একদিনের ক্রিকেট এখন অতীত, বিশ্বকাপের কথা মাথায় রেখে এবার টি-টোয়েন্টি ক্রিকেটে প্রবেশ করছে ভারত। প্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়া। আগামী ২৩ নভেম্বর থেকে শুরু হচ্ছে পাঁচ ম্যাচের সিরিজ। সেখানেই ভারতের দলে আমূল পরিবর্তন করা হয়েছে। রোহিত, বিরাট, কে এল রাহুল, বুমরাহ, শামি, জাদেজা, কুলদীপরা কেউ দলে নেই। তাদের বিশ্রাম দেওয়া হয়েছে।
হার্দিক পান্ডিয়া যেহেতু এখনো চোট-আঘাত সারিয়ে ফিরতে পারেননি, তাই অধিনায়ক করা হয়েছে সূর্যকুমার যাদবকে। একদিনের বিশ্বকাপে সূর্যের পারফরমেন্স মোটেই আহমরি নয়। তিনি অনেকগুলি ম্যাচে সুযোগ পেলেও রান করতে পারেননি। ফাইনালেও ব্যর্থ হয়েছেন। তবে গাভাস্কার-সহ অনেক বিশেষজ্ঞই মনে করেন, সূর্য ৫০ ওভারের ম্যাচের প্লেয়ারই নন। তিনি টি-টোয়েন্টির প্লেয়ার।
শক্তিশালী অস্ট্রেলিয়া দলের বিরুদ্ধে তিনিই অধিনায়ক। প্রথম দুইটি ম্যাচে সহ-অধিনায়ক করা হয়েছে রুতুরাজ গাইকোয়াড়কে। তার নেতৃত্বেই এশিয়ান গেমসে ক্রিকেট দল গিয়েছিল। তবে শেষ দুইটি ম্যাচে সহ-অধিনায়ক হিসাবে থাকবেন শ্রেয়স আইয়ার।
সিনিয়র ক্রিকেটারদের বিশ্রাম দিয়ে আইপিএলে ভালো খেলা ক্রিকেটারদের দলে নেওয়া হয়েছে। ১৫ জনের দলে রাখা হয়েছে মারকুটে ব্যাটার রিঙ্কু সিং-কে। সুযোগ পেয়েছেন তিলক বর্মা, যশস্বী জয়সওয়াল, ওয়াশিংটন সুন্দর, অক্ষর প্যাটেল, শিবম দুবে, রবি বিষ্ণোই, আর্শদীপ সিং, মুকেশ কুমার, আবেশ খান, প্রসিদ্ধ কৃষ্ণ, জিতেশ শর্মা, ইশান কিশান।
আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ। ৪ থেকে ৩০ জুন এই বিশ্বকাপ চলবে আমেরিকা ও ওয়েস্ট ইন্ডিজে। তার দিকে নজর রেখেই এই টিম গড়া হয়েছে। সেজন্যই এভাবে প্রতিভাবানদের নিয়ে দল গড়া হয়েছে। আর সিনিয়ররা সমানে খেলতে খেলতে ক্লান্ত। তার উপর বিশ্বকাপ ফাইনালে হারের ধাক্কার পর তাদের বিশ্রামের প্রয়োজন আছে বলে নির্বাচকরা মনে করছেন।
নতুন কোচ কে হবেন, তা নিয়ে এখন প্রচুর জল্পনা চলছে। ইন্ডিয়ান এক্সপ্রেসের রিপোর্ট বলছে, ভিভি এস লক্ষ্মণই পরবর্তী কোচ হতে পারেন।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচ হবে বিশাখাপটনামে ২৩ নভেম্বর, তারপর ২৬ নভেম্বর থিরুঅনন্তপুরম, ২৮ নভেম্বর গুয়াহাটি, ১ ডিসেম্বর নাগপুর ও ৩ ডিসেম্বর হায়দরাবাদে ম্যাচ হবে।
বাংলাদেশ সময়: ১১:৫৯:১৫ ৭৮ বার পঠিত