স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেন, ‘সরকার পতন, তত্ত্বাবধায়ক সরকার এসব বিএনপির বক্তব্য। এটি জাতীর কোনো বক্তব্য নয়। এগুলো জনগণেরও বক্তব্য নয়। সংবিধান অনুযায়ী দেশ পরিচালনা হচ্ছে। সংবিধানের ধারাবাহিকতা অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে নতুন সরকার যথাসময়ে গঠিত হবে।’
নতুন সরকার যথাসময়ে গঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম।
বুধবার দুপুরে লক্ষ্মীপুরের রামগতি উপজেলা পরিষদের নবনির্মিত ভবন উদ্বোধনকালে সাংবাদিকদের দেয়া সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘সরকার পতন, তত্ত্বাবধায়ক সরকার এসব বিএনপির বক্তব্য। এটি জাতীর কোনো বক্তব্য নয়। এগুলো জনগণেরও বক্তব্য নয়। সংবিধান অনুযায়ী দেশ পরিচালনা হচ্ছে। সংবিধানের ধারাবাহিকতা অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে নতুন সরকার যথাসময়ে গঠিত হবে।’
৬ কোটি টাকা ব্যয়ে উপজেলা পরিষদের নতুন ভবন নির্মাণ করা হয়। স্থানীয় সরকারমন্ত্রী পরে নবনির্মিত উপজেলা পরিষদের হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে উন্নয়ন সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।
বাংলাদেশ সময়: ১৬:১৯:০০ ৯২ বার পঠিত