বিএনপির অবরোধের প্রতিবাদে রূপগঞ্জে সন্ত্রাস বিরোধী মিছিল করেছে রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি, বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক, এমপি। সোমবার (৬ নভেম্বর) সকালে রূপসী ঢাকা-সিলেট মহাসড়কে তিনি এ মিছিল করেন। এসময় রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক বলেন, বিএনপি জনগণের সমর্থন আদায় করতে পারেনি। বিএনপির নৈরাজ্য ঠেকাতে আমরা রাস্তায় সতর্ক অবস্থানে আছি। জনগণ বিএনপির অবরোধ মানছে না। সারা রূপগঞ্জে আমরা অবরোধ বিরোধী মিছিল করছি। জনগণের জান মালের আমরা ক্ষতি হতে দেবো না। আমাদের নেতাকর্মীরা যার যার এলাকায় সতর্ক অবস্থানে আছে। মাঠ আমাদের দখলে। কেউ হতাশ হবেন না।
তিনি আরও বলেন, নির্বাচন ঠেকাতে বিএনপি এখন চোরাগুপ্তা হামলা করছে। এই হামলার বিচার হবে। শেখ হাসিনার অধীনেই আগামী নির্বাচন হবে। সেই নির্বাচনে আমরা আবার ক্ষমতায় যাবো।
বাংলাদেশ সময়: ২৩:৫১:৩৪ ১৫৮ বার পঠিত