে অর্ধশতাধিক দোকানি। ভক্ত-দর্শনার্থীরাও নিজের পছন্দ অনুযায়ী খাবার, খেলনা ও প্রয়োজনীয় পণ্যক্রয় করতে পারছেন।
অন্যদিকে পূজা মন্ডপ ও ভক্ত দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশ, আনসার ও র‌্যাব সদস্যরা কাজ করছে। এর পাশাপাশি সাদা পোশাকেও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিরাপত্তার দায়িত্বে রয়েছেন। রয়েছে আয়োজকদের নিজস্ব স্বেচ্ছাসেবক দল।
ভারত থেকে শিকদার বাড়ি মন্দিরে আসা প্রেসক্লাব অব ইন্ডিয়ার সভাপতি গৌতম লাহিড়ী বলেন, ইন্ডিয়া থেকে যখন বাংলাদেশে এসেছি, তখন পরিচিত অনেকেই বলেছেন শিকদার বাড়ির পূজা দেখে আসিয়েন। ভারতের চেয়ে বৈচিত্রের দিক থেকে শিকদার বাড়ির এ আয়োজন ব্যতিক্রম। এখানের আয়োজন শুধু ধর্মীয় অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ নেই, এটা একটি মিলন মেলায় পরিণত হয়েছে। ব্যতিক্র্রম এ পূজার জন্য আয়োজকদের ধন্যবাদ জানান এ সাংবাদিক নেতা।
খুলনার ডুমুরিয়া থেকে স্ত্রী-সন্তান নিয়ে ঘুরতে আসা ননী গোপাল দাস বলেন, গতকাল পূজা শুরুর পর থেকে অনেক মন্দিরে ঘুরেছি। এতবেশি প্রতিমা কোথাও দেখিনি। অনেক ভা লো লেগেছে। দুই ছেলে ও স্ত্রী দীপা খুব খুশি হয়েছে।
মৌসুমি দেবনাথ নামের এক দর্শনার্থী বলেন, দুর্গাপূজা মানেই শিকদার বাড়ি পূজামন্ডপ। শিকদার বাড়ি পূজা মন্ডপে না আসলে মনে হয় অপূর্ণতা রয়ে গেছে।
শিকদার বাড়ি দুর্গাপূজার আয়োজক ব্যবসায়ী লিটন শিকদার বলেন, আমার স্বর্গীয় বাবা দুলাল শিকদার ২০১০ সালে ১৫১টি প্রতিমা নিয়ে প্রথম বারের মত ব্যতিক্রমী দুর্গা পূজার আয়োজন করেন। এরপর থেকে প্রতিবছরই আমরা প্রতিমার সংখ্যা বৃদ্ধি করতে থাকি। এক পর্যায়ে ২০১৯ সালে ৮০১টি প্রতিমা নিয়ে আমরা দুর্গা পূজার আয়োজন করি। আমাদের এ পূজায় সারা দেশ থেকে ভক্ত দর্শনার্থীরা এসে থাকেন। দেশের বাইরে থেকেও অনেক ভক্তরা আসেন। তবে করোনার কারণে আমরা গেল তিন বছর সীমিত পরিসরে পূজার আয়োজন করেছিলাম। এবছর সাড়ম্বরে আমরা দুর্গাপূজার আয়োজন করেছি। এবার ৫০১টি প্রতিমার মাধ্যমে আমরা সনাতন ধর্মীয় বিভিন্ন পৌরাণিক কাহিনী তুলে ধরেছি। দর্শনার্থীরাও অনেক খুশি হয়েছে ।

এবছর বাগেরহাটের ৯টি উপজেলা ও ৩টি পৌরসভায় ৬৪২টি পূজা মন্ডপে দুর্গা পূজা অণুষ্ঠিত হচ্ছে। শুক্রবার ৬ষ্ঠি পূজার মধ্য দিয়ে সনাতন ধর্মালম্বীদের এ মহোৎসবের মূল আয়োজন শুরু হয়। নানা আচার অনুষ্ঠান ও পূজার পরে মঙ্গলবার দশমী পূজা ও দেবি বিসর্জনের মধ্য দিয়ে এ আয়োজনের শেষ হবে।

বাংলাদেশ সময়: ১৫:৪৬:৪১   ১৩৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


বেনাপোল সীমান্ত থেকে ভারতীয় ফেনসিডিল জব্দ
মেহেরপুরে অস্ত্র-গুলি ও কৃষি পণ্যসহ ইউপি সদস্য আটক
নড়াইলে শীত কালীন সবজি বাজারে আসায় দাম কমছে
ভারতে অনুপ্রবেশের সময় শার্শায় তিন নারী আটক
একবিংশ শতাব্দীর কঠিন চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের
যশোরে পিয়াল হত্যা মামলায় ছাত্রদল নেতাসহ গ্রেফতার ২
ভবদহ জলাবদ্ধতা নিরসনে স্থায়ী সমাধানের আশ্বাস দিয়েছেন রিজওয়ানা হাসান
আলেম সমাজ সামাজিক শক্তির প্রতিভূ : ধর্ম উপদেষ্টা
সীমান্তে যাত্রীর কোমরে মিলল সোয়া কোটি টাকার স্বর্ণ
মোংলা বন্দরের উন্নয়ন দৃশ্যমান নয় : নৌপরিবহন উপদেষ্টা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ