স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের তারকা ফরোয়ার্ড ভিনিসিউস জুনিয়র ফর্মে নেই। ততটা ফর্মে নেই অন্য ফরোয়ার্ডরাও। ক্লাবের এই দুঃসময়ে মিডফিল্ডার জুদ বেলিংহ্যামে চড়েই একের পর এক ম্যাচে জয় পাচ্ছে রিয়াল মাদ্রিদ। ইংলিশ ফুটবলারের গোলে মঙ্গলবার (২৪ অক্টোবর) চ্যাম্পিয়ন্স লিগে পর্তুগিজ ক্লাব ব্রাগাকে ২-১ গোলে হারিয়েছে লস ব্লাঙ্কোসরা।
ব্রাগার মাঠে প্রথমে লিড পেয়েছিল রিয়াল মাদ্রিদ। ১৬ মিনিটের সময় ভিনিসিউস জুনিয়রের পাস থেকে বল পেয়ে জালভেদ করেন রদ্রিগো। এরপর প্রথমার্ধে গোল হয়নি আর একটিও। ফলে এগিয়ে থেকেই বিরতিতে যায় মাদ্রিদের ক্লাবটি।
পাল্টা আক্রমণে এসে ৬১ মিনিটে গোল করেন বেলিংহ্যাম। ভিনিসিউস জুনিয়রের পাস থেকে বল পেয়ে জালের দেখা পান তিনি। এবারের চ্যাম্পিয়ন্স লিগে এটা তার তৃতীয় গোল (যৌথভাবে সর্বোচ্চ)। বেলিংহ্যামের সমান তিনটি করে গোল করেছেন হুলিয়ান আলভারেজ, গ্যাব্রিয়েল জেসুস, রাসমুস হলান্ড ও ব্রেইস মেন্দেজ।
চ্যাম্পিয়ন্স লিগে তিন ম্যাচে তিন গোল করার পাশাপাশি বেলিংহ্যাম লিগে করেছেন ৮ গোল। এই প্রতিযোগিতায়ও এখন পর্যন্ত সর্বোচ্চ গোলদাতা তিনি। ৭ গোল নিয়ে দ্বিতীয় স্থানে আছেন অ্যাতলেটিকো মাদ্রিদের গ্রিজম্যান।
ব্রাগা ম্যাচের একমাত্র গোলটি করে ৬৩ মিনিটের সময়। তা সত্ত্বেও জয় তুলে নেয় রিয়াল মাদ্রিদ। এ জয়ে ‘সি’ গ্রুপে ৯ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে তারা। ৬ পয়েন্ট নিয়ে নাপোলি দুইয়ে ও ৩ পয়েন্ট নিয়ে ব্রাগা আছে তিনে। সবার শেষে থাকা ইউনিয়ন বার্লিন এখনও কোনো পয়েন্ট অর্জন করতে পারেনি।
বাংলাদেশ সময়: ১১:০৪:৫৯ ১২২ বার পঠিত