নাগরিকদের সাংবিধানিক সমধিকার প্রতিষ্ঠা করেছেন বঙ্গবন্ধু : শিক্ষামন্ত্রী

প্রথম পাতা » চট্টগ্রাম » নাগরিকদের সাংবিধানিক সমধিকার প্রতিষ্ঠা করেছেন বঙ্গবন্ধু : শিক্ষামন্ত্রী
মঙ্গলবার, ২৪ অক্টোবর ২০২৩



নাগরিকদের সাংবিধানিক সমধিকার প্রতিষ্ঠা করেছেন বঙ্গবন্ধু : শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, নাগরিকদের সাংবিধানিক সমধিকার প্রতিষ্ঠা করেছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এদেশে বহু জাতি স্বত্বার লোক আছেন এবং সকল জাতি গোষ্ঠীর লোকজনই এ দেশের নাগরিক।
তিনি বলেন, দেশের সকল সম্প্রদায়ের মানুষ যার যার ধর্মীয় উৎসব পালন ও অধিকারে বিশ্বাস করে- সেটাই আজকে প্রমাণ হয়েছে। কিন্তু আমরা জানি যে, একটা দুষ্টু চক্র আছে- যারা সাম্প্রদায়িকতার বিষবাক্য ছড়াতে চায়। তাদের ব্যাপারে সবাইকে সচেতন থাকতে হবে।
সোমবার রাতে চাঁদপুর জেলার হাইমচর উপজেলা সদরের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনকালে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘আমাদের এই অঞ্চলে হাজার হাজার বছর ধরে সব ধর্মের লোকজন এক সঙ্গে বসবাস করছেন। স্বাধীনতায় সকল ধর্মের মানুষের রক্ত মিশে আছে বাংলার মাটিতে। এই পবিত্র মাটিতে সকল ধর্মের মানুষ একসাথে শান্তিতে ও আনন্দে বসবাস করবে সেটিই আমাদের প্রত্যয়। যারা এই শান্তি বিনষ্ট করতে চায়- তাদেরকে কঠিনভাবে প্রতিহত করা হবে।
এ সময় শিক্ষামন্ত্রী উপজেলার তেলির মোড় জগন্নাথ মন্দির, রায়ের বাজার দেওয়ান মন্দিরসহ বেশকিছু মন্দির পরিদর্শন এবং পূজা মন্ডপ কমিটির সাথে মতবিনিময় করেন।
চাঁদপুর জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটার (পিপি) এডভোকেট রনজিত রায় চৌধুরী, চাঁদপুর পৌর মেয়র এডভোকেট জিল্লুর রহমান জুয়েল, জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন পাটোয়ারী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ইয়াসির আরাফাত, হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চাই থোয়াইহল চৌধুরী, হাইমচর উপজেলা আওয়ামী লীগ সভাপতি হুমায়ুন কবির প্রধানিয়াসহ জেলা ও উপজেলার আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতারা এ সময় উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫:৪১:৫৪   ১৪১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


সাফজয়ী ঋতুপর্ণা-মণিকা ও রুপনা চাকমাকে রাঙ্গামাটিতে সংবর্ধনা
মসজিদে নববীর আদলে গড়ে তোলা হবে আন্দরকিল্লা শাহী জামে মসজিদ - ধর্ম উপদেষ্টা
পণ্য সরবরাহে কৃত্রিম সংকট তৈরি করতে দেয়া হবেনা: বাণিজ্য উপদেষ্টা
জঞ্জাল পরিষ্কার করে দ্রুত নির্বাচন দিন : মির্জা ফখরুল
দুর্নীতি বন্ধ হলে দেশ এগিয়ে যাবে: কৃষি উপদেষ্টা
চট্টগ্রাম বন্দরে ৩ মাসে কনটেইনার হ্যান্ডেলিং বেড়েছে ৯ শতাংশ, প্রবৃদ্ধি অর্জন ১০.২২ শতাংশ
কক্সবাজারে শুরু হয়েছে চলতি মৌসুমের লবণ উৎপাদন
দুর্গম পাহাড়ে কেএনএফের আস্তানায় অভিযান, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার
অন্তর্বর্তী সরকার প্রয়োজনের বেশি এক দিনও থাকতে চায় না
জনগণ ভোটাধিকার প্রয়োগ করে তাদের সরকার ও সংসদ দেখতে চায় : আমীর খসরু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ