দীপিকার সঙ্গে পর্দায় রসায়ন, বাস্তবে না শাহরুখের! কেন?

প্রথম পাতা » ছবি গ্যালারী » দীপিকার সঙ্গে পর্দায় রসায়ন, বাস্তবে না শাহরুখের! কেন?
রবিবার, ২৯ অক্টোবর ২০২৩



দীপিকার সঙ্গে পর্দায় রসায়ন, বাস্তবে না শাহরুখের! কেন?

শাহরুখ খানের হাত ধরেই বলিউডে যাত্রা শুরু দীপিকা পাড়ুকোনের। ফারহা খান পরিচালিত ‘ওম শান্তি ওম’ সিনেমায় শাহরুখের বিপরীতে ছিলেন নবাগতা দীপিকা। ওই ছবিতে বলিউড বাদশার সঙ্গে জুটি বেঁধে বলিপাড়া কাঁপিয়ে দিয়েছিলেন দীপিকা। সেই থেকে শুরু এরপর ‘চেন্নাই এক্সপ্রেস’, ‘হ্যাপি নিউ ইয়ার’ থেকে শুরু করে হালের ‘পাঠান’, ‘জওয়ান’-এও দেখা জুটি হিসাবে দেখা গেছে শাহরুখ ও দীপিকাকে।

পর্দায় তাদের রসায়ন প্রায় প্রশ্নাতীত। বয়সের পার্থক্য থাকা সত্ত্বেও দীপিকা-শাহরুখের রসায়নে এতটুকুও প্রভাব পড়েনি। বরং, দিন দিন আরও জমাট হচ্ছে তাদের সমীকরণ। পর্দায় এত জমজমাট সমীকরণ সত্ত্বেও বাস্তবে কখনও সুযোগ পেলেও নাকি দীপিকার সঙ্গে প্রেম করবেন না শাহরুখ! কেন জানেন?

তার কাছে দীপিকা ভীষণ ‘স্পেশাল’, তা নিজের মুখেই একাধিকবার স্বীকার করেছেন বাদশা। শুধু স্পেশালই নন, দীপিকা শাহরুখের ‘লাকি চার্ম’ ও বটে। দীপিকা থাকলেই শাহরুখের ছবি বক্স অফিসে ভালো ব্যবসা করে, এমনটাই বিশ্বাস শাহরুখের।

তবু দীপিকার সঙ্গে কেন প্রেম করতে রাজি নন শাহরুখ? ‘কফি উইথ করণ’-এর এক পর্বে করণ জোহর শাহরুখকে প্রশ্ন করেছিলেন, দীপিকা না সোনম— সুযোগ পেলে কার সঙ্গে প্রেম করবেন তিনি? সময় নষ্ট না করেই শাহরুখ উত্তর দেন, ‘আমি ওদের দুজনের সঙ্গেই প্রেম করতে রাজি হতাম, যদি না ‘কফি উইথ করণ’-এ ওদের পর্বটা না দেখতাম। এখন তো আমি ভয় পাচ্ছি! প্রেমের পরে বিচ্ছেদ হলে ওরা যদিও ওইভাবে আমার নামে নিন্দা করে, তা হলে তো আমি মরেই যাব!’

প্রসঙ্গত, রণবীর কপূরের সঙ্গে বিচ্ছেদের পর করণ জোহরের টক শো ‘কফি উইথ করণ’-এর কফি আড্ডায় এসেছিলেন দীপিকা। সঙ্গে ছিলেন সোনম কপূর। বলিপাড়ায় কানাঘুষো, ‘সাওয়ারিয়া’ ছবিতে একসঙ্গে কাজ করার সময় সোনমের সঙ্গেও ঘনিষ্ঠতা তৈরি হয়েছিল রণবীরের। তবে সেই সম্পর্কও স্বল্পায়ু। কফি কাউচে বসে রণবীরের বিষয়ে জমিয়ে সমালোচনা করেছিলেন সোনম ও দীপিকা। এমনকি, ওই অনুষ্ঠানে দীপিকা এমন মন্তব্যও করে বসেন যে, রণবীরের নাকি কন্ডমের সংস্থার হয়ে বিজ্ঞাপন করা উচিৎ। হাসতে হাসতে দীপিকার কথায় সায় দিয়েছিলেন সোনমও।

বাংলাদেশ সময়: ১১:৫১:০৮   ১৩১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
আজকের রাশিফল
না.গঞ্জকে আধুনিক শহর হিসেবে গড়ে তুলতে ইসলামী চিন্তাবিদদের অংশগ্রহণ দরকার: ডিসি
মানসিক স্বাস্থ্যের উন্নয়নে সার্ভিস, ট্রেনিং এবং রিসার্চকে গুরুত্ব দিতে হবে : প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা
বিবাহের মাধ্যমে মানুষ পাপাচার থেকে বেঁচে থাকতে পারে - ধর্ম উপদেষ্টা
‘সকলে নারীকে মানুষ হিসেবে চিনবে, জানবে ও সম্মান করবে’ : সংস্কার কমিশনে প্রত্যাশা
ঢাকায় ইইউভুক্ত দেশের জন্য ভিসা সেন্টার খোলার অনুরোধ স্বরাষ্ট্র উপদেষ্টার
প্রধান উপদেষ্টার কাতার সফরে অর্থনৈতিক ও জ্বালানি সহযোগিতার ওপর জোর দেওয়া হবে: প্রেস সচিব
সংবাদপত্রের গুণগত মানোন্নয়নে টাস্কফোর্স গঠন করবে সরকার : তথ্য ও সম্প্রচার উপদেষ্টা
দোহার উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ