নারায়ণগঞ্জের ফতুল্লায় কোস্ট গার্ড পাগলা শাখার সদস্যরা সিদ্ধিরগঞ্জে অভিয়ান চালিয়ে ৬ কোট টাকা মূল্যমানের শাড়ি-কাপড়, কসমেটিক্স উদ্ধার করেছে।
শনিবার (১১ নভেম্বর) দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার রুহান মনজুর এ তথ্য জানান।
গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার গভীর রাতে বাংলাদেশ কোস্ট গার্ড ঢাকা জোন অধিনন্থ বিসিজি স্টেশন পাগলা কর্তৃক স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট রুহান মনজুরের নেতৃত্বে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন কাঁচপুর ব্রিজ সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে সিলেট থেকে ঢাকাগামী সন্দেহজনক পাথরবোঝাই একটি ট্রাককে কোস্ট গার্ড সদস্য কর্তৃক থামার সংকেত দেওয়া হয়। কিন্তু ট্রাকটি না থেমে সংকেত অমান্য করে দ্রুত পালাতে থাকে।
এ সময় কোস্ট গার্ড সদস্যরা ট্রাকটি ধাওয়া করে আটক করে । পরে ট্রাকটি তল্লাশি করে শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে অবৈধভাবে আসা বিপুল পরিমাণ শাড়ি-কাপড়, লোশন, সানরাইজ ক্রিম জব্দ করে তবে কাউকে আটক করতে পারেনি। জব্দকৃত শাড়ি-কাপড় ও কসমেটিক্সের পরিমাণ শাড়ির ২৮৭৭ পিস, বডি লোশন ১০০৮ পিস, সানরাইজ ক্রিম ৪৫০০ পিস, সর্বমোট ৮৩৮০ পিহ যার সর্বমোট মূল্য আনুমানিক ৬ কোটি টাকা।
তিনি আরও বলেন, পরে জব্দকৃত শাড়ি-কাপড় ও কসমেটিক্স সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ সময়: ২৩:৩৩:৪১ ১৪৩ বার পঠিত