মনোনয়ন জমার শেষ দিন আজ

প্রথম পাতা » ছবি গ্যালারী » মনোনয়ন জমার শেষ দিন আজ
বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩



মনোনয়ন জমার শেষ দিন আজ

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আজ বৃহস্পতিবার (৩০ নভেম্বর)। বিকাল ৫টা পর্যন্ত দেশের প্রতিটি রিটার্নিং অফিসার এবং জেলা-উপজেলা নির্বাচনী কর্মকর্তার অফিসে মনোনয়ন জমা দেয়া যাবে।

ইসি সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যা পর্যন্ত সারাদেশে ৩০০ আসনের বিপরীতে প্রায় দেড় হাজার মনোনয়ন পত্র বিক্রি হয়েছে। বিভিন্ন দলের ও স্বতন্ত্র ৩ শতাধিক প্রার্থী মনোনয়নপত্র জমাও দিয়েছেন। ঢাকা জেলায় এ পর্যন্ত মোট ২৬৫টি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন প্রার্থীরা। তাদের মধ্যে ৩৯ জন প্রার্থী জমাও দিয়েছেন।

মনোনয়নপত্র জমা দেয়া প্রার্থীদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন- ঢাকা-১৩ আসনে আওয়ামী লীগের প্রার্থী জাহাঙ্গীর কবির নানক, ঢাকা-৯ আসনে সাবের হোসেন চৌধুরী, ঢাকা-১৬ আসনে আওয়ামী লীগ প্রার্থী ইলিয়াস মোল্লা, ঢাকা-৪ আসনে সানজিদা খানম, ঢাকা-১২ আসনে আসাদুজ্জামান খান, ঢাকা-১৭ আসনে মোহম্মদ আলী আরাফাত, ঢাকা-১৭ আসনে বিএনএফের আবুল কালাম আজাদ, ঢাকা-১৮ আসনে শেরিফা কাদের প্রমুখ।

আজ বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সম্ভাব্য সব প্রার্থীই মনোনয়ন জমা দেবেন, এ কারণে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে ব্যাপক ভিড় থাকবে বলে ইসি সূত্রে জানানো হয়েছে।

আগামীকাল শুক্রবার (১ ডিসেম্বর) থেকে সোমবারের (৪ ডিসেম্বর) মধ্যে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের কাজ শেষ হবে। প্রার্থীরা ৬ থেকে ১৫ ডিসেম্বরের মধ্যে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করতে পারবেন। ১৮ ডিসেম্বর প্রার্থীদের মধ্যে নির্বাচনী প্রতীক বরাদ্দ দেয়া হবে। ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত প্রার্থীরা নির্বাচনী প্রচারণা চালাতে পারবেন। আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৭ জানুয়ারি।

বাংলাদেশ সময়: ১০:৩৮:২১   ৭৬ বার পঠিত   #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসে সশস্ত্র বাহিনী দিবস উদযাপিত
পররাষ্ট্র সচিবের সঙ্গে আলজেরিয়ার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
রোজায় বাজার সহনশীল রাখার চেষ্টা করা হবে: বাণিজ্য উপদেষ্টা
দেশের যুবকদের কর্মসংস্থানে কাজ করতে চায় বিশ্বব্যাংক
সীমান্তে দেড় কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ
সাফজয়ী ঋতুপর্ণা-মণিকা ও রুপনা চাকমাকে রাঙ্গামাটিতে সংবর্ধনা
রাজু ভাস্কর্যে ঢামেক শিক্ষার্থীদের উপস্থিতি প্রেরণা জোগায়: আসিফ মাহমুদ
বাংলাদেশে নতুন রাজনৈতিক বন্দোবস্ত লাগবে: জোনায়েদ সাকি
আওয়ামী লীগ নেতাকর্মীদের বডি ল্যাঙ্গুয়েজ কেমন, জানালেন ফখরুল
৩ মাসে জ্বালানি খাতে ৩৭০ কোটি টাকা সাশ্রয়: জ্বালানি উপদেষ্টা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ