হঠাৎ ক্ষেপল রাশিয়া, একযোগে পারমাণবিক সব অস্ত্র উৎক্ষেপণ

প্রথম পাতা » আন্তর্জাতিক » হঠাৎ ক্ষেপল রাশিয়া, একযোগে পারমাণবিক সব অস্ত্র উৎক্ষেপণ
বৃহস্পতিবার, ২৬ অক্টোবর ২০২৩



হঠাৎ ক্ষেপল রাশিয়া, একযোগে পারমাণবিক সব অস্ত্র উৎক্ষেপণ

হঠাৎই যেন ক্ষেপে ওঠেছে রাশিয়া! একযোগে চালালো নিজেদের সব পরমাণু অস্ত্রের পরীক্ষা। তবে কেন? বিশেষজ্ঞরা বলছেন, ইউক্রেন যুদ্ধের জেরে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর সঙ্গে বিরাজমান উত্তেজনায় কঠোর বার্তা দিতেই রাশিয়ার এমন পদক্ষেপ।

ব্যাপক আকারে পারমাণবিক অস্ত্রের এ মহড়াকে নিজেদের পরমাণু বাহিনীর ‘বিশেষ পরীক্ষা’ হিসেবে উল্লেখ করেছে ক্রেমলিন।

স্থানীয় সময় বুধবার (২৫ অক্টোবর) স্মরণকালের সবচেয়ে বড় পরমাণু অস্ত্রের এ পরীক্ষা চালায় রাশিয়া। এক বিবৃতিতে ক্রেমলিনের পক্ষ থেকে বলা হয়, পরমাণু অস্ত্রবাহী আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং সাবমেরিন থেকে উৎক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হয়েছে। একযোগে উৎক্ষেপণ করা হয় পারমাণবিক সব ক্ষেপণাস্ত্র।

পরে এ মহড়ার একটি ভিডিও প্রকাশ করে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।

রাশিয়া এমন সময় ব্যাপক আকারে এ পরমাণু অস্ত্রের পরীক্ষা চালালো, যখন ইউক্রেন যুদ্ধের জেরে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর সঙ্গে তীব্র উত্তেজনা বিরাজ করছে। ১৯৯৬ সালে যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত পরমাণু অস্ত্র পরীক্ষা নিষিদ্ধকরণ চুক্তি- সিটিবিটি সম্প্রতি স্থগিতের ঘোষণা দেয় মস্কো। এরপরই একের পর এক পরমাণু অস্ত্রের পরীক্ষা চালিয়ে আসছে পুতিন বাহিনী।

এতদিন ছোট আকারে পরীক্ষা চালিয়ে আসলেও, বুধবার হঠাৎ করেই ব্যাপক আকারে নিজেদের কৌশলগত গুরুত্বপূর্ণ পরমাণু অস্ত্রবাহী ক্রুজ ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো রাশিয়া।

বিশেষজ্ঞরা মনে করছেন, ইউক্রেন যুদ্ধের জেরে পশ্চিমা দেশগুলোর সঙ্গে বিরাজমান উত্তেজনায় কঠোর বার্তা দিতেই রাশিয়ার পক্ষ থেকে এমন পদক্ষেপ। কেউ কেউ মনে করছেন, ইউক্রেনে পরমাণু হামলার প্রস্তুতির অংশ হিসেবে এ ধরনের মহড়া চালাতে পারে রাশিয়া।

তবে যুক্তরাষ্ট্র বলছে, রাশিয়ার কাছ থেকে ইউক্রেনে পরমাণু হামলা চালানোর মতো কোনো ইঙ্গিত পায়নি তারা।

বাংলাদেশ সময়: ১১:৩১:২৬   ১০২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


হিজবুল্লাহর রকেট হামলায় ফের কাঁপল হাইফা শহর, আহত ১০
করাচিতে ভয়াবহ বিস্ফোরণে ২ চীনা নাগরিক নিহত
বৈরুতে বোমা হামলা, গাজার মসজিদে হামলায় ২১ ফিলিস্তিনি নিহত
ভারতের কাছে কি ‘আয়রন ডোম’ প্রযুক্তি আছে?
গাজায় মসজিদে ইসরাইলের বিমান হামলা, নিহত ১৮
মিত্ররা ইসরাইলের সঙ্গে ‘যুদ্ধে পিছ পা হবে না’: ইরান
মালয়েশিয়ায় ২১৪ বাংলাদেশিসহ ৬০২ অভিবাসী আটক
নির্বাচন শান্তিপূর্ণ হওয়া নিয়ে সন্দিহান বাইডেন
দিল্লিতে নার্সিং হোমে ঢুকে ডাক্তারকে গুলি করে হত্যা
এবার পরমাণু অস্ত্র ব্যবহারের হুমকি কিমের

News 2 Narayanganj News Archive

আর্কাইভ