দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তৃণমূল বিএনপি আওয়ামী লীগের প্রতিপক্ষ হয়ে নির্বাচন করবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব তৈমুর আলম খন্দকার। তিনি বলেছেন, ‘জনগণ পরিবর্তন চায়। জনগণ দ্রব্যমূল্যের সিন্ডিকেট থেকে মুক্তি চায়। তাই আগামী নির্বাচনে তৃণমূল বিএনপি আওয়ামী লীগের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে।
আজ মঙ্গলবার রাজধানীর তোপখানায় দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তৈমুর। এর আগে তিনি মনোনয়ন ফরম সংগ্রহ করেন। তিনি নারায়ণগঞ্জ-১ আসনে নির্বাচন করবেন।
আন্দোলনের অংশ হিসেবে তৃণমূল বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করবে বলে জানান তৈমুর।
বলেন, ‘আমরা যদি নির্বাচন না করি তাহলে সরকার ব্ল্যাংক চেক পেয়ে যায়। আমরা সুস্থ একটা রাজনীতির পরিবেশ গঠন করতে চাই। নির্বাচন করা ছাড়া আমাদের কোনো উপায় নাই। এই নির্বাচনকে আমরা আন্দোলন হিসেবে নিয়েছি।
মনোনয়ন ফরম সংগ্রহ প্রসঙ্গে তৈমুর বলেন, ‘রূপগঞ্জের এ আসনটি আমার মায়ের স্মৃতিবিজড়িত। তবে দলের সিদ্ধান্ত অনুযায়ী একাধিক আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করব।’
জোটবদ্ধ নির্বাচন প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তৃণমূল বিএনপির মহাসচিব বলেন, ‘অনেক দলের সঙ্গে জোট করা নিয়ে আলোচনা হচ্ছে। এ বিষয়ে আমি আগেই কিছু বলব না। আমরা মাঠের লোকজনকে মনোনয়ন দেব।
ভোটের দিন আমরা কেন্দ্রে থাকব। যারা মাঠে থাকতে পারবে আমরা তাদের মনোনয়ন দেব।’
মনোনয়ন ফরম সংগ্রহের সময় তৈমুর আলমের সঙ্গে উপস্থিত ছিলেন তৃণমূল বিএনপির কো-চেয়ারপারসন কে এ জাহাঙ্গীর মাজমাদার, ভাইস চেয়ারপারসন সালাম মাহমুদ ও জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব আক্কাস আলী খান।
বাংলাদেশ সময়: ২২:৫৮:৩২ ৯৪ বার পঠিত #নির্বাচন ২০২৪