বিশ্বকাপ জায়গা করে নিতে পারেনি জিম্বাবুয়ে। ওয়ানডে বিশ্বকাপের ব্যস্ত এই সময়েই অনেকটা নীরবেই নামিবিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলেছে জিম্বাবুয়ে। টেস্ট খেলুড়ে জিম্বাবুয়ের বিপক্ষে নিজেদের মাটিতে চমক দেখিয়েছে আইসিসির সহযোগী সদস্য নামিবিয়া। ঘরের মাটিতে সিরিজ জিতে নিয়েছে তারা।
উইন্ডহুকে সোমবার (৩০ অক্টোবর) সিরিজের পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে জিম্বাবুয়েকে ৮ রানে হারিয়েছে স্বাগতিক নামিবিয়া। সিরিজ নির্ধারণী এই জয়ে ৩-২ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে তারা।
ঘরের মাঠে টস হেরে ব্যাটিংয়ে নেমে ভালো করতে পারেনি নামিবিয়া। সিকান্দার রাজা ও তেন্ডাই চাতারার বোলিং তোপে ১৮.৪ ওভারে ১০১ রানেই অলআউট হয়ে যায় তারা। দলের পক্ষে জেজে স্মিট ২৮ বল খেলে সর্বোচ্চ ২৯ রান করেন।
স্মিট ছাড়া আর মাত্র তিনজন ব্যাটার দুই অঙ্কের রানের দেখা পেয়েছেন। ওপেনার নিকলাস ডাভিন ও জ্যান ফ্রাইলিঙ্ক ১৯ রান করে করেন। ১৩ বলে ১৭ রান করেন জেন গ্রিন।
সিকান্দার রাজা ৪ ওভার বল করে ২৪ রান দিয়ে ৪ উইকেট শিকার করেন। চাতারা ৩.৪ ওভার বল করে মাত্র ৭ রান দিয়ে ৩ উইকেট শিকার করেন। দারুণ বল করেছেন রিচার্ড এনগারাভাও। ৩ ওভারে মাত্র ৬ রান দিয়ে ২ উইকেট তুলে নিয়েছেন তিনি। বাকি উইকেটটি রায়ান বার্লের।
জবাবে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে জিম্বাবুয়ে। সেই সঙ্গে বাড়তে থাকে বল ও রানের ব্যবধান। ১৯তম ওভারের পঞ্চম বলে যখন লুক জঙ্গুয়ে আউট হয়ে যান তখনও জিম্বাবুয়ের হাতের নাগালেই ছিল ম্যাচ। ৭ বলে জয়ের জন্য দরকার ছিল ৯ রান। হাতে ছিল দুই উইকেট। কিন্তু তিন বলের মধ্যেই ২ উইকেট হারিয়ে ৯৩ রানেই থামে জিম্বাবুয়ে।
জিম্বাবুয়ের পক্ষে জঙ্গুয়ে ১৬ বলে সর্বোচ্চ ২৪ রান করেন। নিক ওয়েলচ করেন ৩০ বলে ২৩ রান। বাকিদের মধ্যে রায়ান বার্ল ১৯ ও ক্লিভ মাদান্দে ১৬ রান করেন।
নামিবিয়ার পক্ষে বেরনার্ড শ্চুলজ ৪ ওভারে ১১ রান দিয়ে ৩ উইকেট শিকার করেন। স্মিটও ৪ ওভারে ১৪ রানে ৩ উইকেট শিকার করেন। এছাড়া গেরহার্ড ইরাসমাস, তাঞ্জেনি লুঙ্গামেনি ও জ্যান ফ্রেইলিঙ্ক একটি করে উইকেট শিকার করেন।
এই জয়ে ৩-২ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে নামিবিয়া। ২৯ রান ও ৩ উইকেট শিকার করে ম্যাচসেরা হয়েছেন। ১৭৭ রান ও ৪ উইকেট নিয়ে সিরিজ সেরা হয়েছেন জিম্বাবুয়ের সিকান্দার রাজা।
বাংলাদেশ সময়: ১২:১৯:১৭ ৯৩ বার পঠিত