শাখতারকে হারিয়ে বার্সেলোনার তিনে তিন

প্রথম পাতা » খেলাধুলা » শাখতারকে হারিয়ে বার্সেলোনার তিনে তিন
বৃহস্পতিবার, ২৬ অক্টোবর ২০২৩



শাখতারকে হারিয়ে বার্সেলোনার তিনে তিন

চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনার জয়রথ চলছে। অলিম্পিক লুইস কোম্পানিস স্টেডিয়ামে বুধবার (২৫ অক্টোবর) তারা ২-১ গোলে হারিয়েছে ইউক্রেনের ক্লাব শাখতার দোনেকসকে।

ইনজুরির কারণে শাখতারের বিপক্ষে মাঠে নামতে পারেননি দলের দুই গুরুত্বপূর্ণ ফুটবলার রবার্ট লেভানডোভস্কি এবং ডি ইয়ং। তবে বার্সা কোচ জাভি আস্থা রেখেছেন তরুণদের ওপর। আর সেই তরুণ ফুটবলাররা আস্থার প্রতিদান দিয়েছেন।

ম্যাচের শুরু থেকেই শাখতারের উপর চড়াও হয়ে খেলতে থাকে স্বাগতিকরা। তবে প্রথম গোল পেতে সময় লেগেছে ২৮ মিনিট পর্যন্ত। গুন্ডোগানের পাস পেয়ে শট করেন লোপেস। তবে তা পোস্টে লাগে, ফিরতি বল ভলিতে গোল করে দলকে লিড এনে দেন ফেরান তোরেস।

এগিয়ে যাওয়ার রেশ থাকতেই ব্যবধান দ্বিগুণ করে নেয় বার্সেলোনা। ৩৬তম মিনিটে তোরেসের পাস ধরে একটু এগিয়ে শট নেন লোপেস। বল পোস্টের ভেতরের কানায় লেগে জড়ায় জালে। কিছুক্ষণ পর প্রতিপক্ষের ভুলে আবারও গোল করতে বসেছিল বার্সা। তবে ফেলিক্স গোল করতে ব্যর্থ হন। দুই গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় বার্সেলোনা।

দ্বিতীয়ার্ধে শাখতারের রক্ষণে বারবার হানা দিতে থাকে বার্সেলোনা। তৈরি হতে থাকে গোলের সুযোগও। আলোনসোর দারুণ এক ফ্রি কিকও আটকে দেন শাখতার গোলরক্ষক দিমিত্রো রিজনিক। ৫৯তম মিনিটে তোরেস গোল করেন, তবে তা অফসাইডে বাতিল হয়ে যায়।

৬২তম মিনিটে পাল্টা আক্রমণে গোল করে শাখতার। একপেশে ম্যাচে তাতে উত্তেজনাও ফেরে। ইরাকলি আজারভির থ্রু পাস অফসাইডের ফাঁদ ভেঙে নিয়ন্ত্রণে নিয়ে ঠাণ্ডা মাথায় ডান পায়ের শটে লক্ষ্যভেদ করেন হিওরহি সুদাকভ। প্রতিপক্ষের চাপ সামলে দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে পাল্টা আক্রমণে ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছিল বার্সেলোনা। তবে শেষ পর্যন্ত আর ব্যবধান বাড়াতে পারেনি স্বাগতিকরা। ফলে ২-১ গোলে জয় নিয়েই মাঠে ছাড়ে বার্সা।

এই জয়ে টেবিলের শীর্ষস্থানটা পোক্ত করল বার্সেলোনা। ৩ ম্যাচে তাদের পয়েন্ট ৯। আর সমান ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে ‘এইচ’ গ্রুপে তিনে অবস্থান করছে শাখতার দোনেকস।

বাংলাদেশ সময়: ১১:২৯:১৮   ১১৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


প্রথম দিনে আইপিএলের নিলামে উঠবে ৮৪ ক্রিকেটার
১৮ মিনিটেই ডি মারিয়ার হ্যাটট্রিক, দৃষ্টিনন্দন বাইসাইকেল গোল
সাফজয়ী ঋতুপর্ণা-মণিকা ও রুপনা চাকমাকে রাঙ্গামাটিতে সংবর্ধনা
সাতক্ষীরায় সাফজয়ী তিন নারী ফুটবলারের গণসংবর্ধনা
অজি পেসারদের তোপে ১৫০ রানে অলআউট ভারত
ফেডারেশন কাপের একই গ্রুপে আবাহনী ও মোহামেডান
ভেনেজুয়েলার পর উরুগুয়ের বিপক্ষেও ড্র ব্রাজিলের
পেরুকে হারিয়ে জয়ে ফিরল আর্জেন্টিনা
২১০তম ম্যাচের পর ‘প্রথম’ জয় র‌্যাংকিংয়ের ২১০তম দলের
উরুগুয়ে ম্যাচের একদিন আগেই একাদশ প্রকাশ ব্রাজিলের

News 2 Narayanganj News Archive

আর্কাইভ