বিএনপি এখন আর রাজনৈতিক দল নেই, তাদের কর্মকাণ্ডে তারা এখন সন্ত্রাসী দলে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ।
বুধবার (২৯ নভেম্বর) কুষ্টিয়া শহরে নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়ের সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।
হানিফ বলেন, বিএনপি এখন আর রাজনৈতিক দল নেই। তাদের কর্মকাণ্ডে তারা এখন সন্ত্রাসী দলে পরিণত হয়েছে। এই সন্ত্রাসী দলের নেতারা কোথায়, কোন আন্ডারগ্রাউন্ডে থেকে কি বক্তব্য দিচ্ছে তা নিয়ে আর আলোচনার কোনো প্রয়োজন নেই। ভোটের উৎসব শুরু হয়ে গেছে। যারা এই উৎসব থেকে দূরে আছেন তারা মনের কষ্টে উল্টাপাল্টা কথাবার্তা বলছেন।
তিনি বলেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ৭ জানুয়ারিতেই অনুষ্ঠিত হবে। দুয়েকটি রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ না করে যানবাহনে হামলা করছে, গাড়ি ভাঙচুর করছে, আগুন দিচ্ছে। এ সমস্ত কারণে হয়তো কমিশন অস্বস্তি বোধ করতে পারে। কিন্তু তাতে নির্বাচন থেমে থাকবে না।
আওয়ামী লীগের এই কেন্দ্রীয় নেতা আরও বলেন, ৩০ ডিসেম্বর মনোনয়ন জমা হওয়ার পরেই বোঝা যাবে যে, নির্বাচনে শুধু আওয়ামী লীগ আছে না অন্য দলও আছে। ইতোমধ্যেই জাতীয় পার্টিসহ বেশ কয়েকটি রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণের প্রক্রিয়া শুরু করেছে। প্রায় ২৮ থেকে ৩০টি নিবন্ধিত রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করছে। ফলে আওয়ামী লীগ বনাম আওয়ামী লীগ নির্বাচন হচ্ছে—এটা বলা ঠিক নয়।
এ সময় স্থানীয় আওয়ামী লীগ নেতাদের পাশাপাশি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৬:২২:২৬ ১০৭ বার পঠিত #নির্বাচন ২০২৪