আমার চোখ ভিজিয়েছে মুম্বাই: ফারুকী

প্রথম পাতা » ছবি গ্যালারী » আমার চোখ ভিজিয়েছে মুম্বাই: ফারুকী
মঙ্গলবার, ৩১ অক্টোবর ২০২৩



আমার চোখ ভিজিয়েছে মুম্বাই: ফারুকী

নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’ সিনেমার প্রথম প্রদর্শনী হয় ৯ অক্টোবর। ২৮তম বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দেখানো হয়। তখন কোরিয়াতে ছিলেন ফারুকী দম্পতি। এবার দ্বিতীয় প্রদর্শনী হলো মুম্বাইয়ে। মুম্বাইয়ের শো নিয়ে ফারুকী পোস্ট দিয়েছেন তার সামাজিক যোগাযোগ মাধ্যমে।

ফারুকী তার পোস্টে লিখেছেন, ‘ভালোবাসা কি বাঁধাইয়া রাখা যায়? তাহলে মুম্বাইতে এই দুই দিন আমরা যা পেয়েছি তা বাঁধাইয়া নিয়ে আসতাম। আজকে ছিল আমাদের সেকেন্ড শো! আজকেও ফুল হাউস! ফুল হাউসের চেয়েও গুরুত্বপূর্ণ ছিলো ফুল হার্ট ভালোবাসা।’

আবেগী হয়ে ফারুকী বললেন, ‘কত বার যে আমার চোখ ভিজিয়ে দিয়েছে মুম্বাই!!! লাভ ইউ, মুম্বাই।

মজার ঘটনা নিয়ে জানা যায়, ‘আরেকটা মজার কথা হলো, একটা ইন্টারেস্টিং এক্সপেরিমেন্ট হয়ে গেলো। মুম্বাই ফেস্টিভালের ডায়নামিক ডিরেক্টর দীপ্তির কল্যানে পাঁচ দিন আগে যে দৃশ্য আমি শ্যুট করেছি, সেটা সহ-ই মুম্বাইয়ের প্রথম শো-টা হয়েছে। এবং আমার এবং দর্শকদের মন ভরে গেছে। আমি ভাবছি আজকেও একই ভার্সন দেখাবে!

সিনেমার আগের ভার্সন নিয়ে তিনি বলেন, ‘ওরা ভুল করে আগের ভার্সন দেখিয়ে দিয়েছে। আমি সেটা জানতাম না। কিন্তু দর্শকের প্রতিক্রিয়া একই রকম। একই ভালোবাসা! একই আবেগ! আমরা দুর্বল মানুষ! এই ভালবাসার জোরেই শক্তিশালী হয়ে উঠতে চাই, অসাধ্য সাধন করতে চাই।’

শেষে নির্মাতা জাানান, ‘প্রিয় বাংলাদেশ, এবার তোমার কাছে ছবিটা নেয়ার অপেক্ষায়। তবে দারুন একটা সেশন ছিলো সাউথ এশিয়ান আইকন সেকশনের জন্য। বিক্রমাদিত্য মোটওয়ানে, আমি, প্রসান্না ভিতানাগে, নবীন সুব্বা, গুরবিন্দার সিং ছিলাম। আত্মিক কথোপকথন হয়েছে আমাদের! আশা করি ওরা পুরোটা আপলোড করবে একটা সময়।’

উল্লেখ্য, চরকিতে ১২ জন নির্মাতা ১২টি চলচ্চিত্র নিয়ে আসছেন। আর এই পুরো প্রজেক্টটির নাম দেয়া হয়েছে ‘মিনিস্ট্রি অব লাভ’। এটির তত্ত্বাবধানে রয়েছেন মোস্তফা সরয়ার ফারুকী। এই প্রজেক্টের ২টি সিনেমা নির্মাণ করছেন তিনি নিজেই। এগুলো হলো: ‘মনোগামী’ ও ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’।

বাংলাদেশ সময়: ১২:৩৯:৩৬   ১৪০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


বিএনপির নামে কেউ চাঁদা নিতে আসলে বেঁধে রাখবেন: সাখাওয়াত
কপ২৯ সম্মেলনে অনুদানভিত্তিক অর্থ বরাদ্দের আহ্বান পরিবেশ উপদেষ্টার
‘মুক্ত খালেদা জিয়া’ ছাত্র-জনতার আন্দোলনের অর্জন : নাহিদ ইসলাম
বাংলাদেশ-ভারত আলোচনায় হাসিনার প্রত্যর্পণের বিষয়টি উত্থাপন করা হতে পারে: পররাষ্ট্র মন্ত্রণালয়
সশস্ত্র বাহিনী বিশ্বাস ও আস্থার প্রতীক হয়ে দাঁড়িয়েছে : অধ্যাপক ইউনূস
সেনাকুঞ্জের সংবর্ধনা অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার সাথে প্রধান উপদেষ্টার কুশল বিনিময়
রাষ্ট্রপতির সাথে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ
অংশীজনদের নিয়ে আগামী বছর জাতিসংঘের কনফারেন্স
রাজধানীতে তিন দিনব্যাপি মুদ্রা প্রদর্শনী শুরু
এক যুগ পর সেনাকুঞ্জে খালেদা জিয়া

News 2 Narayanganj News Archive

আর্কাইভ