রাফসান-জেফারের সঙ্গে হেলদি সম্পর্ক নিয়ে কথা বললেন চঞ্চল চৌধুরী

প্রথম পাতা » ছবি গ্যালারী » রাফসান-জেফারের সঙ্গে হেলদি সম্পর্ক নিয়ে কথা বললেন চঞ্চল চৌধুরী
সোমবার, ১৩ নভেম্বর ২০২৩



রাফসান-জেফারের সঙ্গে হেলদি সম্পর্ক নিয়ে কথা বললেন চঞ্চল চৌধুরী

টেলিভিশন তারকা রাফসান সাবাবের আলোচনা এখন টক অব দ্য টাউন। সম্প্রতি তার একটি ফেসবুক পোস্ট ঘিরে চলছে অনেক রকম চর্চা।

রাফসান একটি বেসরকারি টিভিতে উপস্থাপনা করে জনপ্রিয় হয়েছেন। তারকাদের নিয়ে নানা টপিকে রাফসান বেশ মজা করেই সঞ্চালনা করেন। প্রায় দেখা যায় সময় এবং ট্রেন্ড ধরে তারকাদের মঞ্চে আমন্ত্রণ জানানো হয়। আলোচনা হয় নানা আঙ্গিক নিয়ে।

কিছুদিন আগে রাফসানের একটি শোয়ে দেখা যায় অভিনেতা চঞ্চল চৌধুরী ও গায়িকা ও অভিনেত্রী জেফারকে। সেখানে রাফসান জেফারকে প্রশ্ন করেন, জেফার তুমি কয়টা প্রেম করেছ। এই প্রশ্নে জেফার বলেন, দুইটা।

তবে প্রেম বিষয়ে রাফসান বলেন, প্রেমতো একদিনে চার, পাঁচটা হতে পারে। কিন্তু ভালোবাসা কিংবা বিয়ে হতে অনেকগুলো ফ্যাক্টর থাকতে হয়।

চঞ্চল চৌধুরী সেই অনুষ্ঠানে তাদের আলোচনার বিষয়টি পরিষ্কার করে বলেন, ‘চোখে চোখে কিংবা মনে মনে অনেক সম্পর্ক থাকতে পারে। তবে সম্পর্কে দায়িত্ববোধ থাকতে হবে। তাই সম্পর্কের জায়গায় একজনের সঙ্গে থাকাটাই ভালো। তাহলে সেটি হেলদি হয়।’

তিনি আরও বলেন, একটা মানুষ একসঙ্গে কীভাবে ৭-৮ জনকে ঝুলিয়ে রাখতে পারে? এটা কিন্তু ঠিক নয়। সম্পর্কে কেয়ারিং থাকতে হয়। এতোজনের সঙ্গেতো কোনভাবেই সম্ভব নয়। এনার্জি লেভেলও ফুরিয়ে আসার কথা। তবে কাউকে মন থেকে ভালোবাসলে তার জন্য সর্বোচ্চ ছাড় দিতে হবে।’

চঞ্চল চৌধুরীর এসব কথা শুনে মঞ্চের বাইরে আমন্ত্রিত অতিথিদের রাফসান বলেন, এই যে তোমরা যারা শুনছ সবাই ভালো হয়ে যাও কিন্তু। মোটেও এসব করবে না। জেফার তুমিও ভালো হয়ে যাও। একথা শুনে জেফার মুচকী হাসেন।

ব্যক্তিগত জীবনে রাফসান সাবাব বেশ আয়োজন করেই চিকিৎসক সানিয়া এশাকে বিয়ে করেছিলেন। তবে তিন বছরের মাথায়ই ভাঙন ধরল এ দম্পতির সংসারে। বৃহস্পতিবার (৯ নভেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের এক পোস্টের মাধ্যমে নিজের বিবাহবিচ্ছেদের খবর জানান রাফসান।

পোস্টে রাফসান লেখেন, ‘ভারাক্রান্ত হৃদয়ে আমাকে বলতে হচ্ছে যে, এশার সঙ্গে আমার সম্পর্কের ইতি ঘটেছে। বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নেয়াটা খুব সহজ ছিল না, কিন্তু অনেক চিন্তাভাবনার পরে দুজনের আলাদা হয়ে যাওয়াটাই আমার কাছে সেরা উপায় বলে মনে হয়েছে। আমাদের একসঙ্গে তিন বছরের পথচলা এবং আমি চাই শেষটা সম্মানজনকভাবেই হোক।’

এদিকে রোববার (১২ নভেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে ডিভোর্সের বিষয়ে কথা বলেন রাফসানের স্ত্রী এশা।

তিনি লেখেন, ‘আমি এই ডিভোর্স চাইনি। এটা আমাদের দুজনের সিদ্ধান্তে হয়নি। আমি শেষ পর্যন্ত অনেক চেষ্টা করেছি বিয়েটা টিকিয়ে রাখার জন্য। বিয়ে এবং স্বামী ছিল আমার প্রথম অগ্রাধিকার। আমি তার প্রতি সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ ছিলাম। কিছু বড় সমস্যা ছিল, যেগুলোর জন্য আমি নিজেই হয়তো সব শেষ করে দিতে পারতাম।’

এশা বলেন, ‘একটা মেয়ে কখনোই চায় না তার সংসার ভেঙে যাক। অনেক বিষয় আছে যেগুলো আমি এখন প্রকাশ করতে চাই না। এভাবে আমি নিজেই হয়তো সংসার আর চালিয়ে যেতে পারতাম না। কিন্তু আমার এতটুকু বিশ্বাস ছিল, অন্তত সঠিক আইনানুগ উপায়ে কিংবা যেটা সত্যি সেটা সবার সামনে একসেপ্ট করে সত্যিটা মেনে নিয়ে সবার সামনে ঘোষণা দেয়া হবে।’

উল্লেখ্য, দেশের জনপ্রিয় উপস্থাপকদের একজন রাফসান সাবাব। কলেজে পড়াকালে উপস্থাপনার সঙ্গে জড়িত রাফসান সাবাব। আইবিএর শেষ বর্ষে থাকা অবস্থায় টেন মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা আয়মান সাদিকের সঙ্গে তার কাজের সুযোগ হয়। আয়মান সাদিকের সহযোগিতায় ২০১৭ সালে যাত্রা শুরু করেন ‘টেন মিনিটস স্কুল শো’র। কনটেন্ট ক্রিয়েটর হিসেবে পরিচিতি পেতে শুরু করেন। এর পরে রাফসান লঞ্চ করেন ‘হ্যাশ ট্যাগ’ নামের আরেকটি শো। সেটিও দর্শকপ্রিয় হয়। সবশেষে তিনি লঞ্চ করেন ইউটিউব শো ‘হোয়াট অ্যা শো’। এরপর আর তাকে পেছনে ফিরে তাকাতে হয়নি। শোটি এখন দেশের সর্বাধিক জনপ্রিয় ইউটিউব শো।

বাংলাদেশ সময়: ১১:৪৫:৫১   ১৪৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জম্মু-কাশ্মীরে বিজেপিকে হারিয়ে এনসি-কংগ্রেস জোটের বড় জয়
ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, এটাই বিএনপির রাজনীতি: মামুন মাহমুদ
ফতুল্লায় জলাবদ্ধতা: ইউএনওকে রিয়াদ চৌধুরীর স্মারকলিপি
বন্দরে ডাকাতির প্রস্তুতিকালে ধারালো অস্ত্রসহ ৫ জন গ্রেপ্তার
কালিরবাজার পরিদর্শনে ডিসি-সাখাওয়াত-টিপু
শামীম ওসমানদের দেশ ছাড়তে সহযোগিতা করল কারা, প্রশ্ন রফিউর রাব্বির
নাশকতা মামলায় শাবি ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার
ভূমিসেবা নিশ্চিতে মাঠকর্মীদের কাজে লাগাতে হবে : ভূমি উপদেষ্টা
দুর্গাপূজা হলো সাম্যের প্রতীক ও মৈত্রীর প্রতীক- উপদেষ্টা সুপ্রদীপ চাকমা
ধৈর্য ধরেন, পরিবর্তন হয় কি না দেখেন : এম সাখাওয়াত হোসেন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ