নারায়নগঞ্জের ফতুল্লা থেকে ২টি বিদেশী পিস্তল ও ১০ রাউন্ড গুলিসহ দুইজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার ৫ নভেম্বর পৃথক অভিযানে ফতুল্লার নূরবাগ থেকে খালিদ হাসান রবিন ও ভূঁইঘর থেকে ডালিমকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে ইতঃপূর্বে অস্ত্র ও মাদক আইনে ১৪ টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। সোমবার (৬ নভেম্বর) দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে এসব তথ্য জানান নারায়ণগঞ্জের পুলিশ সুপার গোলাম মোস্তাফা রাসেল।
গ্রেফতার আসামি খালিদ হাসান রবিন (৩৪) ফতুল্লার কুতুবআইল এলাকার মৃত মোবারক হোসেনের ছেলে ও ডালিম (২৮) সিদ্ধিরগঞ্জের জালকুড়ি তালতলা এলাকার মৃত আব্দুল করিমের ছেলে।
পুলিশ জানায়, আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচন এবং নিয়মিত আগ্নেয়াস্ত্র উদ্ধারের অংশ হিসাবে বিশেষ অভিযানে ফতুল্লা মডেল থানার নূরবাগ (কুতুবপুর) এলাকা হতে খালিদ হাসান রবিনকে ৪ রাউন্ড গুলিসহ একটি বিদেশী পিস্তল উদ্ধার করা হয়। পরবর্তীতে তার দেয়া তথ্যের ভিত্তিতে একইদিন ফতুল্লার ভূঁইঘর এলাকার সোনালী সংসদ খেলার মাঠের সামনে থেকে ডালিমকে একটি বিদেশী পিস্তলসহ ৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, খালিদ হাসান রবিনের বিরুদ্ধে দুইটি অস্ত্র ও ছয়টি মাদক মামলাসহ ৮টি এবং মো. ডালিমের বিরুদ্ধে অপহরন ও মাদক মামলাসহ ৬ টি মামলা রয়েছে।
অস্ত্র উদ্ধারের বিষয়ে তাদের বিরুদ্ধে ফতুল্লা থানায় মামলা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।
বাংলাদেশ সময়: ০:০৩:৩৬ ১৭৪ বার পঠিত