সরিষাবাড়ীতে বিএনপির হরতালের বিরুদ্ধে আঃ লীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

প্রথম পাতা » ছবি গ্যালারী » সরিষাবাড়ীতে বিএনপির হরতালের বিরুদ্ধে আঃ লীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
রবিবার, ২৯ অক্টোবর ২০২৩



সরিষাবাড়ীতে বিএনপির হরতালের বিরুদ্ধে আঃ লীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

জামালপুর প্রতিনিধি : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই রাজনীতির মাঠ উত্তপ্ত হয়ে উঠছে। গতকাল শনিবার (২৮ অক্টোবর) দিনব্যাপী ক্ষমতাসীন দল আওয়ামীলীগ সরকারের পদ ত্যাগের দাবিতে বিরোধী দল বিএনপি রাজধানীতে মহাসমাবেশ করে।
এ মহাসমাবেশকে কেন্দ্র করেই রাজধানীতে ঘটে যানবাহনে অগ্নিসংযোগ, পুলিশ, সাংবাদিকের উপর হামলা, গুলি, ইট পাটকেল নিক্ষেপ, ধাওয়া- পাল্টাধাওয়া। এতে একজন পুলিশ নিহত হওয়া সহ শতাধিক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও সাংবাদিকরা আহত হন। এরই ধারাবাহিকতায় বিরোধী দল বিএনপি সারাদেশের সকাল ৬টা হতে সন্ধ্যা ৬টা পর্যন্ত হরতালের ডাক দেয়।

যার প্রেক্ষিতে আজ রোববার (২৯ অক্টোবর) সকালে জামালপুরে সরিষাবাড়ীতে বিএনপি জামায়তের অগ্নি সন্ত্রাস, নৈরাজ্যে ও অপরাজনীতির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও শান্তি সমাবেশ করেছে বাংলাদেশ আওয়ামীলীগ সরিষাবাড়ী উপজেলা শাখার বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

জানা যায়, স্থানীয় সংসদ মুরাদ হাসান এর নির্দেশনায় পৌর কাউন্সিলর সাখাওয়াত আলম মুকুলের নেতৃত্বে শতাধিক মোটরসাইকেল নিয়ে পৌর শহরের প্রধান সড়কসহ উপজেলার গুরুত্বপূর্ণ স্থানগুলোতে শোডাউন করে।

এছাড়াও বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির মৎস্য ও প্রাণি বিষয়ক সম্পাদক প্রকৌশলী মাহবুবুর রহমান হেলালের নির্দেশনায় পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি মঞ্জুরুল ইসলাম বিদ্যুৎ নেতৃত্বে একটি মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়।

অপরদিকে তেজগাঁও থানা আওয়ামী লীগের সভাপতি সাবেক অধ্যক্ষ আব্দুর রশিদের নির্দেশনায় আরামনগর বাজার দিকে প্লাজায় উপজেলা আওয়ামী লীগ,পৌর আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এ হরতালের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ও শান্তি সমাবেশ করে।

এদিকে বিএনপি’র ডাকা এ হরতালে দূরপাল্লার কোন বাস সরিষাবাড়ী বাসস্ট্যান্ড হতে ছেড়ে যায়নি। এছাড়া সিএনজি, অটোরিকশা, মটরসাইকেল সহ অন্যান্য যানবাহন স্বাভাবিকভাবেই চলাচল করেছে।

এবিষয়ে সরিষাবাড়ী থানার ওসি মুহাম্মদ মহব্বত কবীর বলেন বিএনপি ডাকা হরতালে উপজেলার কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সবকিছুই পূর্বের মতো স্বাভাবিক ছিল। পুলিশ সর্বাত্মক সচেষ্ট রয়েছে।

বাংলাদেশ সময়: ১৫:৫২:৪৫   ১৯৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসে সশস্ত্র বাহিনী দিবস উদযাপিত
পররাষ্ট্র সচিবের সঙ্গে আলজেরিয়ার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
রোজায় বাজার সহনশীল রাখার চেষ্টা করা হবে: বাণিজ্য উপদেষ্টা
দেশের যুবকদের কর্মসংস্থানে কাজ করতে চায় বিশ্বব্যাংক
সীমান্তে দেড় কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ
সাফজয়ী ঋতুপর্ণা-মণিকা ও রুপনা চাকমাকে রাঙ্গামাটিতে সংবর্ধনা
রাজু ভাস্কর্যে ঢামেক শিক্ষার্থীদের উপস্থিতি প্রেরণা জোগায়: আসিফ মাহমুদ
বাংলাদেশে নতুন রাজনৈতিক বন্দোবস্ত লাগবে: জোনায়েদ সাকি
আওয়ামী লীগ নেতাকর্মীদের বডি ল্যাঙ্গুয়েজ কেমন, জানালেন ফখরুল
৩ মাসে জ্বালানি খাতে ৩৭০ কোটি টাকা সাশ্রয়: জ্বালানি উপদেষ্টা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ