যেভাবে দেখবেন ব্রাজিল-আর্জেন্টিনা মহারণ

প্রথম পাতা » খেলাধুলা » যেভাবে দেখবেন ব্রাজিল-আর্জেন্টিনা মহারণ
মঙ্গলবার, ২১ নভেম্বর ২০২৩



যেভাবে দেখবেন ব্রাজিল-আর্জেন্টিনা মহারণ

বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে লাতিন আমেরিকার দুই পরাশক্তি আর্জেন্টিনা ও ব্রাজিল। বাংলাদেশ সময় বুধবার (২২ নভেম্বর) ভোর সাড়ে ৬টায় ব্রাজিলের মারাকানায় এই খেলা শুরু হবে।

সুপার ক্ল্যাসিকোতে মুখোমুখি হওয়ার আগে পয়েন্ট টেবিলে ২ দলের অবস্থানও ভিন্ন। ৫ ম্যাচে ৪ জয়ে আর্জেন্টিনা আছে টেবিলের শীর্ষে। যেখানে টানা ২ ম্যাচ হেরে ব্রাজিল আছে পঞ্চম স্থানে। তাই এ ম্যাচ ব্রাজিলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ৫ বারের এই বিশ্ব চ্যাম্পিয়নদের জন্য দুঃসংবাদ হলো চোটের কারণে দলে নেই অন্যতম সেরা তারকা নেইমার ও ভিনিসিয়ুস জুনিয়র।

সাম্প্রতিক সময়ে মাঠের পারফরম্যান্সে দারুণ ছন্দে রয়েছে আর্জেন্টিনা। ব্রাজিলের বিপক্ষেও জয়ের লক্ষ্যে সেরা একাদশ নিয়ে মাঠে নামবে তারা। দুই উইঙ্গব্যাকে নাহুয়েল মলিনা ও নিকোলাস ত্যাগলিয়াফিকো খেলতে পারেন। দলটির মধ্যভাগে দেখা যেতে পারে এনজো ফার্নান্দেজ, ম্যাক অ্যালিস্টার, ডি পলের মতো ফুটবলারদের। আক্রমণে মেসি ও ডি মারিয়ার সঙ্গে লওতারো মার্টিনেজের খেলার সম্ভাবনাই বেশি।

আর্জেন্টিনা পূর্ণ শক্তির দল নিয়ে মাঠে নামতে পারলেও ব্রাজিলকে খেলতে হবে অনেকটা নতুন দল নিয়েই। কাতার বিশ্বকাপ খেলা দল থেকে তিন-চারজন ফুটবলারকে দেখা যেতে পারে শুরুর একাদশে। অ্যালিসন বেকার, রাফিনহা, মার্কুইনোসদের পাশাপাশি রদ্রিগোর দিকেই তাকিয়ে থাকতে হবে ব্রাজিলকে।

তবে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি মনে করেন নেইমার ও ভিনি না থাকলেও ব্রাজিলের বিপক্ষে কঠিনই হবে ম্যাচটি। ব্রাজিলের সঙ্গে ম্যাচে সবসময় আলাদা চাপ থাকে বলেও জানান তিনি।

ম্যাচ দেখবেন যেভাবে :

বাংলাদেশ থেকে কোনো চ্যানেলে ম্যাচটি সরাসরি দেখা যাবে না। তবে অনলাইনে ম্যাচটি দেখার সুযোগ রয়েছে। ভিইউস্পোর্ট স্ট্রিমিং ও সিবিএস স্পোর্টস গোলজো নেটওয়ার্কে ম্যাচটি উপভোগ করা যাবে। এ ছাড়া ম্যাচটি দেখা যাবে ফুটবল বিষয়ক ওয়েবসাইট ইয়াল্লা টিভি এবং ইয়াসিন টিভিতে অনলাইন স্ট্রিমিংয়ের মাধ্যমে।

বাংলাদেশ সময়: ২৩:৫৬:২৬   ৯৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


ফেডারেশন কাপের একই গ্রুপে আবাহনী ও মোহামেডান
ভেনেজুয়েলার পর উরুগুয়ের বিপক্ষেও ড্র ব্রাজিলের
পেরুকে হারিয়ে জয়ে ফিরল আর্জেন্টিনা
২১০তম ম্যাচের পর ‘প্রথম’ জয় র‌্যাংকিংয়ের ২১০তম দলের
উরুগুয়ে ম্যাচের একদিন আগেই একাদশ প্রকাশ ব্রাজিলের
ক্যারিবিয়ানে বাংলাদেশকেও তুলে ধরতে চায় রংপুর রাইডার্স
৪৩৯ রানের টি-টোয়েন্টিতে ইংল্যান্ডকে হারালো উইন্ডিজ
২-১ গোলের জয়ে বছর শেষ করল বাংলাদেশ
জোড়া গোলের পর রেকর্ড গড়ে দলকে জেতালেন রোনালদো
রেকর্ডের বন্যা বইয়ে ভারতের সিরিজ জয়

News 2 Narayanganj News Archive

আর্কাইভ