মনোনয়নপত্র বিক্রি করে এক ঘণ্টায় আ.লীগের যত আয়

প্রথম পাতা » ছবি গ্যালারী » মনোনয়নপত্র বিক্রি করে এক ঘণ্টায় আ.লীগের যত আয়
শনিবার, ১৮ নভেম্বর ২০২৩



মনোনয়নপত্র বিক্রি করে এক ঘণ্টায় আ.লীগের যত আয়

জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দলের মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে আওয়ামী লীগ। বিক্রির প্রথম এক ঘণ্টায় ১৯০টি ফরম বিক্রি করে ৯৫ লাখ টাকা আয় করেছে দলটি।

শনিবার (১৮ নভেম্বর) সকালে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়ন ফরম বিক্রির কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

এরপর বেলা সাড়ে ১১টায় আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। পরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ কেন্দ্রীয় নেতারা মনোনয়ন ফরম কেনেন। একইভাবে অন্যরাও ফরম কিনতে হুমড়ি খেয়ে পড়েন।

মনোনয়ন ফরম বিক্রির মধ্যে ঢাকা বিভাগ ৫১টি, চট্টগ্রাম বিভাগে ৪০, সিলেট বিভাগে ১১, ময়মনসিংহ বিভাগে ১৫, বরিশাল বিভাগে ১১, খুলনা বিভাগে ২২, রংপর বিভাগে ১৭ এবং রাজশাহী বিভাগ থেকে ২৩টিসহ এক ঘণ্টায় ১৯০টি ফরম বিক্রি হয়। প্রতি ফরম ৫০ হাজার টাকা করে মোট ৯৫ লাখ টাকা আয় করে আওয়ামী লীগ।

আওয়ামী লীগের পক্ষ থেকে জানানো হয়, ১৮ নভেম্বর থেকে ২১ নভেম্বর মঙ্গলবার পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা দলীয় মনোনয়ন ফরম কেনা ও জমা দেওয়া যাবে।

সশরীরে মনোনয়ন পেতে আগ্রহীদের আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে প্রশাসনিক বিভাগ অনুযায়ী সুনির্দিষ্ট বুথ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ এবং জমা দেওয়া যাবে। কেন্দ্রীয় কার্যালয়ের দ্বিতীয় তলায় ঢাকা, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগ এবং তৃতীয় তলায় রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের মনোনয়ন ফরম বিতরণ করা হবে। কেন্দ্রীয় কার্যালয়ের নিচ তলায় জমা নেওয়া হবে সব বিভাগের মনোনয়ন ফরম।

মনোনয়ন ফরম সংগ্রহের সময় অবশ্যই প্রার্থীর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সঙ্গে আনতে হবে। ফটোকপির ওপর নির্বাচনী এলাকা, মোবাইল ফোন নম্বর ও সাংগঠনিক পরিচয় সুস্পষ্টভাবে উল্লেখ করতে হবে।

এ ছাড়া অনলাইনে ফরম পূরণ করেও জমা দেওয়া যাবে। এজন্য Smart Nomination App এবং nomination.albd.org ওয়েবসাইট থেকেও ফরম পূরণ করে জমা দেওয়া যাবে।

উল্লেখ্য, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল গত ১৫ নভেম্বর সন্ধ্যায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, ২০২৪ সালের সাত জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট অনুষ্ঠিত হবে।

এ ছাড়া মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ৩০ নভেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাই ১ থেকে ৪ ডিসেম্বর, মনোনয়ন বাতিলের বিরুদ্ধে আপিল ও নিষ্পত্তি ৬ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৭ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর এবং নির্বাচনী প্রচারণা ১৮ ডিসেম্বর থেকে জানুয়ারির ৫ তারিখ পর্যন্ত চলবে বলে জানায় ইসি।

বাংলাদেশ সময়: ১৫:৩৬:৪৩   ১৭৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


রিতু মনির বীরত্বে রেকর্ড জয় বাংলাদেশের
বাংলাদেশকে বড় লক্ষ্য দিল আয়ারল্যান্ড
আপনারা অবশ্যই অনির্বাচিত, প্রতিদিন স্মরণ করিয়ে দেওয়া হবে: সালাহউদ্দিন আহমেদ
সেন্টমার্টিনের বাসিন্দাদের জন্য বিকল্প কর্মসংস্থানের সুযোগ হচ্ছে: পরিবেশ উপদেষ্টা
সত্যিকারের মৎস্যজীবীরা আইন ভঙ্গ করে না : মৎস্য উপদেষ্টা
তুরস্কের মহিলা ও পরিবার পরিকল্পনা মন্ত্রীর সঙ্গে তথ্য উপদেষ্টার সাক্ষাৎ
উন্নয়নের নামে তারা শুধু লুটপাট করে বিদেশে পালিয়েছে: গিয়াসউদ্দিন
২২ বছর পর কারামুক্ত সাবেক ছাত্রদলের নেতা জাকির খান
জুলাই গণঅভ্যুত্থানে নিহত ৮৬৪, আহত ১৪ হাজার শনাক্ত: স্বাস্থ্য উপদেষ্টা
পহেলা বৈশাখে নগরীতে প্রশাসনের যৌথ মহড়া, থাকবে কড়া নিরাপত্তা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ