ছোট দুই দলের বড় লড়াই আজ

প্রথম পাতা » খেলাধুলা » ছোট দুই দলের বড় লড়াই আজ
শুক্রবার, ৩ নভেম্বর ২০২৩



ছোট দুই দলের বড় লড়াই আজ

বিশ্বকাপে নিজেদের সপ্তম ম্যাচে শুক্রবার (৩ নভেম্বর) নেদারল্যান্ডসের মুখোমুখি হবে আফগানিস্তান। তিন বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে উড়ন্ত ফর্মে রয়েছে রশিদ-মুজিবরা। আর এবারের আসরে তৃতীয় জয়ের লক্ষ্য অরেঞ্জ আর্মিদের। লখনৌয়ের ইকানা স্টেডিয়ামে ম্যাচ শুরু বাংলাদেশ সময় দুপুর আড়াইটায়।

বিশ্বকাপ যাত্রাটা একরকম অপ্রত্যাশিতভাবেই শুরু হয় আফগানিস্তানের। বাংলাদেশের বিপক্ষে ৬ উইকেটে হারের পর বড়সড় একটা ধাক্কা খায় রশিদ-মুজিবরা। টাইগারদের বিপক্ষে হারের পর খেই হারিয়ে স্বাগতিক ভারতের কাছেও পরাস্ত হতে হয় আফগানদের। যেই আফগান স্পিন বিষে নিল হয় প্রতিপক্ষ, সেখানে কিছুই করতে পারছিল না তারা। তবে, বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে জয় দিয়ে বিশ্বকাপে হারের গেরো খুলে আফগানিস্তান।

যদিও নিউজিল্যান্ডের বিপক্ষে হারের ক্ষত থাকলেও, পরের ম্যাচেই আবারো ঘুরে দাঁড়ায় দলটা। জায়ান্ট পাকিস্তানের বিপক্ষে জয় যেন টনিক হয় আফগানদের জন্য। পরের ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে জয়ে বেশ উজ্জীবিত দলটা। আর এবারের মিশনটা নেদারল্যান্ডসের বিপক্ষে। অরেঞ্জ আর্মিদের বিপক্ষে মাঠে নামার আগে আফগানদের ওয়ানডেতে সাম্প্রতিক পারফরম্যান্স খানিক চিন্তার কারণ হতে পারে। নিজেদের খেলা শেষ পাঁচ ম্যাচের তিনটিতে জয় আছে তাদের। তবে, পয়েন্ট টেবিলে এগিয়ে থাকায় কিছুটা স্বস্তিতে থাকবে দলটা।

এদিকে, নেদারল্যান্ডসেরও বিশ্বকাপের যাত্রাটা খুব একটা সুখের হয়নি। প্রথম দুই ম্যাচ হেরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয় পেলেও আবারো ছন্দপতন হয় অরেঞ্জ আর্মিদের। এখন পর্যন্ত মাত্র দুই ম্যাচে জয় আছে তাদের। সম্প্রতি ওয়ানডেতেও সুবিধাজনক অবস্থানে নেই নেদারল্যান্ডস। আর আফগানিস্তানের বিপক্ষে হেড টু হেডেও অনেক পিছিয়ে তারা।

ডাচদের বিপক্ষে পরিসংখ্যানে এগিয়ে আফগানিস্তান। এখন পর্যন্ত ওয়ানডে ফরম্যাটে ৯ বার দেখা হয়েছে দুই দলের। এতে ৭ জয় আফগানদের। ২টি জিতেছে ডাচরা। নিরপেক্ষ ভেন্যুতে ৫টি ওয়ানডে খেলেছে দুই দল। এতে ৪ জয় আফগানিস্তানের। একটি জিতেছে নেদারল্যান্ডস।

তবে, ছেড়ে কথা বলবে না নেদারল্যান্ডসও। নিজেদের শেষ ম্যাচে বাংলাদেশকে হারিয়ে আত্মবিশ্বাস পুঁজি করেছে দলটা। যেই ফর্ম কাজে লাগানোর প্রত্যয় তাদের। যদিও, পয়েন্ট টেবিলে এগিয়ে আফগানিস্তান। এ ম্যাচ জিতে টেবিলের অবস্থান পরিবর্তনের লক্ষ্য তাদের।

বাংলাদেশ সময়: ১১:৪৪:১৩   ১১৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


প্রথম দিনে আইপিএলের নিলামে উঠবে ৮৪ ক্রিকেটার
১৮ মিনিটেই ডি মারিয়ার হ্যাটট্রিক, দৃষ্টিনন্দন বাইসাইকেল গোল
সাফজয়ী ঋতুপর্ণা-মণিকা ও রুপনা চাকমাকে রাঙ্গামাটিতে সংবর্ধনা
সাতক্ষীরায় সাফজয়ী তিন নারী ফুটবলারের গণসংবর্ধনা
অজি পেসারদের তোপে ১৫০ রানে অলআউট ভারত
ফেডারেশন কাপের একই গ্রুপে আবাহনী ও মোহামেডান
ভেনেজুয়েলার পর উরুগুয়ের বিপক্ষেও ড্র ব্রাজিলের
পেরুকে হারিয়ে জয়ে ফিরল আর্জেন্টিনা
২১০তম ম্যাচের পর ‘প্রথম’ জয় র‌্যাংকিংয়ের ২১০তম দলের
উরুগুয়ে ম্যাচের একদিন আগেই একাদশ প্রকাশ ব্রাজিলের

News 2 Narayanganj News Archive

আর্কাইভ