আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ানোর অনুরোধ জানাল এফবিসিসিআই

প্রথম পাতা » অর্থনীতি » আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ানোর অনুরোধ জানাল এফবিসিসিআই
বুধবার, ২২ নভেম্বর ২০২৩



আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ানোর অনুরোধ জানাল এফবিসিসিআই

আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানোর অনুরোধ জানিয়ে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) চিঠি দিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)।

সম্প্রতি এফবিসিসিআই সভাপতি মো. মাহবুবুল আলম স্বাক্ষরিত একটি চিঠি এনবিআর চেয়ারম্যান বরাবর পাঠানো হয়।

চিঠিতে বলা হয়, নতুন আয়কর আইন প্রতিপালন ও আয়কর পরিপত্র দেরিতে প্রকাশ করার কারণে করদাতারা প্রস্তুতির তেমন সময় পাননি। অন্যদিকে রাজনৈতিক পরিস্থিতি ও আসন্ন জাতীয় নির্বাচনের কারণে অনেক করদাতার পক্ষেই ৩০ নভেম্বরের ভেতরে আয়কর রিটার্ন দাখিল সম্ভব হবে না।

চিঠিতে সর্বোচ্চ সংখ্যক করদাতার আয়কর রিটার্ন দাখিলের স্বার্থে সময়সীমা ৩১ ডিসেম্বর, ২০২৩ পর্যন্ত বাড়ানোর জন্য এফবিসিসিআই’র পক্ষ থেকে এনবিআর’র প্রতি বিশেষভাবে অনুরোধ জানানো হয়।

গত ১ নভেম্বর থেকে শুরু হয়েছে আয়কর রিটার্ন জমা। ৩০ নভেম্বর পর্যন্ত এনবিআরের প্রতিটি সার্কেল ও অঞ্চল অফিসে রিটার্ন দাখিল করতে পারবেন করদাতা।

এনবিআর জানিয়েছে, ৩০ নভেম্বর জাতীয় আয়কর দিবস ২০২৩। এ উপলক্ষে বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করা হবে। এ বছর আয়কর দিবসের প্রতিপাদ্য- ‘কর দেবো গড়ব দেশ, স্মার্ট হবে বাংলাদেশ।’ স্লোগান হলো- ‘আমরা বদলে যাবো, আমরা বদলে দিবো।’

অনলাইনে আয়কর রিটার্ন (www.etaxnbr.gov.bd) দাখিল সিস্টেমটি চালু রয়েছে। ইতোমধ্যে করদাতারা এ সিস্টেমে
রেজিস্ট্রেশন করাসহ রিটার্ন তৈরি এবং রিটার্ন দাখিল করতে পারছেন। হট লাইন নম্বর: ০৯৬৪৩৭১৭১৭১ এর মাধ্যমে ই রিটার্ন সম্পর্কে পরামর্শ নিয়ে করদাতারা অনলাইনে রিটার্ন দাখিল করতে পারবেন বলে জানিয়েছে এনবিআর।

এ বছর প্রথমবারের মত করশূন্য রিটার্ন দাখিলকারী করদাতাদের জন্য অনলাইনে এক পৃষ্ঠার রিটার্ন দাখিলের ব্যবস্থা করা হয়েছে বলেও উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে প্রাপ্তি স্বীকার এবং সনদ দু’টো পাওয়া যাবে। ফলে এই শ্রেণীর করদাতাদের কর অফিসে যাওয়ার প্রয়োজন হবে না।

ই-পেমেন্টের মাধ্যমে করদাতারা অনলাইনে আয়কর পরিশোধ করতে পারবেন জানিয়েছে এনবিআর।

এনবিআরের তথ্য অনুযায়ী, ই-টিন (www.etdsnbr.gov.bd) সিস্টেমের মাধ্যমে সব কর অঞ্চলের অধিক্ষেত্রাধীন উৎসে কর কর্তনকারী কর্তৃপক্ষে বাস্তবায়ন কার্যক্রম চলমান রয়েছে বলেও জানিয়েছে এনবিআর। তাছাড়া ই-টিন রেজিস্ট্রেশন (www.incometaxnbr.gov.bd) বুথে প্রয়োজনীয় তথ্য দেয়া সাপেক্ষে নতুন করদাতারা ই-টিন রেজিস্ট্রেশন ও বর্তমান করদাতারা রি-রেজিস্ট্রেশন করতে পারবেন।

এছাড়া করদাতারা উৎসবমুখর পরিবেশে নির্ধারিত কর অঞ্চলে তাদের ২০২৩-২০২৪ করবর্ষের স্ব স্ব আয়কর রিটার্ন জমা দিতে পারবেন।

বাংলাদেশ সময়: ১২:৪৮:৩১   ১৩৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অর্থনীতি’র আরও খবর


রেমিট্যান্স সার্টিফিকেট দিতে গড়িমসি ব্যাংকের, ভোগান্তিতে প্রবাসীরা
চট্টগ্রাম বন্দরে ৩ মাসে কনটেইনার হ্যান্ডেলিং বেড়েছে ৯ শতাংশ, প্রবৃদ্ধি অর্জন ১০.২২ শতাংশ
ভয়াবহ চ্যালেঞ্জের মুখে দেশের আর্থিক খাত: অর্থ উপদেষ্টা
কোনো প্রতিষ্ঠান বন্ধ হবে না: গভর্নর
সরকার আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছ থেকে খুব ভাল সাড়া পাচ্ছে : অর্থ উপদেষ্টা
সিঙ্গাপুরের সঙ্গে এফটিএ সইয়ে আনুষ্ঠানিকতা শুরু
আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিতে শক্তিশালী নিয়ন্ত্রণ ব্যবস্থা গুরুত্বপূর্ণ : এনবিআর চেয়ারম্যান
কৌশলগত অংশীদারিত্বের জন্য আইসিএসবি-এআইইউবি সমঝোতা স্মারক স্বাক্ষর
দেশের অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে : বাণিজ্য উপদেষ্টা
২৬ দিনেই রেমিট্যান্স এলো ১৯৫ কোটি ডলার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ